কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সেই ড্রোন আঘাত হেনেছিল নেতানিয়াহুর বেডরুমে

হিজবুল্লাহর ড্রোন নেতানিয়াহুর বাড়িতে আঘাত হানে। ছবি : সংগৃহীত
হিজবুল্লাহর ড্রোন নেতানিয়াহুর বাড়িতে আঘাত হানে। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল হিজবুল্লাহ। সেই হামলার একটি ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, উত্তর ইসরায়েলে নেতানিয়াহুর বাড়ির বেডরুমের জানালায় সরাসরি ড্রোনটি আঘাত হানে।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২২ অক্টোবর) ইসরায়েলি মিডিয়া এ তথ্য জানিয়েছে। একই দিন হিজবুল্লাহ নেতানিয়াহুর বাড়িতে হামলার দায় স্বীকার করে। শনিবার (১৯ অক্টোবর) ওই হামলা হয়েছিল।

ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কেএএন বলেছে, হিজবুল্লাহ ড্রোনটি সরাসরি এবং সঠিকভাবে নেতানিয়াহুর বেডরুমের জানালায় আঘাত করেছিল। তখন ইসরায়েলি সামরিক বাহিনীর সেন্সরের কারণে মিডিয়া তা প্রকাশ করতে পারেনি। কিন্তু তিন দিন পর সামরিক বাহিনী প্রধানমন্ত্রীর বাসভবনের ক্ষয়-ক্ষতি প্রকাশের অনুমতি দেয়। এরপরই ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত বাড়িটির ছবি প্রকাশ করে সংবাদমাধ্যম।

প্রকাশিত ছবিতে দেখা যায়, জানালায় বিস্ফোরণের ফলে কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু মূল কাঠামোর কোনো ক্ষতি হয়নি। তবে দেয়ালে স্বল্প সময়ের জন্য জ্বলা আগুনের ফলে সৃষ্ট কালো দাগ স্পষ্ট। এ ছাড়া ভবন ঘেঁষা গাছপালা পুড়ে গেছে। সেসব ভেঙেচুরে পাশেই পড়ে রয়েছে।

এ বিষয়ে শনিবার নেতানিয়াহুর মুখপাত্র জানান, তেলআবিবের উত্তরাঞ্চলে সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে এ হামলা হয়েছে। লেবানন থেকে তার বাসভবনে ড্রোনটি ছোড়া হয়েছে। হামলার সময়ে নেতানিয়াহু ও তার পরিবারের কেউ বাসভবনে ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ড্রোন হামলার পর ইসরায়েলের তেলআবিবে গ্লিলট সামরিক গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের শিয়া ইসলামপন্থি রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক বাহিনী হামলার কথা স্বীকার করলেও জানিয়েছে, ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে হামলার ভয়াবহতায় তেলআবিবে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে অভ্যন্তরীণ সূত্রে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইসরায়েলের নিরিত এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেখানে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। টেলিগ্রামে এক পোস্টে লেবাননভিত্তিক এই সংগঠনটি জানায়, গাজায় ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং লেবাননের জনগণকে রক্ষায় তারা এ হামলা চালিয়েছে। হিজবুল্লাহর হামলার পর বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে এবং ইসরায়েলি সামরিক বাহিনী তেলআবিবে জরুরি অবস্থা জারি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় আগুনের ঘটনায় জামায়াতে আমিরের স্ট্যাটাস 

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে বহিষ্কার

মাছ ধরার জালে উঠে এলো ব্যাগভর্তি ককটেল

নতুন অধিনায়কের নাম ঘোষণা

বিএনপির এক নেতাকে শোকজ

জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন : প্রেস সচিব

রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী 

ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা

র‌্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

নিঃশব্দে বিদায় নিলেন একসময়ের মিস ক্যালকাটা

১০

‘এইচআইভি’তে আক্রান্ত দিশা পাটানির প্রেমিক

১১

আলোচিত পাশাতেই আস্থা ১১ দলীয় জোটের

১২

তিন জেলায় শৈত্যপ্রবাহ, শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস  

১৩

উত্তরায় বাড়িতে আগুন, নিহত বেড়ে ৬

১৪

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

১৫

আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি যুক্তরাষ্ট্রের

১৬

একচল্লিশে পা দিলেন সিদ্ধার্থ 

১৭

রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি ৮২ শিক্ষার্থী

১৮

বিয়ের পিঁড়িতে ধানুশ-ম্রুণাল, গুজন নাকি সত্যি?

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট

২০
X