কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৩ এএম
অনলাইন সংস্করণ

বেঁচে ফেরার রোমহর্ষক বর্ণনা দিলেন ইসরায়েলি নারী জিম্মি

অন্যান্যদের সঙ্গে নোয়া আরগামানি (মাঝের সারিতে বাঁ থেকে দ্বিতীয়)। ছবি : সংগৃহীত
অন্যান্যদের সঙ্গে নোয়া আরগামানি (মাঝের সারিতে বাঁ থেকে দ্বিতীয়)। ছবি : সংগৃহীত

নোয়া আরগামানি। ইসরায়েলি এক সাবেক নারী জিম্মি। তাকে এবং তার সঙ্গীকে দক্ষিণ ইসরায়েলের একটি সংগীত উৎসব থেকে হামাস ধরে নিয়ে যায়। এর আট মাস পর গত বছরের জুনে ইসরায়েলি বাহিনী নোয়াকে উদ্ধার করে। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দাঁড়িয়ে তিনি তার জিম্মি অবস্থা থেকে বেঁচে ফেরার রোমহর্ষক বর্ণনা দেন। বলেন, তার বেঁচে ফেরা কেবল অলৌকিক।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দাঁড়িয়ে নোয়া জানান, কীভাবে তাকে জিম্মি করে রাখা একটি বাড়ি উড়িয়ে দেওয়া হয়েছিল এবং ধ্বংসস্তূপের মধ্যে তিনি আটকা পড়েছিলেন। তার বক্তব্যে তাকে ধরে নিয়ে যাওয়ার বিভৎস বর্ণনা উঠে আসে।

নোয়া বলেন, তিনি ভাবতেও পারেননি যে সেখান থেকে বেঁচে ফিরতে পারবেন। নোয়া বলেন, ‘আমি নড়াচড়া করতে পারছিলাম না। শ্বাস নিতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এটা আমার জীবনের শেষ মুহূর্ত হতে চলেছে। আজ আপনার সঙ্গে এখানে থাকাটা একটা অলৌকিক ঘটনা।’ তিনি জানান, উভয় পক্ষেরই অসংখ্য মানুষ ট্রমাগ্রস্ত হয়েছে। উভয়পক্ষই ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত। উভয়েরই এই বেদনা অনস্বীকার্য।

তিনি বলেন, আমাকে নিশ্চিত করতে হবে যে বিশ্ব এটি জানছে। তা হলো যুদ্ধবিরতি চুক্তিটি সম্পূর্ণরূপে মেনে চলতে হবে। একে কার্যকর করতে হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার সময় তাদের আটক করে নিয়ে আসে হামাস। তবে তার সঙ্গী আভিনাতান ওর, এখনো জিম্মি অবস্থায় আছেন এবং ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ে তাকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। গাজায় ১৯ জানুয়ারি থেকে শুরু হয় প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি, যা শনিবার শেষ হবে।

এরই মধ্যে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে অনেক ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করেছে হামাস। তবে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে এখনো সমাধানে আসতে পারেননি আলোচকরা। এর আগে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হলেও বিনিময়ে শত শত ফিলিস্তিনিকে এখনো ছাড়েনি ইসরায়েল। হামাসের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনে তারা তা স্থগিত করে। এদিকে হামাস এখনো কয়েক ডজন জিম্মি ধরে রেখেছে। তাদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কায় গাজাবাসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স

ফোন কিনতে বন্ধুদের নিয়ে বাড়িতে ডাকাতি, অতঃপর...

এসিল্যান্ড-সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ

প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়ল

ভোট দিতে ১ লাখ ৯৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন 

‎বালু তোলার ড্রেজার-বাল্কহেড জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী ‎

ব্রাজিলের প্রতিপক্ষ ইউরোপীয় দুই জায়ান্ট, কবে কোন ম্যাচ

এবার নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৪ 

যৌথভাবে মুক্তিযুদ্ধ করে দেশের অকৃত্রিম বন্ধু হয়েছে ভারত : জাতীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল

‘গন্তব্যহীন এই যাত্রায় নীরবতাই একমাত্র সঙ্গী’

১০

বিপিএল: এবার আরও বড় চমক দেখাল নোয়াখালী এক্সপ্রেস

১১

পৃথিবী কি এত গরম হয়ে যাচ্ছে যে মানুষ থাকতে পারবে না?

১২

খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে কি না সিদ্ধান্ত রাতে

১৩

রফিককে গুলি করে হত্যার নেপথ্যে যা জানা গেল

১৪

বিশ্বকাপে ‘সহজ’ গ্রুপে আর্জেন্টিনা, কী বললেন কোচ

১৫

জলবায়ু পরিবর্তনে বিপজ্জনক হয়ে পড়ছে কর্মক্ষেত্র

১৬

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদল নেতা মিথুনের সদকায়ে জারিয়া

১৭

শীতের দাপটে জবুথবু জনজীবন 

১৮

‘জিনের বাদশাহ’ সেজে মহিদুল হাতিয়ে নেন ১২ লাখ টাকা

১৯

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ

২০
X