ইসরায়েলি বাহিনী মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে হামাসের শীর্ষ নেতা সালেহ আল-আরুরির বাড়িতে হামলা চালিয়েছে। টুইটারে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হামলায় বাড়িটি নিমেষে ধুলিস্মাৎ হয়ে গেছে।
একজন প্রত্যক্ষদর্শী আনাদোলুকে জানিয়েছেন, প্রথমে ইসরায়েলি বাহিনী রামাল্লার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরুরা শহরে অভিযান চালায়। এরপর তারা আল-আরুরির বাড়িতে তল্লাশি চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী এলাকাটি থেকে সরে যাওয়ার আগেই বাড়িটিতে বিস্ফোরণ ঘটে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ব্যাপক বোমা হামলার মধ্যে পশ্চিম তীরজুড়ে উত্তেজনা চলছে। ২৭ অক্টোবর আইডিএফের কেন্দ্রীয় কমান্ডের প্রধান মেজর জেনারেল ইহুদা ফক্স হামলার আদেশে স্বাক্ষর করেন। তবে ওই বাড়িতে কেউ বাস করত কিনা তা স্পষ্ট নয়।
পশ্চিম তীরে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার জন্য আল-আরৌরিকে দায়ী করেছে আইডিএফ।
Israeli regime demolishes home of Hamas Deputy Chief Saleh al-Arouri in occupied West Bank pic.twitter.com/2dsou0SaGT
— Palestine Highlights (@PalHighlight) October 31, 2023ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় বিমান ও স্থল হামলা বাড়িয়েছে। ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকেই অবিরত বিমান হামলা চলছে। গাজায় সংঘাতে এ পর্যন্ত ৯৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। যার মধ্যে ৮৩০৬ জন ফিলিস্তিনি এবং ১৫৩৮ জনেরও বেশি ইসরায়েলি।
এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলা নিয়ে বিভক্ত হয়ে পড়েছে ইসরায়েলি নাগরিকরা। দেশটির উপকূলীয় শহর সিজারিয়াতে সরকারবিরোধী এক বিক্ষোভ থেকে নেতানিয়াহু সরকারের যুদ্ধনীতির সমালোচনা করেন বিক্ষোভকারীরা। তারা দাবি করেন, ফিলিস্তিনিদের ওপর সামরিক হামলা কেবল আরও যুদ্ধ ডেকে আনবে।
হামাসের হাতে আটক বন্দিদের পরিবার ইসরায়েলি সামরিক অভিযানকে কেন্দ্র করে জিম্মিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, জিম্মিদের মুক্ত করার অংশ হিসেবেই গাজাতে সামরিক অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী।
তেল আবিবে বিক্ষোভকারীরা গান গেয়ে প্রতিবাদ করেন এবং নিখোঁজদের ছবি সংবলিত প্ল্যাকার্ড ধারণ করেন। অপহৃত হওয়া নাগরিকদের ফিরিয়ে আনতে তারা ‘এখনই তাদের বাড়িতে নিয়ে আসুন’ স্লোগান দেন।
এ ছাড়া, হাজার হাজার ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারী শনিবার নিউইয়র্কের ব্রুকলিনের রাস্তায় প্রতিবাদ করেন। গাজায় হামাসের সাথে ইসরায়েলের চলমান যুদ্ধের বিরোধিতা করেন।
মন্তব্য করুন