কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৯:৪১ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৯:৫১ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সঙ্গে থাম্বস আপ ভঙ্গিতে ইরানি রেফারি

ট্রাম্পের সঙ্গে ইরানি ফুটবল রেফারি আলিরেজা ফাঘানি। ছবি : সংগৃহীত
ট্রাম্পের সঙ্গে ইরানি ফুটবল রেফারি আলিরেজা ফাঘানি। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা গেল ইরানি ফুটবল রেফারি আলিরেজা ফাঘানিকে। ওই সময় তিনি খুব হাসিখুশি ছিলেন। ফুটবল মাঠে এক ফটোসেশনে ট্রাম্পের সঙ্গে থাম্বস আপ ভঙ্গিতেও দেখা যায় তাকে। ছড়িয়ে পড়া সেই ছবি ইসলামিক রিপাবলিক ইরানে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।

ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের মদদে ইরানে ইসরায়েল হামলা করে। পাল্টা হামলায় ইসরায়েল যখন বিপর্যস্ত তখন বি-২ বোম্বার পাঠিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সরাসরি বাঙ্কার বাস্টার ফেলে যুক্তরাষ্ট্র। এসব ঘটনায় তেহরানে জাতীয়তাবাদ আরও প্রগাঢ় হয়। ট্রাম্পের নাম শুনতেই ইরানিদের গায়ে যেন আগুন ধরে যাচ্ছে। সে অবস্থাতেই বিশ্বমঞ্চে ইরানি রেফারি আলিরেজা ফাঘানি ‘থাম্বস আপ’ কাণ্ড ঘটান।

জানা গেছে, ক্লাব ওয়ার্ল্ড কাপের পদক প্রদান অনুষ্ঠানে ইরানি ফুটবল রেফারি আলিরেজা ফাঘানির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সান্নিধ্যে আসেন। তারা থাম্বস আপ ভঙ্গিতে ছবি তোলেন। এ ঘটনা ইসলামিক রিপাবলিকের সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে চেলসি প্যারিস সেন্ট জার্মেইকে ৩-০ গোলে পরাজিত করে।

ফাঘানি বিশ্বের অন্যতম প্রখ্যাত রেফারিদের একজন। এই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন এবং ২০১৯ সালে ইরানের ফুটবল ফেডারেশনের সঙ্গে মতবিরোধের কারণে অস্ট্রেলিয়ায় অভিবাসী হন। তখন থেকে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করছেন তিনি।

রেভল্যুশনারি গার্ডস-সমর্থিত ফার্স নিউজ এজেন্সি শনিবার তার টেলিগ্রাম চ্যানেলে এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেছে, ইরানের ভূমিতে ইসরায়েল ও আমেরিকার হামলা এবং এক হাজারেরও বেশি ইরানির শহীদ হওয়ার কয়েকদিন পর আলিরেজা ফাঘানি পুরস্কার গ্রহণের মঞ্চে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান। স্মারক ছবিতে তার (ট্রাম্পের) ভঙ্গির অনুকরণ করেন।

ফাঘানি পরে ইনস্টাগ্রামে টুর্নামেন্টে তার কাজের এবং ট্রাম্পের পাশে ভঙ্গি নিয়ে তোলা ছবি পোস্ট করে লেখেন, আবারও ফুটবল ইতিহাসের অংশ হওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞ।

সরকারপন্থি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এ ঘটনাকে জাতীয় বিশ্বাসঘাতকতা হিসেবে সমালোচনা করেছেন। থার্ড জেনারেশন খোমেনি রেভল্যুশন নামে এক্স-হ্যান্ডেলে লেখা হয়েছে, আলিরেজা ফাঘানি ইরানে তার সব শিক্ষাগত ডিগ্রি (ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি) সম্পন্ন করেছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি তার মাতৃভূমির আক্রমণকারী এবং ইরানি নারী ও শিশুদের হত্যাকারীর সঙ্গে স্মারক ছবি তুললেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার জীবনে সালমান একজন গার্ডিয়ান অ্যাঞ্জেল: এলি আভরাম

মধ্যরাতে হঠাৎ মার্কিন দূতাবাসে নিরাপত্তা জোরদার

ঘুম থেকে উঠে যে ৫ খাবার খেলেই বিপদ

সেলস ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ

এসিআই মোটরসে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

এক দিনে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি, বইছে ঠান্ডা বাতাস

আজ কোথায় কোন কর্মসূচি

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পড়ল সমুদ্রপাড়ের রিসোর্টে, ভিডিও ভাইরাল

ইতিহাসে আজকের এই দিনের স্মরণীয় ঘটনা

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১০

১৪ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১১

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ, বাজারদর জেনে নিন

১২

গাজায় হামাসের বন্দুকধারীদের টহল

১৩

আগামীর রাষ্ট্রকাঠামোর পূর্ণ রূপরেখা ৩১ দফাতেই রয়েছে : কফিল উদ্দিন 

১৪

পরিবেশ রক্ষায় ৮০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে : টুকু 

১৫

ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি : আমিনুল হক

১৬

মিসরে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ট্রাম্প

১৭

নেইমারের জন্য এখনও দরজা খোলা রেখেছেন আনচেলত্তি

১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ ও প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত

১৯

ইতিহাস গড়ে ফুটবল বিশ্বকাপের টিকিট পেল কেপ ভার্দে

২০
X