ইসরায়েলের জিম্মিদের মুক্তিতে নতুন শর্ত দিয়েছে ফিলিস্তিন। দেশটি বলছে যুদ্ধবিরতি ছাড়া কোনো জিম্মিদের মুক্তি নয়। রাশিয়ার সংবাদমাধ্যম কমেরসান্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চলমান যুদ্ধের মধ্যে রাশিয়া সফরে গেছেন হামাসের নেতারা। গাজায় বন্দি রুশ নাগরিকসহ বিদেশি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা করতেই তারা এ সফরে গেছেন। এরপর রুশ সংবাদমাধ্যম এমন তথ্য জানিয়েছে। তারা বলছে, যুদ্ধবিরতি ছাড়া জিম্মিদের মুক্তি দেওয়া হবে না।
সংবাদমাধ্যম হামাসের শীর্ষ নেতা আবু হামিদের বরাতে জানিয়েছে, তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে গাজার ৫০ জিম্মি নিহত হয়েছেন। এ ছাড়া গাজার বিভিন্ন উপদলের কাছে থাকা জিম্মিদের খুঁজে বের করতে সময় লাগবে।
ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে গাজাকে সমর্থন দিয়ে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি যুদ্ধের পরিণতি নিয়ে একের পর এক সতর্কবার্তা দিয়ে আসছেন। বুধবার নতুন এক হুঁশিয়ারিতে তিনি বলেন, এ যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে।
পুতিন বলেন, এ অঞ্চলের রক্তক্ষয়ী সংঘর্ষকে থামাতে হবে। কিছু মানুষের অপরাধের জন্য নিরীহ নারী শিশু ও বৃদ্ধদের শাস্তি দেওয়া কোনোভাবেই ঠিক নয়। তিনি ফোনকলে বিশ্বের অন্য নেতাদের কাছে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়ে বলেন, এমনটা না হলে এটি বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়তে পারে।
ক্রেমলিন জানিয়েছে, আজকে আমাদের কাজ এবং আমাদের প্রধান কাজ হলো এ রক্তপাত এবং সহিংসতা থামানো। অন্যথায় সংকট আরও বেড়ে গেলে পরিস্থিতি বিপজ্জনক এবং পরিণতি ধ্বংসাত্মক হতে পারে। এটি কেবল মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং মধ্যপ্রাচ্যের সীমানা পেরিয়ে এর বাইরে এ পরিস্থিতি ছড়িয়ে পড়বে।
এর আগে গাজায় স্থল অভিযান নিয়ে মুখ হুঁশিয়ার করেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, ইসরায়েল যদি গাজা উপত্যকায় স্থল অভিযান পরিচালনা করে, সে ক্ষেত্রে বেসামরিক নিহতের সংখ্যা ‘অগ্রহণযোগ্য’ পর্যায়ে পৌঁছাবে।
পুতিন বলেন, ‘আবাসিক এলাকায় ভারী অস্ত্রশস্ত্রের ব্যবহার খুবই জটিল একটি ব্যাপার এবং এর পরিণতিও হবে মারাত্মক। কারণ এই পরিস্থিতি (গাজায়) স্থল অভিযান পরিচালিত হলে সাধারণ বেসামরিক নিহতদের সংখ্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছবে এবং তা কোনোভাবেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে না।’
মন্তব্য করুন