ফিলিস্তিনের সঙ্গে চলমান যুদ্ধে একের পর এক শত্রু সংখ্যা বাড়িয়ে তুলছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যজুড়ে শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো একের পর এক আক্রমণ করে যাচ্ছে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে। যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধা ও এসব শিয়া গোষ্ঠীকে সামরিক ও আর্থিক সহায়তার অভিযোগ রয়েছে ইরানের বিপক্ষে। ইসরায়েলের সঙ্গে লড়াইয়ে এবার সরাসরি তেহরান বাহিনীর যুক্ত হওয়ার অভিযোগ করেছে তেলআবিব। ইসরায়েলি বাহিনী দাবি করে, দেশটির উত্তর ফ্রন্টে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত হিজবুল্লাহ যোদ্ধাদের সাহায্য করতে সেখানে পৌঁছেছে ইরানের ইমাম হাসান ব্রিগেডের সদস্যরা। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর আরবি বিভাগের মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল অভিচয় আদরাই এ দাবি করেন। গত ৭ অক্টোবর থেকেই হামাসের আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েলের উত্তর সীমান্তে ইসরায়েলি সেনাদের ওপর হামলা করে যাচ্ছে হিজবুল্লাহর যোদ্ধারা। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র দাবি করেন, ইমাম হোসেন ব্রিগেড সিরিয়াতে গঠন করা হয়। যারা সম্প্রতি সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। এই ব্রিগেডে প্রায় ৬ হাজার যোদ্ধা রয়েছে বলেও দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তথা আইডিএফ। ইসরায়েলি সূত্রগুলো জানায়, ইরাকি শিয়াদের সমন্বয়ে গঠিত ইমাম হোসেন ব্রিগেডের সদস্যরা সিরিয়ার নিয়মিত সেনাবাহিনীর চতুর্থ ডিভিশনের সঙ্গে কাজ করে থাকে। মুখপাত্র অভিচয় আদরাই জানান, চলমান যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর একের পর এক ব্যর্থতার পর জুলফিকার নামক এক কমান্ডারের নেতৃত্বে দলটির সঙ্গে যোগ দেয় ইমাম হোসেন ব্রিগেড। হিজবুল্লাহর সঙ্গে যুক্ত হয়ে সশস্ত্র গোষ্ঠীটি লেবাননকে ঝুঁকিতে ফেলছে বলেও দাবি করেন আইডিএফ মুখপাত্র। ইসরায়েল জানায়, ইমাম হোসেন ব্রিগেডের সদস্যরা সিরিয়ায় ইসরায়েল এবং আমেরিকান সৈন্যদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ পরিচালনা করে। এমনকি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের ভাই মাহের আসাদের নেতৃত্বে সিরিয় সেনাবাহিনীর চতুর্থ ডিভিশনটি ইরানের ছায়া বাহিনীতে পরিণত হয়েছে, এমনকি তারা ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা কুদস ফোর্সের কাছে সরাসরি রিপোর্ট করে থাকে। চলমান ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে লেবানন সীমান্তের হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘাতে এখন পর্যন্ত ৪৯ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। পাশাপাশি ইসরায়েলের বেশ কয়েকজন সেনাসদস্যও হিজবুল্লাহর আক্রমণে নিহত হয়েছে বলে জানায় আইডিএফ।
মন্তব্য করুন