কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ভয়াবহ যুদ্ধাপরাধের তথ্য ফাঁস করল ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সুযোগ নিয়ে ইসরায়েলি সেনারা একের পর এক যুদ্ধাপরাধ চালিয়ে গেছে গাজা উপত্যকায় গত ১৫ মাস। ছবি : সংগৃহীত।
আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সুযোগ নিয়ে ইসরায়েলি সেনারা একের পর এক যুদ্ধাপরাধ চালিয়ে গেছে গাজা উপত্যকায় গত ১৫ মাস। ছবি : সংগৃহীত।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ১৫ মাস ধরে ভয়াবহ সামরিক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ১৯ জানুয়ারি থেকে উপত্যকাটিতে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এ সময়ের মধ্যে সেখানে গাজার নিরীহ মানুষের ওপর চালানো বর্বর নির্যাতনের অনেক তথ্য ধীরে ধীরে প্রকাশ্যে আসছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এক ইসরায়েলি সেনা নিজেই ফাঁস করেছেন গাজায় সংঘটিত এক ভয়াবহ যুদ্ধাপরাধের তথ্য। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হামাকোম’-এ প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, কিভাবে এক ৮০ বছর বয়সী ফিলিস্তিনি বৃদ্ধকে গলায় বিস্ফোরক বেঁধে আট ঘণ্টা ধরে হাঁটানো হয় এবং শেষ পর্যন্ত তাকেসহ তার স্ত্রীকে গুলি করে হত্যা করা হয়।

বৃদ্ধের গলায় বিস্ফোরক বেঁধে নির্যাতন

হামাকোমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার জাইতুন এলাকায় অভিযানের সময় ইসরায়েলি সেনারা ওই বৃদ্ধকে বন্দি করে এবং তাকে তাদের জন্য একটি ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করে।

এক সেনা সংবাদমাধ্যমটিকে জানান, আমরা তাকে আমাদের সঙ্গে বাড়ি ও সুড়ঙ্গ তল্লাশির কাজে বাধ্য করি। তার গলায় বিস্ফোরক বাঁধা হয়েছিল এবং বলা হয়েছিল, যদি তিনি আমাদের সহযোগিতা না করেন বা পালানোর চেষ্টা করেন, তাহলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটিয়ে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

এই ভয়াবহ পরিস্থিতিতে বৃদ্ধ আট ঘণ্টা ধরে সেনাদের সঙ্গে হাঁটতে বাধ্য হন। সেনাটি আরও জানান, তিনি ৮০ বছর বয়সী একজন বৃদ্ধ। তার পালিয়ে যাওয়ার ক্ষমতা ছিল না এবং তিনি জানতেন, তার পেছনে থাকা সেনারা যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটিয়ে তাকে হত্যা করতে পারে।

অবশেষে গুলি করে হত্যা

প্রতিবেদনে বলা হয়, অভিযান শেষে ওই বৃদ্ধকে এবং তার স্ত্রীকে আল-মাওয়াসি এলাকায় চলে যেতে বলা হয়। তবে ইসরায়েলি সেনারা নিজেদের মধ্যে সমন্বয় না করায় অন্য একটি ব্যাটালিয়নের সেনারা তাদের শত্রু ভেবে গুলি করে হত্যা করে। পরে তাদের মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়।

গাজায় আরও ভয়াবহ যুদ্ধাপরাধের আশঙ্কা

এই ঘটনা গাজার যুদ্ধাপরাধের মাত্র একটি উদাহরণ। এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ ও ‘স্কাই নিউজ’-এর একাধিক প্রতিবেদনে গাজায় সংঘটিত ইসরায়েলি বাহিনীর যুদ্ধাপরাধের চিত্র উঠে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, সামনের দিনগুলোতে আরও ভয়াবহ তথ্য প্রকাশিত হবে, যা ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ হিসেবে কাজ করবে।

গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজা উপত্যকায় ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। অবরুদ্ধ এই ভূখণ্ডে মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সুযোগ নিয়ে দখলদার বাহিনী একের পর এক যুদ্ধাপরাধ চালিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাইফয়েড টিকা নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান

১৪০ আসনে প্রার্থী ঘোষণা গণতন্ত্র মঞ্চের

সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডার বেছে নিলেন সিকান্দার রাজা

খুলনায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বন্দরের অরক্ষিত হাউসে প্রাণ গেল শিশুর

এআই দিয়ে অশ্লীল ছবি বানানোর অভিযোগে কলেজছাত্র বহিষ্কার

সিরাজগঞ্জে ভটভটির ধাক্কায় শিশুসহ দুজন নিহত

মাঝরাতে প্রেমিককে ডেকে এনে ভয়াবহ কাণ্ড ঘটালেন গৃহবধূ

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে যবিপ্রবির চমক

সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১০

‘ঋণ শোধ করার আগেই ভাই দুনিয়া থেকে চলে গেল’

১১

সড়কে নিজ মোটরসাইকেলের পাশে পড়ে ছিল মঞ্জুর মরদেহ

১২

আমীর খসরু / যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, তা নিয়েই এগিয়ে যেতে হবে

১৩

ইহুদিদের উৎসবের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করল ইসরায়েল

১৪

এখন পর্যন্ত ফুটবল বিশ্বকাপের টিকিট পেল যে ১৯ দেশ

১৫

টেলিস্কোপে চাঁদ-তারা দেখে মুগ্ধ শিক্ষার্থীরা

১৬

আস-সুন্নাহ ফাউন্ডেশনে কাজের সুযোগ, থাকছে একাধিক সুবিধা

১৭

ঘানি টানা ষাটোর্ধ্ব দম্পতির পাশে তারেক রহমান

১৮

পটুয়াখালীতে ক্যাম্পে র‍্যাব সদস্যের মৃত্যু

১৯

চুক্তি হলেও উত্তর গাজায় ফিলিস্তিনিদের বাধা ইসরায়েলের

২০
X