কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি ছাড়া ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে না ফিলিস্তিন 

ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত একটি এলাকা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত একটি এলাকা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের জিম্মিদের মুক্তিতে নতুন শর্ত দিয়েছে ফিলিস্তিন। দেশটি বলছে যুদ্ধবিরতি ছাড়া কোনো জিম্মিদের মুক্তি নয়। রাশিয়ার সংবাদমাধ্যম কমেরসান্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চলমান যুদ্ধের মধ্যে রাশিয়া সফরে গেছেন হামাসের নেতারা। গাজায় বন্দি রুশ নাগরিকসহ বিদেশি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা করতেই তারা এ সফরে গেছেন। এরপর রুশ সংবাদমাধ্যম এমন তথ্য জানিয়েছে। তারা বলছে, যুদ্ধবিরতি ছাড়া জিম্মিদের মুক্তি দেওয়া হবে না।

সংবাদমাধ্যম হামাসের শীর্ষ নেতা আবু হামিদের বরাতে জানিয়েছে, তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে গাজার ৫০ জিম্মি নিহত হয়েছেন। এ ছাড়া গাজার বিভিন্ন উপদলের কাছে থাকা জিম্মিদের খুঁজে বের করতে সময় লাগবে।

ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে গাজাকে সমর্থন দিয়ে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি যুদ্ধের পরিণতি নিয়ে একের পর এক সতর্কবার্তা দিয়ে আসছেন। বুধবার নতুন এক হুঁশিয়ারিতে তিনি বলেন, এ যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে।

পুতিন বলেন, এ অঞ্চলের রক্তক্ষয়ী সংঘর্ষকে থামাতে হবে। কিছু মানুষের অপরাধের জন্য নিরীহ নারী শিশু ও বৃদ্ধদের শাস্তি দেওয়া কোনোভাবেই ঠিক নয়। তিনি ফোনকলে বিশ্বের অন্য নেতাদের কাছে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়ে বলেন, এমনটা না হলে এটি বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়তে পারে।

ক্রেমলিন জানিয়েছে, আজকে আমাদের কাজ এবং আমাদের প্রধান কাজ হলো এ রক্তপাত এবং সহিংসতা থামানো। অন্যথায় সংকট আরও বেড়ে গেলে পরিস্থিতি বিপজ্জনক এবং পরিণতি ধ্বংসাত্মক হতে পারে। এটি কেবল মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং মধ্যপ্রাচ্যের সীমানা পেরিয়ে এর বাইরে এ পরিস্থিতি ছড়িয়ে পড়বে।

এর আগে গাজায় স্থল অভিযান নিয়ে মুখ হুঁশিয়ার করেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, ইসরায়েল যদি গাজা উপত্যকায় স্থল অভিযান পরিচালনা করে, সে ক্ষেত্রে বেসামরিক নিহতের সংখ্যা ‘অগ্রহণযোগ্য’ পর্যায়ে পৌঁছাবে।

পুতিন বলেন, ‘আবাসিক এলাকায় ভারী অস্ত্রশস্ত্রের ব্যবহার খুবই জটিল একটি ব্যাপার এবং এর পরিণতিও হবে মারাত্মক। কারণ এই পরিস্থিতি (গাজায়) স্থল অভিযান পরিচালিত হলে সাধারণ বেসামরিক নিহতদের সংখ্যা ভয়াবহ পর্যায়ে পৌঁছবে এবং তা কোনোভাবেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনজীবী আলিফ হত্যা মামলার অভিযোগ গঠন ১৯ জানুয়ারি

পদ্মায় দেখা মিলল কুমির, আতঙ্কে বাসিন্দারা

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যাখ্যা দিল ইসি

‘মনোনয়নবঞ্চিত’ শরিকদের সুখবর দিলেন তারেক রহমান

ক্রিকেটারদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বিসিবি

সুখবর পেলেন মাসুদ

দিনের আলোয় বেশি সময় কাটালে কী হয়, যা বলছে গবেষণা

শ্রেণিকক্ষে না গিয়ে কুশল বিনিময়, দৃষ্টান্ত স্থাপন করলেন নুরুদ্দিন অপু 

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে গণঅধিকার পরিষদের বৈঠক

১০

জন্মদিনে ছাত্রদল নেতা শাহরিয়ারের জবি স্টাফদের মাঝে কম্বল বিতরণ

১১

ঢাবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট

১২

চাঁদাবাজদের দমন করার দায়িত্ব আমার : রবিউল

১৩

রাতের এই সাধারণ অভ্যাস লিভার রোগের ঝুঁকি বাড়ায়

১৪

আগামীর বাংলাদেশ কীভাবে চলবে, তার জন্য গণভোট : আলী রীয়াজ

১৫

তারেক রহমানকে ‘আই হ্যাভ আ প্ল্যান’ শীর্ষক কার্টুন হস্তান্তর

১৬

নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়াই বিএনপির অঙ্গীকার : সেলিমুজ্জামান

১৭

পোস্টাল ব্যালটের ভাঁজে ‘ধানের শীষ’, যা বলল ইসি

১৮

ঢাবিতে ক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক অ্যানালাইসিস ল্যাবের যাত্রা শুরু

১৯

শিক্ষানবিশ ৯৬ এএসপিকে ৬ মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য বদলি

২০
X