কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৯:২৯ এএম
আপডেট : ২১ মে ২০২৫, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্য থেকে বড় ধাক্কা খেল ইসরায়েল

যুক্তরাজ্য ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্য ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্য থেকে বড় ধাক্কা খেয়েছে ইসরায়েল। গাজায় হামলার জেরে দেশটির সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

মঙ্গলবার (২১ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ সরকার জানিয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করবে। এই সিদ্ধান্তের পেছনে গাজায় ইসরায়েলের সামরিক আচরণকে উল্লেখ করা হয়েছে। উপত্যকায় সাম্প্রতিক দিনগুলোতে বোমাবর্ষণ ও নতুন স্থল অভিযানে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া গাজায় ত্রাণ প্রবেশে বাধার কারণে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি বলেন, যুক্তরাজ্য অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলোর উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করছে। এছাড়া, ইসরায়েলের রাষ্ট্রদূত সিপি হোটোভেলিকে পররাষ্ট্র দপ্তরে তলব করা হয়েছে।

এই পদক্ষেপের একদিন আগে যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা গাজায় যুদ্ধ পরিচালনা এবং পশ্চিম তীরে হামলা ও অভিযানের জন্য ইসরায়েলের সমালোচনা করে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার ইসরায়েলের তীব্র সমালোচনা করে বলেন, গাজায় শিশুদের দুর্ভোগের মাত্রা সম্পূর্ণ অসহনীয়’ এবং তিনি যুদ্ধবিরতির জন্য পুনরায় আহ্বান জানান।

সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলি সেনাবাহিনীর সমর্থনে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি পাওয়ায় ল্যামি বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার ধারাবাহিক চক্রের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া জরুরি।

পূর্ববর্তী নিষেধাজ্ঞার পাশাপাশি, যুক্তরাজ্য এখন আরও ‘তিনজন ব্যক্তি, দুটি অবৈধ বসতি কেন্দ্র এবং ফিলিস্তিনি সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা সমর্থনকারী দুটি সংগঠনের’ উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বলেও জানান তিনি।

ল্যামি আরও বলেন, ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের বিদ্যমান বাণিজ্য চুক্তি এখনো কার্যকর রয়েছে, তবে ইসরায়েল সরকারের গাজা ও পশ্চিম তীরে ‘অত্যন্ত নিন্দনীয় নীতি’ অনুসরণের কারণে নতুন আলোচনা শুরু করা যাবে না।

তিনি বলেন, ইসরায়েল সরকারের উচিত এই আক্রমণাত্মক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করে তা বন্ধ করা। তাদের ধারাবাহিকভাবে ব্যর্থতা ফিলিস্তিনি সম্প্রদায় এবং দ্বি-রাষ্ট্র সমাধানকে বিপদে ফেলছে।

ইসরায়েল দ্রুত যুক্তরাজ্যের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, আজকের ঘোষণার আগেও, বর্তমান যুক্তরাজ্য সরকার মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিচ্ছিল না। মন্ত্রণালয় যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাকে অযৌক্তিক এবং দুঃখজনক বলে অভিহিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবরস্থানের সভাপতি পদের সেই নির্বাচন স্থগিত

কোরবানির ১২ হাজার পশু নিয়ে প্রস্তুত চৌদ্দগ্রামের খামারিরা

যেকোন সময় শ্রমিক প্রেরণ শুরু হবে মালয়েশিয়ায় 

আইইসিসি বাংলাদেশ আয়োজন করছে ‘মাল্টি ডিটেনশন এডুকেশন কার্নিভাল’

জবিতে সাইকেল চুরির সময় যুবক আটক

শেরপুরে কমেছে সব নদীর পানি, তবুও কাটেনি আতঙ্ক

অবৈধ কত শ্রমিক মালয়েশিয়ায় আটক জানে না দূতাবাস 

এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

পুলিশের গাড়ি দেখে পালাতে গিয়ে যুবলীগ নেতার মৃত্যু

অলিখিত ফাইনালে বাংলাদেশ একাদশে আসতে পারে পরিবর্তন

১০

ইতিহাস গড়লেন ভারতীয় লেখিকা বানু মুশতাক, জিতলেন বুকার পুরস্কার

১১

সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক পরিবারের ৯ ব্যাংক হিসাব ফ্রিজ

১২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা

১৩

বাংলাদেশ ছাড়া আর কোনো দেশের নাগরিকত্ব নেই : নিরাপত্তা উপদেষ্টা

১৪

মামলা বাণিজ্যের অভিযোগে বৈষম্যবিরোধী ২ ছাত্র প্রতিনিধি আটক

১৫

রণক্ষেত্র পাকিস্তান, প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন

১৬

২৯ শিক্ষাপ্রতিষ্ঠানে মজিদ মল্লিক ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

১৭

কক্সবাজারে ছুরিকাঘাতে জামায়াত নেতাকে হত্যা, গ্রেপ্তার ৫

১৮

আইএসইউ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে ক্রিকেটারদের সংবর্ধনা

১৯

করিডোর নিয়ে কারও সঙ্গে কোনো কথা হয়নি : নিরাপত্তা উপদেষ্টা

২০
X