ফিলিস্তিনের গাজায় আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) আইডিএফ এ তথ্য জানায়। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।
আইডিএফ-এর ঘোষণায় বলা হয়, বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে উত্তর গাজা উপত্যকায় যুদ্ধ-সম্পর্কিত একটি দুর্ঘটনায় ১৯ বছর বয়সী সার্জেন্ট ইয়ার এলিয়াহু নিহত হয়েছেন। তিনি নর্দার্ন ব্রিগেডের একজন কমব্যাট ইঞ্জিনিয়ারিং সৈনিক। এজার সম্প্রদায়ের লোক ছিলেন এলিয়াহু।
ঘটনার বিস্তারিত জানায়নি আইডিএফ। তারা বলেছে, পরিস্থিতি তদন্তাধীন রয়েছে। অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
গাজা উপত্যকায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) ৮৮০ সদস্য নিহত হয়েছেন। জুন মাসে বিষয়টি নিশ্চিত করে নিহতদের নামের তালিকা প্রকাশ করেছে আইডিএফ। এ তালিকায় জুলাই মাসে নিহতদের সংখ্যা অন্তর্ভূক্ত নেই।
টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৩২৯ জন প্রাণ হারায় ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার দিনই। এরপর গাজা ভূখণ্ডে ইসরায়েলি স্থল অভিযানের সময় আরও অন্তত ৪৩৬ সেনা নিহত হয়।
এ ছাড়াও, ইসরায়েলি পুলিশের প্রকাশিত পৃথক তালিকা অনুযায়ী, গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে পুলিশের ৫৮ সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।
আইডিএফ জানায়, লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে সীমান্ত সংঘর্ষে ইসরায়েলের আরও ৮০ সেনা নিহত হয়। পশ্চিম তীর ও ইসরায়েলের অভ্যন্তরেও সংঘর্ষে ১৭ সেনা প্রাণ হারিয়েছে।
এ ছাড়া, ইরাক থেকে পরিচালিত ড্রোন হামলায় ২ জন এবং ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন সেনা নিহত হয় বলে জানিয়েছে আইডিএফ।
মন্তব্য করুন