কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে মার্কিন গোয়েন্দা তথ্য

তিন দেশের পতাকার গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
তিন দেশের পতাকার গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

ইরানে ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে নতুন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দা সূত্র। তারা জানিয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।

বুধবার (২১ মে) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দা সূত্রের বরাতে সিএনএন এ তথ্য জাানিয়েছে। তবে ইসরায়েল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। মার্কিন প্রশাসনের ভেতরেও এ বিষয়ে মতবিরোধ রয়েছে- তারা মনে করে না যে ইসরায়েল হামলার বিষয়ে এখনই চূড়ান্ত পদক্ষেপ নেবে।

রয়টার্স জানিয়েছে, তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। জাতীয় নিরাপত্তা পরিষদ তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য অনুরোধের জবাব দেয়নি। ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যে সাড়া দেয়নি।

গোয়েন্দা তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সূত্রটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে এমন একটি চুক্তিতে পৌঁছায় যাতে ইরানের সব ইউরেনিয়াম অপসারণ না হয়, তবে হামলার সম্ভাবনা আরও বাড়বে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক চুক্তির লক্ষ্যে ইরানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। সিএনএন জানিয়েছে, নতুন গোয়েন্দা তথ্য ইসরায়েলি সিনিয়র কর্মকর্তাদের সরকারি ও ব্যক্তিগত যোগাযোগ, ইসরায়েলি যোগাযোগের গোপন তথ্য এবং ইসরায়েলি সামরিক গতিবিধির পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি আসন্ন হামলার ইঙ্গিত দিতে পারে।

সিএনএন দুটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যে সামরিক প্রস্তুতির বিষয়ে পর্যবেক্ষণ করেছে, তার মধ্যে রয়েছে বিমান মিসাইলের স্থানান্তর এবং একটি বিমান মহড়ার সমাপ্তি।

এর আগে মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের দাবি অতিরঞ্জিত এবং অগ্রহণযোগ্য। নতুন পারমাণবিক চুক্তির আলোচনা সফল হবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ছত্তিশগড়ে ব্যাপক সংঘর্ষ, নিহত ৩০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবার বাসে ডাকাতি, নারীদের শ্লীলতাহানি

তাপসের টাকা খেয়ে ইসিতে বিক্ষোভ করছে একটি দল : ইশরাক

কুয়ালালামপুরে বাংলাদোশিসহ ১৭৮৯ জন অবৈধ অভিবাসী আটক

শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরল নব্বই দশকের শপথ, যুক্ত হলো দুর্নীতিবিরোধী অঙ্গীকার

এবার রাজপথে নামছেন ইশরাক

পাকিস্তানের সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে চীন

ড্রেন বানাতে পৌরসভার শতাধিক গাছ কেটে মাটিচাপা

‘হান্নান মাসউদ নব্য ডাকাত দলের সর্দার’

৪৬ ও ৪৭তম বিসিএস পরীক্ষার নতুন সময়সূচি

১০

পাকিস্তান সিরিজ থেকে নাম প্রত্যাহার নাহিদ রানার

১১

চুয়াডাঙ্গায় ৭ পুলিশের নামে হত্যা মামলা

১২

দেশের বড় নদীগুলোর ওপর আঘাত হানতে পারে কালবৈশাখী, সতর্কতা

১৩

ঢাকার যানজট নিয়ে ক্ষোভ ঝাড়লেন পিয়া

১৪

লিটনদের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত, লড়াই শুরু ২৮ মে

১৫

যে দক্ষতাগুলো ব্যাংকারকে এগিয়ে রাখতে পারে!

১৬

‘নারী সংস্কার কমিশনের কোরআন-সুন্নাহবিরোধী প্রস্তাবনা বাতিল করতে হবে’

১৭

ইশরাকের শপথ আটকে রাখার অভিযোগ ফারুকের

১৮

আইন উপদেষ্টা বিশ্বাসঘাতকতা করেছেন : নাসীরুদ্দীন পাটোয়ারী

১৯

বিএনপি নেতা শিপন কাজীকে শোকজের নোটিশ

২০
X