কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় আসাদপন্থিদের হামলায় ১৪ নিরাপত্তাকর্মী নিহত

সিরিয়ার সাবেক প্রেসিডেন্টে বাশার আল আসাদের ছবির পাশে তরুণীরা। ছবি : সংগৃহীত
সিরিয়ার সাবেক প্রেসিডেন্টে বাশার আল আসাদের ছবির পাশে তরুণীরা। ছবি : সংগৃহীত

সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছে ক্ষমতাচ্যুত সরকার আসাদপন্থিরা। এতে নিরাপত্তা বাহিনীর অন্তত ১৪ সদস্য আহত নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ সদস্য।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী পরিচালিত কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতরা সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মী। আর হামলাকারীরা দেশটির পশ্চিমাঞ্চলের এবং তারা ক্ষমতাচ্যুত আসাদ সরকারপন্থি। মঙ্গলবার ভূমধ্যসাগরীয় বন্দর এলাকা টারতুসের কাছাকাছি এলাকায় এ হামলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী দামেস্কের কাছে অবস্থিত কুখ্যাত সাইদনায়া কারাগারের ভূমিকার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করার সময় নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালানো হয়।

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আবদুল রহমানের বরাতে আল ওয়াতান সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাকারীরা আসাদ সরকারের অনুগত। নিহতরা নিরাপত্তা ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় দায়িত্ব পালন করছিলেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হামলাকারী নিহত হয়েছেন। এ ঘটনার পর এলাকাটিতে নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন হয়। বাবা হাফিজ আল বাশাদের মৃত্যুর পর ২০০০ সালে তার শাসনকাল শুরু হয়। প্রথমে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময়ে বাবার মতোই কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠেন তিনি। বাশার আসাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের ওপর দমনপীড়নের। এর আগে ২০১১ সালে আরব বসন্ত ঘিরে বাশার আসাদের ক্ষমতার মসনদ নড়ে উঠেছিল।

কিন্তু সে যাত্রায় রাশিয়া ও ইরানের সমর্থনে ক্ষমতায় টিকে গিয়েছিলেন বাশার আসাদ। এবার অবশ্য শেষরক্ষা হয়নি। রাশিয়া ও ইরান আগেই তাদের সামরিক উপস্থিতি কমিয়ে ফেলে। এরপরই হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহীদের গ্রুপ মাত্র ৩টি শহর দখল করে নেওয়ার পরই দেশ ছেড়ে পালাতে হয় বাশার আসাদকে। গোপনে প্লেনে চড়ে ছাড়তে হয় মাতৃভূমিও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজদের নিখুঁত বোলিংয়ে মুগ্ধ আইরিশ কোচ উইলসন

বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

চাল ও পেঁয়াজের আড়তে অভিযান, জরিমানা

যতদিন বাঁচবো দেশের জন্য বাঁচবো : হারুনুর রশিদ

এক দিন পরেই বাড়ল স্বর্ণের দাম

স্পিনারদের হাতে ম্যাচ জেতার সুযোগ দেখছেন হাসান মাহমুদ

আইজিপির সঙ্গে রেড ক্রস প্রতিনিধিদলের সাক্ষাৎ

চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল, সভা-সমাবেশ নিষিদ্ধ

আরও একটি আকর্ষণীয় ফিচার আনছে হোয়াটসঅ্যাপ, যে সুবিধা পাবেন

দলের সিদ্ধান্তই আমাদের একমাত্র পথনির্দেশনা : মাসুদুজ্জামান মাসুদ

১০

আধা কিমি দৌড়েও প্রাণে বাঁচলেন না ছাত্রদল নেতা

১১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১২

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, মিছিলের চেষ্টাকালে আটক ২

১৩

ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. সাইফুল মজিদের মৃত্যুতে শোক

১৪

গোপনে ‘বেলি ড্যান্স’ শিখছেন সৌদি নারীরা

১৫

দিল্লির ভয়াবহ বিস্ফোরণ প্রসঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর স্ট্যাটাস

১৬

বিশ্বকাপের প্রথম টিকিট দান করে দিবেন মেক্সিকো প্রেসিডেন্ট

১৭

টিকটকে ভিউ বাড়াতে চান? ব্যবহার করুন এই ১০ হ্যাশট্যাগ 

১৮

শিবিরের দুই দিনের কর্মসূচি ঘোষণা

১৯

শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার

২০
X