কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০২ এএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৯ এএম
অনলাইন সংস্করণ

এমন সামরিক শক্তি কোথা থেকে পেল ইয়েমেন?

ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দৃশ্য। ছবি : সংগৃহীত
ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দৃশ্য। ছবি : সংগৃহীত

রীতিমতো দানবীয় শক্তি দেখাল ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী-হুথি। ইয়েমেন থেকে দুই হাজার কিলোমিটার দূরের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। মাত্র ১১ মিনিটে বিশাল এই পথ পাড়ি দেয় ক্ষেপণাস্ত্রটি। যাত্রাপথে যা ফাঁকি দেয় বিলিয়ন ডলার ব্যয়ে তৈরি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা— আয়রন ডোমকেও।

যুদ্ধবিধ্বস্ত ও দারিদ্র্যপীড়িত একটি দেশের সশস্ত্র গোষ্ঠীর এমন সক্ষমতা রীতিমতো অবাক করে নেতানিয়াহু প্রশাসনকে। তবে, স্বভাবসুলভ উপায়ে পাল্টা হামলার হুমকি দিয়ে রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলকে ধ্বংসের চেষ্টা করছে, ইরানের এমন অক্ষশক্তিগুলোর বিরুদ্ধে বিভিন্ন ফ্রন্টে আমরা যুদ্ধ করছি। সকালে হুথিরা ইয়েমেন থেকে আমাদের ভূখণ্ডে একটি সারফেস-টু-সারফেস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের এত দিনে বুঝে নেওয়া উচিত ছিল যে, আমাদের ক্ষতি করার যে কোনো প্রচেষ্টার জন্য আমরা চড়া মূল্য আদায় করি।

এ হামলার বিষয়ে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক সংবাদ সম্মেলনে জানান, নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের রাজধানীর কাছে চালানো হয়েছে এ হামলা। ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে দাবি করে তিনি বলেন, ইসরায়েল আয়রন ডোম ও অ্যারো ডিফেন্স সিস্টেম ব্যবহার করেও ধ্বংস করতে পারেনি ক্ষেপণাস্ত্রটি।

মুখপাত্র জেনারেল সারি আরও বলেন, ইয়েমেন থেকে ২ হাজার ৪০ কিলোমিটার দূরে এই ক্ষেপণাস্ত্র মাত্র সাড়ে ১১ মিনিটে পৌঁছে যায়। এতে ইসরায়েলিদের মধ্যে ছড়িয়ে পড়ে ভীতি ও আতঙ্ক। সাইরেনের শব্দে হুড়োহুড়ি করে অন্তত ২০ লাখ ইসরায়েলি আশ্রয় নেন বিভিন্ন কেন্দ্রে। ইসরায়েলের ইতিহাস এই প্রথম একসঙ্গে এত মানুষ মিসাইল হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে ছোটে।

গাজার জনগণের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব থেকে সংহতি প্রকাশের জন্য ইয়েমেনিরা ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়ছে বলেও উল্লেখ করেন জেনারেল সারি। আগামী দিনগুলোয় তেলআবিবকে এ ধরনের আরও হামলার মুখোমুখি হতে হবে বলেও আগাম হুঁশিয়ারি দিয়ে রাখেন তিনি।

উল্লেখ্য, ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে হুথি বিদ্রোহীদের। মূলত তাদের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়েই হামলা চালানো হয়েছে। তবে, গোষ্ঠীটিকে কোনো ধরনের সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে তেহরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিন ধরে চিলমারী-রৌমারী রুটে ফেরি বন্ধ

গণভোট নিয়ে গুরুত্বপূর্ণ ৮ তথ্য জানাল সরকার

সুইজারল্যান্ডকে ৫ গোল দিল বাংলাদেশ

কড়াইল আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টার

কারাগারে কি ইমরান খানকে হত্যা করা হয়েছে?

নতুন হল নির্মাণ ও সংস্কার / ঢাবির বিকল্প আবাসন হিসেবে উত্তরায় সম্ভাব্যতা যাচাই

সুখবর পেলেন যুবদলের এক নেতা

মারা গেলেন কোরিয়ান অভিনেতা লি সুন জায়ে

২৭৪ বিচারককে বদলির প্রজ্ঞাপন জারি

জামায়াতের মনোনয়ন পেয়ে ড. ফয়জুল হকের প্রতিক্রিয়া

১০

নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে কী করবেন? জেনে নিন

১১

ডিবি হারুন ও সাবেক আইজি বেনজীর পরিবারের আয়কর নথি জব্দের নির্দেশ

১২

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহতের ১০ টুকরো লাশ উদ্ধার

১৩

মার্সেডিজ-বেঞ্জের ইভি চার্জিং অবকাঠামো এখন চট্টগ্রামেও

১৪

তৌসিফের যে দিকটার প্রেমে পড়েছেন নীলা

১৫

চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

১৬

লিটনের ‘বিস্ফোরক’ মন্তব্যের জবাব দিলেন প্রধান নির্বাচক

১৭

ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ কোথায় আঘাত হানবে

১৮

জানাজায় ৪র্থ তাকবির বলার পর হাত কখন ছাড়বেন?

১৯

নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা

২০
X