গাজা যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কাতার রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহু কাতারকে ‘দুই পক্ষকেই খুশি রাখার চেষ্টা’ বন্ধ করতে বলেছিলেন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, নেতানিয়াহুর ‘উসকানিমূলক বক্তব্য সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান’ করছে কাতার। এসব মন্তব্য ‘রাজনৈতিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে সর্বনিম্ন মানের’ বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার (৩ মে) গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরও ৩৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসা ও সিভিল ডিফেন্স সূত্র।
অবরোধ ও হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। জাতিসংঘের কর্মকর্তারা ও মানবাধিকার সংস্থাগুলো গাজায় নির্বিচারে মানবিক সহায়তা প্রবেশের দাবি জানিয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সাত মাসে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অন্তত ৫২ হাজার ৪৯৫ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে আরও ১ লাখ ১৮ হাজার ৩৬৬ জন। তবে গাজার মিডিয়া অফিস বলছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো নিখোঁজ ব্যক্তিকে ধরলে মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যেতে পারে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশিকে জিম্মি করা হয়। সেই ঘটনার পর থেকেই ইসরায়েল গাজার ওপর ভয়াবহ সামরিক অভিযান ও অবরোধ চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন