ইসরায়েলের সীমান্তের কাছে বেশ কয়েকটি সিরীয় ট্যাংক এগিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ওই ট্যাংকগুলো সিরিয়ার আস সুওয়াইদার দিকে এগিয়ে যাচ্ছিল। এই এলাকাটি ইসরায়েলের কাছাকাছি অবস্থিত।
দক্ষিণাঞ্চলীয় সিরিয়ার ওই এলাকায় গেল কয়েকদিন ধরে সাম্প্রদায়িক সংঘাত ঘটছে। এমতাবস্থায় সেখানে সামরিক ট্যাংক পাঠানো হয়।
সীমান্তের কাছাকাছি সিরীয় ট্যাংক দেখে ভয় পেয়ে যায় ইসরায়েলের সেনাবাহিনী। এ জন্য ওই ট্যাংক লক্ষ্য করে হামলা চালায় তারা। পরে ইসরায়েলের সেনাবাহিনী জানায়, তারা ওই এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।
ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, সুওয়াইদা শহরে দ্রুজ সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ। সেখানে সোমবার (১৪ জুলাই) সকালে সহিংস সংঘাত ছড়িয়ে পড়ে। এরপরই ওই শহরের দিকে এগিয়ে যেতে থাকে সিরিয়ার ট্যাংক। শহরটি ইসরায়েলের সীমান্ত থেকে বেশি দূরে নয়।
সামরিক সূত্র সংবাদমাধ্যম ওয়াল্লাকে জানিয়েছে, ওই এলাকায় ট্যাংকে অগ্রসরমানতা ঠেকাতে এই হামলা চালিয়েছে ইসরায়েল। কারণ ইসরায়েল চায় না ওই এলাকায় সিরিয়ার সেনাবাহিনী প্রবেশ করুক।
মন্তব্য করুন