কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বন্দিদের সম্পর্কে কিছুই জানে না রাশিয়া

সাত অক্টোবরের আক্রমণে আটক জিম্মিদের একাংশের ছবির কোলাজ। ছবি : প্রাভাদা.কম
সাত অক্টোবরের আক্রমণে আটক জিম্মিদের একাংশের ছবির কোলাজ। ছবি : প্রাভাদা.কম

মধ্যপ্রাচ্য ও আফ্রিকান দেশগুলোতে রাশিয়ার রাষ্ট্রপতির দূত এবং উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ শুক্রবার বলেছেন, হামাসের হাতে জিম্মি হওয়া বন্দিদের সম্পর্কে রাশিয়া কিছুই জানে না।

রাশিয়ান জিম্মিদের সম্পর্কে তাসকে এক প্রশ্নের উত্তরে বলেন, ‘আমাদের কাছে এ নিয়ে কোনো তথ্য নেই। জিম্মিদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। তাছাড়া, আমরা দাবি করেছি হামাসকে অবশ্যই এ বিষয়ক তথ্য রেড ক্রসের আন্তর্জাতিক কমিটিকে জানাতে হবে।’

তিনি বলেন, ‘রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি বন্দিদের মুক্তির বিষয়ে চুক্তি করবে এমনটা কথা ছিল। আমরা সরাসরি এতে অংশ নিতে পারি না। তবে হামাস জানিয়েছে, ক্রমাগত বোমা হামলার মধ্যে রেড ক্রসের প্রতিনিধিরা জিম্মিদের মুক্তির বিষয়টি সমাধান করতে পারে না।

তিনি আরও বলেন, ‘অন্তত কয়েক ঘণ্টার জন্য বিমান হামলা বন্ধ করা প্রয়োজন, যেমনটি আমেরিকানদের মুক্তি দেওয়ার সময় করা হয়েছিল।’

এর আগে, ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ‘সমঝোতা চুক্তি’র জন্য প্রস্তুত বলে জানিয়েছে। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য গাজি হামাদ এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।

হামাদ বলেন, ‘আমরা চাই এই মানুষগুলো বাড়ি ফিরে যাক।’ তিনি আরও বলেন, ‘এ ছাড়াও, আমরা চাই আমাদের বন্দিরাও এবার বাড়ি ফিরুক। আমি মনে করি, ‘আমরা এখন সম্পূর্ণ সমঝোতা করতে বা একটি চুক্তি সম্পন্ন করতে প্রস্তুত।’

তবে তিনি শর্ত আরোপ করে বলেন, ‘এর জন্য ইসরায়েলি ডিটেনশন সেন্টার থেকে সব বন্দিকে মুক্তি দিতে হবে।’ হামাদ বলেন, ‘হামাস যোদ্ধারা কখনোই বেসামরিক মানুষকে হত্যা করতে চায়নি। আমাদের ইসলামের ধর্মে কোনো বেসামরিক নাগরিকের ক্ষতি করা বা হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ।’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে আরও চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। এ নিয়ে গাজায় স্থল অভিযান শুরুর পর হামাসের হাতে মোট ২৩ জন ইসরায়েলি সেনা প্রাণ হারাল। শুক্রবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

প্রশাসনে এখনও ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে : মিফতাহ্ সিদ্দিকী

আবারও জুলাই এলে বিপ্লবী সরকার গঠনে প্রস্তুত থাকতে হবে : মাসুমা হাদি

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

আজ বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

জানা গেল আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুর সর্বশেষ অবস্থা

সকালের যেসব অভ্যাসে বাড়তে পারে হার্টের অ্যাটাকের ঝুঁকি

আড়ংয়ে চাকরির সুযোগ

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ

১২

থাকা-খাওয়ার সুবিধাসহ আরএফএল গ্রুপে নিয়োগ

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪

১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৫

নিরাপত্তা নিয়ে শঙ্কা, আইপিএলের দুই ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে

১৬

শাকসু নির্বাচন ঘিরে উত্তপ্ত শাবিপ্রবি, সিদ্ধান্তহীনতায় নির্বাচন কমিশন

১৭

প্রশাসন কোনো দলের দালালি করলে জনগণ কঠিন জবাব দেবে: ইশরাক

১৮

আড়াইঘণ্টা পর নিয়ন্ত্রণে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের আগুন

১৯

আসিফ নজরুলের মন্তব্য নিয়ে এবার মুখ খুলল আইসিসি

২০
X