কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ০৭:৫১ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৮:০০ এএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধ বন্ধ চাইলেন সৌদি যুবরাজ

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যজুড়ে বাজছে যুদ্ধের দামামা। গাজা ও লেবাননে একের পর এক প্রাণ হারাচ্ছে নিরীহ ও সাধারণ মানুষ। মধ্যপ্রাচ্যে মুসলমানদের এমন করুণ অবস্থার মধ্যে নীরব রয়েছে সৌদি আরব। তবে এবার সেই নীরবতা ভেঙে যুদ্ধ বন্ধ চেয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সোমবার (১১ নভেম্বর) আরব লীগ ও অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের যৌথ সম্মেলনের (ওআইসি) আগে তিনি এ দাবি জানান। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রিয়াদে আরব ও মুসলিম নেতাদের শীর্ষ সম্মেলনের উদ্বোধনে ইসরায়েলকে অবিলম্বে গাজা ও লেবাননে তাদের সামরিক আগ্রাসন বন্ধ করার দাবি জানিয়েছেন।

সোমবার আরব লীগ এবং অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) যৌথভাবে আয়োজিত শীর্ষ সম্মেলনের আগে এক ভাষণে তিনি ফিলিস্তিনি ও লেবাননের জনগণের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার নিন্দা জানান। তিনি ইসরায়েলকে আর কোনো আগ্রাসন না চালানোর জন্য আহ্বান জানান এবং ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।

সৌদি যুবরাজের সঙ্গে একইভাবে আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গীতও গাজা এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানান। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের দুর্দশা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের গৃহীত পদক্ষেপগুলো দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের প্রচেষ্টাকে হ্রাস করছে। শুধু ন্যায়বিচারের মাধ্যমেই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, তার দেশ একটি অভূতপূর্ব সংকটে ভুগছে যা তার অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। কেননা ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। তিনি আরও বলেন, লেবানন একটি অভূতপূর্ব ঐতিহাসিক এবং অস্তিত্বের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে যা তার বর্তমান ও ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে।

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ ইসরায়েলের হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যাকাণ্ডকে ‘সংগঠিত সন্ত্রাস’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘টার্গেটেড কিলিং’-এর মতো প্রতারণামূলক বাক্যাংশ দিয়ে অভিযান চালানো হচ্ছে। এর মাধ্যমে কৌশলে ফিলিস্তিনি অভিজাত এবং এই অঞ্চলের অন্যান্য দেশের নেতাদের একের পর এক বা ব্যাপকভাবে হত্যা করা হচ্চে। এটি অনাচার এবং সংগঠিত সন্ত্রাস ছাড়া কিছুই নয়।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবুও এই সম্মেলনে যোগ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিনাকী-ইলিয়াস-কনকের ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

আমরা কোনো প্রতিকূল আন্তর্জাতিক প্রতিক্রিয়া আশা করি না : প্রেস সচিব

সীমান্তে পুশ ইন ঠেকাতে সতর্ক বিজিবি, নিরাপত্তা জোরদার

খরায় বীজতলা ফেটে চৌচির, দুশ্চিন্তায় কৃষক

নাম্বার ওয়ান বিটিএস

বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা কিশোর গ্রেপ্তার 

আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত কবে, জানালেন সিইসি

বটগাছের ডাল কাটা নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

ভারত-পাকিস্তানকে ওআইসির বার্তায় ফের কাশ্মীর প্রসঙ্গ

গাছ কাটার প্রমাণ তদন্তে মিললেও প্রতিবেদনে নেই

১০

বিশ্লেষণ / কাশ্মীরের কী লাভটা হলো

১১

বিক্ষোভে উত্তাল তেল আবিব

১২

গাজায় ব্যাপক বোমাবর্ষণ, নিহত আরও ২৩

১৩

কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাক থেকে ছিটকে হেলপার নিহত

১৪

গাইবান্ধায় আ.লীগ কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ, নিয়ে গেল গ্রিল-রড

১৫

৫০০ টাকার জন্য দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা

১৬

যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমার বিষয়ে মাহফুজ আলমের স্ট্যাটাস

১৭

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

১৮

ঢাকার বাতাসও আজও ‘অস্বাস্থ্যকর’ 

১৯

মাকে ভালোবাসি বলার দিন আজ 

২০
X