কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েল-সমর্থিত গ্যাংয়ের ৫০ সদস্য নিহত, গাজায় গৃহযুদ্ধের শঙ্কা

গাজায় ইসরায়েলি সৈন্যরা। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি সৈন্যরা। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েল-সমর্থিত একটি ফিলিস্তিনি গ্যাংয়ের ৫০ জন সদস্যকে হত্যা করেছে হামাস। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে তারা প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে ওই গ্যাংয়ের সহযোগীরা। এই ঘটনাকে কেন্দ্র করে গাজায় গৃহযুদ্ধের শঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, গাজার রাফাহ অঞ্চলে মঙ্গলবার ভোরে হামাসের যোদ্ধাদের সঙ্গে ইয়াসের আবু শাবাবের নেতৃত্বাধীন মিলিশিয়া গোষ্ঠীর তীব্র সংঘর্ষ হয়। আবু শাবাব স্থানীয়ভাবে একজন অপরাধী হিসেবে পরিচিত।

ইসরায়েলের আই টোয়েন্টিফোর নিউজ চ্যানেল জানিয়েছে, আবু শাবাবকে হত্যার হাত থেকে বাঁচাতে হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ হয়, যাতে উভয় পক্ষের লোকজন নিহত হয়।

ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা স্বীকার করেছেন, হামাসকে দুর্বল করতে তারা আবু শাবাবের গ্যাংকে অস্ত্র দিয়েছে। মানবিক সহায়তাকারীদের মতে, এই গ্যাংয়ের সদস্যরা এর আগেও জাতিসংঘের সাহায্যবাহী ট্রাক লুট করেছিল।

চলতি সপ্তাহে ইসরায়েলি বিমানবাহিনীর একটি ড্রোন হামাসের চার সদস্যকে টার্গেট করে হত্যা করে। আই টোয়েন্টিফোর এই হামলাকে- ‘ইসরায়েলের প্রথম হামলা যার একমাত্র উদ্দেশ্য ছিল আবু শাবাব মিলিশিয়াকে সহায়তা করা’ বলে উল্লেখ করে।

আবু শাবাবের গ্যাং, যা ‘অ্যান্টি-টেরর সার্ভিস’ বা ‘পপুলার ফোর্সেস’ নামে পরিচিত, মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, আমরা সাহায্যবাহী কনভয় পাহারা দিতে গিয়ে এবং করাপ্ট হামাস সংস্থাগুলোর হাত থেকে ত্রাণ সামগ্রী পুনরায় বিতরণ করতে গিয়ে ৫০ জন স্বেচ্ছাসেবককে হারিয়েছি, যাদের মধ্যে আমাদের নেতা ইয়াসেরের আত্মীয়রাও রয়েছে।

তারা আরও জানায়, আমরা এলাকা থেকে বিস্ফোরক সরাতে গিয়ে আরও সদস্য হারিয়েছি।

ইসরায়েলি মিডিয়া ইয়েনেত জানিয়েছে, এই গ্যাং হামাসের ‘অ্যারো ইউনিট’-এর ছয় সদস্যকে হত্যা করেছে। এই ইউনিটটি ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে এমন ব্যক্তিদের টার্গেট করে থাকে।

জানা গেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের সময় আবু শাবাব গাজার একটি হামাস-নিয়ন্ত্রিত জেলে মাদক পাচারের অভিযোগে বন্দি ছিলেন। যুদ্ধ শুরুর পর তিনি জেল থেকে বেরিয়ে আসেন, তবে কীভাবে তা ঘটেছে তা স্পষ্ট নয়।

বর্তমানে ইসরায়েলের অস্ত্রধারী এই গ্যাং পূর্ব রাফাহে শতাধিক সদস্য নিয়ে সক্রিয়।

গাজার সামাজিক মাধ্যমে আবু শাবাবকে ‘ইসরায়েলি এজেন্ট’ ও ‘বিশ্বাসঘাতক’ হিসেবে উল্লেখ করা হচ্ছে। হামাস তাকে ও তার অনুসারীদের হত্যার ঘোষণা দিয়েছে।

হামাসের বিবৃতিতে বলা হয়, ‘যদি দখলদার বাহিনীর বিমান হামলায় বিশ্বাসঘাতক ইয়াসের আবু শাবাব রক্ষা না পেত, তবে সে আজ প্রতিরোধ যোদ্ধাদের হাতে ধরা পড়ত।’

তারা আরও জানায়, আমরা বিশ্বাসঘাতকদের খুঁজে বের করবই, যত সময়ই লাগুক না কেন। দখলদার বাহিনীর নিরাপত্তা চিরস্থায়ী নয়।

এদিকে, আবু শাবাবকে অস্ত্র দিয়ে সমর্থন করার এই পদক্ষেপ গাজাকে গৃহযুদ্ধের মুখে ঠেলে দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি বিশ্লেষকরা।

সূত্র : দ্য গার্ডিয়ান

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ

মধ্যপ্রাচ্যে খাদ্য সহায়তায় নতুন কৌশলে যুক্তরাষ্ট্র

গায়েহলুদে ভয়াবহ দুর্ঘটনার কবলে বর-কনে

১৩ মাসে কোরআনের হাফেজ হলেন শিশু মাকসুদুর

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন যেভাবে

‘পরিমার্জিত’ শান্তি পরিকল্পনায় একমত যুক্তরাষ্ট্র-ইউক্রেন 

প্রাণ গ্রুপে বড় নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা 

চোর সন্দেহে শাহিনকে গণপিটুনি, অতঃপর...

অনলাইনে ইসরায়েলের পক্ষে কার্যকলাপের দায়ে ৮ বছরের কারাদণ্ড

১০

ঢাকায় দিনের তাপমাত্রা কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩

২৫ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৪

অবসর নিলেন বাংলাদেশের অধিনায়ক

১৫

বহিষ্কারাদেশ প্রত্যাহার বিএনপির দুই নেতার

১৬

ভূমিকম্প: প্রশাসনের জরুরি পদক্ষেপ, ভাঙা হবে ২৪ ভবন

১৭

পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল

১৮

‘এলডিসি উত্তরণ ও বন্দর নিয়ে কেবল নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে পারে’

১৯

দেশের ৮১ সরকারি কলেজ স্থান পেল ‘এ’ ক্যাটাগরিতে

২০
X