কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ভিন্নমতাবলম্বীদের বিষয়ে নতুন সিদ্ধান্ত জানাল সৌদি

সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত
সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত

বিদেশি শক্তির মাধ্যমে ব্যবহৃত ভিন্নমতাবলম্বীদের বিষয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে সৌদি আরব। দেশটিতে বিদেশি শক্তি দ্বারা ব্যবহৃত হয়ে যারা রাজ্যের ক্ষতির চেষ্টা করেছে তাদের দেশে ফিরে আসার আমন্ত্রণ জানানো হয়েছে।

সোমবার (০৩ মার্চ) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের স্টেট সিকিউরিটির প্রেসিডেন্ট আব্দুল আজিজ আল হোয়াইরিনি বলেছেন, যেসব ভিন্নমতাবলম্বী বহিরাগত শক্তি দ্বারা ব্যবহৃত হয়েছেন তারা কোনো গুরুতর অপরাধ না করলে তাদের দেশে ফিরে আসার অনুরোধ জানানো হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, রাষ্ট্র শাস্তির চেয়ে পুনর্বাসনের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। তাদের ফিরে আসার বিষয়টি প্রকাশ করা হবে না।

রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে আল হোয়াইরিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশনা উল্লেখ করে বলেন, যারা ভুল পথে পরিচালিত হয়েছিল এবং অন্যের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল, তাদের জন্য একটি উন্মুক্ত আমন্ত্রণ রয়েছে। তিনি নিশ্চিত করেন, সৌদি আরব তাদের কোনো শাস্তি ছাড়াই ফিরে আসার সুযোগ দিচ্ছে, যদি তাদের বিরোধিতা শুধু আদর্শিক প্রভাবের পর্যায়ে থাকে এবং তারা দেশের ভেতরে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না থাকে।

আল হোয়াইরিনি ফিরে আসার ইচ্ছুক ব্যক্তিদের জন্য প্রক্রিয়া ব্যাখ্যা করে বলেন, তারা নির্ধারিত নম্বর (৯৯০) এ যোগাযোগ করে তাদের পরিচয় এবং অবস্থান জানাতে পারেন, যাতে তাদের সহায়তা করা যায়। অন্যথায়, তারা পরিবারের কোনো সদস্যকে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার জন্য অনুমোদন দিতে পারেন। তিনি আরও যোগ করেন, সৌদি দূতাবাসগুলো সারা বিশ্বে তাদের নিরাপদে ফিরে আসার জন্য প্রস্তুত রয়েছে।

এমবিসির হিকায়াত ওয়াদ (প্রমিস স্টোরি) প্রোগ্রামে আল হোয়াইরিনি জানান, রাষ্ট্র ফিরে আসা ব্যক্তিদের নাম প্রকাশ করবে না। কেননা রাজ্যের পুনর্বাসনের প্রতিশ্রুতি আরও শক্তিশালী করে। তিনি সৌদি সমাজের ভূমিকাও তুলে ধরেন, যা চরমপন্থা এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি প্রকাশ করেন যে, দেশের প্রায় ২০ শতাংশ বন্দিকে তাদের পরিবারের অনুরোধে বা পরিবারের সাথে সমন্বয় করে আটক করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, পরিবারগুলো ক্রমেই বুঝতে পারছে, রাষ্ট্র তার নাগরিকদের চরমপন্থিদের দ্বারা ব্যবহার হওয়া থেকে রক্ষা করতে সক্রিয়ভাবে কাজ করছে। প্রোগ্রামের সর্বশেষ পর্বে সৌদি আরবের সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়, যেখানে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা দেশের চরমপন্থা মোকাবিলায় সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে তথ্য জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়েতে মাইক বাজানোর শাস্তি বেত্রাঘাত!

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর পাশে যুবদল নেতা

বড়পুকুরিয়ায় কয়লা স্তূপে ধস

চবিতে ভুয়া শিক্ষার্থী আটক

ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সভাপতি হাবিব উল্লাহ ডন

জনগণের ভোটের আঘাতে সব ষড়যন্ত্র ধসে পড়বে : গয়েশ্বর

স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের নির্ভরতায় সশস্ত্র বাহিনী

সিরামিক এক্সপো ২০২৫ প্রারম্ভে - ডিবিএল সিরামিকস সৌজন্যে প্রীতি ফুটবল ম্যাচ

জেলে বসেই অনার্সে ফার্স্ট, ১২ বছর পর মাস্টার্সেও প্রথম স্থান—কে এই শিবির নেতা?

ভাতিজার লাথিতে প্রাণ গেল চাচার

১০

বহিষ্কৃত ৭৪ নেতাকে ‍নিয়ে বিএনপির সিদ্ধান্ত

১১

কর্মবিরতির ঘোষণা শিক্ষকদের / প্রাথমিকের বার্ষিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

১২

মা ও দুই শিশুর মরদেহ পৃথক স্থানে দাফন, মামলা হয়নি এখনো

১৩

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান

১৪

বিশ্বকাপ ড্র ফরম্যাটে বড় পরিবর্তন আনল ফিফা

১৫

গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও এক পদ বাতিল করল ঢাবি

১৬

সাভারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৭

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না সার

১৮

দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে অটোর ধাক্কা, স্কুলশিক্ষক নিহত

১৯

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা 

২০
X