কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

লেবানন থেকে সেনা প্রত্যাহার শুরু ইসরায়েলের

লেবানন থেকে সেনা প্র‌ত্যাহার করছে ইসরায়েল। ছবি : সংগৃহীত
লেবানন থেকে সেনা প্র‌ত্যাহার করছে ইসরায়েল। ছবি : সংগৃহীত

লেবানন থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তি অনুসারে দেশটির দক্ষিণাঞ্চলের শহর খিয়াম থেকে সেনা প্রত্যাহার করে তারা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে তারা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুসারে কাজ শুরু করেছে। দেশটির খিয়াম শহর থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তারা এখনও দক্ষিণ লেবাননের অন্যান্য এলাকায় নিজেদের সেনা মোতায়েন রেখেছে। যেকোনো হুমকি মোকাবিলায় অভিযান অব্যাহত থাকবে।

এর আগে লেবাননে সেনাবাহিনী জানায়, তারা জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে আইডিএফের সেনা প্রত্যাহারের পর থেকে খিয়ামে সেনা মোতায়েন শুরু করেছে। সেনাবহিনীর পক্ষ থেকে এলাকাটিতে বেসামরিক লোকদের না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। এলাকাটিতে অবিস্ফোরিত অস্ত্রের খোঁজে অভিযান চালাচ্ছে তারা।

আইডিএফ জানিয়েছে, তারা লেবাননে দক্ষিণাঞ্চল থেকে জানুয়ারির শেষে দিকে সব সেনা প্রত্যাহার করবে। যুদ্ধবিরতি চুক্তি অনুসারে সেনাদের সরিয়ে নেওয়া হবে।

গত ২৭ নভেম্বর থেকে লেবানের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এর পর থেকে উভয় পক্ষ চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। চুক্তি অনুসারে, লেবানন থেকে ৬০ দিনের মধ্যে ইসরায়েল তাদের সেনাবাহিনী প্রত্যাহার করবে। অন্যদিকে এ সময়ের মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষীদের পাশাপাশি দক্ষিণে লেবাননের সেনাবাহিনীকে মোতায়েন করতে হবে।

হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যায় লেবাননের বৈরুতে গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েল বোমা হামলা চালায়। সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। অনেক আবাসিক ভবন ধসে পড়ে। মাটিতে বড় গর্ত সৃষ্টি হয়। আকাশ ধুলাবালি ও ধোঁয়ায় ভরে ওঠে। পুরো লেবানন থেকে ওই দৃশ্য দেখা যায়। এ হামলা হয় মাটির নিচে থাকা হিজবুল্লাহর বাংকার লক্ষ্য করে। এ হামলায় নিহত হন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের এক সপ্তাহ ধরে চালানো হামলায় ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর নাসরুল্লাহর মৃত্যুর খবর আসে।

তারও এক সপ্তাহ আগে এই সশস্ত্র গোষ্ঠীটিকে লক্ষ্য করে পর পর অসংখ্য ওয়াকিটকি এবং পেজার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কমপক্ষে ৩২ জন নিহত এবং তিন হাজার জনের বেশি মানুষ আহত হয়েছিল। সবশেষ গত ২৭ নভেম্বর থেকে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান নারীদের হাতের কাজের প্রশিক্ষণের ব্যবস্থা করেন : অমিত

নিখোঁজের আড়াই মাস পর মাথার খুলিসহ হাড় উদ্ধার

‌‌বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে : এনামুল হক

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

গুলিবিদ্ধ বিএনপি প্রার্থীকে দেখতে হাসপাতালে জামায়াতের প্রার্থী

ডেমরা থানা বিএনপির কমিটি গঠন

এরশাদ উল্লাহ টার্গেটে ছিলেন না : সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ, ভিডিওতে যা দেখা গেলো

‘ঘুষ নয়, পাকা কলা খাওয়া’ সেই কর্মকর্তা বরখাস্ত

সন্দ্বীপে মিল্টনকে এমপি প্রার্থী করার দাবিতে নারী সমাজের সমাবেশ

১০

ঢাবিতে মধ্যরাতের সেই বিতর্কিত ভিডিওর জবাব দিলেন সর্ব মিত্র

১১

বিএনপির মনোনয়ন পেলেন সাবেক মেয়র আরিফুল হক

১২

বিএনপি প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয় : কফিল উদ্দিন

১৩

ইডেন কলেজে সংকট নিরসনে ‘অপরাজেয়’র স্মারকলিপি প্রদান

১৪

‘ছাত্রনেতাদের দাবির প্রেক্ষিতেই তপশিল ঘোষণা করা হয়েছে’

১৫

সংকট উত্তরণে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে : মোস্তফা জামান

১৬

চট্টগ্রামে গণসংযোগে গুলির ঘটনায় সরকারের নিন্দা

১৭

এনসিপির এক নেতাকে সাময়িক অব্যাহতি

১৮

মাজার জিয়ারত করে নির্বাচনী কার্যক্রম শুরু মীর হেলালের

১৯

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, যাদের আবেদন করতে মানা

২০
X