কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় গিয়ে বিপাকে ইসরায়েল, ১৩৬ সামরিক যান ধ্বংস

গাজায় স্থল অভিযানে ইসরায়েলি ট্যাংক। ছবি : রয়টার্স
গাজায় স্থল অভিযানে ইসরায়েলি ট্যাংক। ছবি : রয়টার্স

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। তবে এ অভিযান চালাতে গিয়ে হামাসের পাল্টা আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। হামাসের হামলায় এরই মধ্যে তারা ১৩৬ সামরিক যান হারিয়েছে বলে দাবি কেরেছে ফিলিস্তিন। বুধবার (৮ নভেম্বর) হামাসের সামরিক শাখা এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।

হামাসের সামরিক শাখা জানিয়েছে, তারা গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের ১৩৬ সামরিক যান ধ্বংসের তালিকা নথিভুক্ত করেছে।

সামরিক শাখার মুখপাত্র আবু উবায়দা আল-আকসা টিভিতে বক্তৃতাকালে বলেন, আমরা ইসরায়েলের সেনাবাহিনীর ১৩৬ যান ধ্বংস করেছি। এগুলোর কোনোটা আংশিক আবার কোনোটা পুরোপুরি ধ্বংস করা হয়েছে। গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে এসব যান ধ্বংস করা হয়েছে।

তিনি বলেন, শত্রুরা (ইসরায়েলিরা) গাজায় অব্যাহত বিমান হামলা ও গণহত্যা চালিয়ে বিদেশি জিম্মিদের মুক্তিকে বাধাগ্রস্ত করছে। গত কয়েক দিন আগে ১৩ জিম্মির মুক্তির প্রক্রিয়াকে তারা বাধাগ্রস্ত করেছে।

বন্দিবিনিময় নিয়ে তিনি বলেন, আমাদের বন্দিবিনিময়ের একমাত্র পন্থা হলো চুক্তি। এর মাধ্যমে আংশিক বা পুরোপুরি একসাথে। এমনকি দলগতভাবেও হতে পারে। আমাদের কাছে যেমন তাদের নারী, বৃদ্ধ ও অসুস্থ বন্দি রয়েছে ঠিক তেমনি তাদের কাছে আমাদেরও এমন বন্দি রয়েছে।

দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারে, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের ২৪২ জনকে জিম্মি করেছে হামাস। অন্যদিকে এ সময়ে ফিলিস্তিনের ৬০০০ হাজার ব্যক্তিকে বন্দি করে রেখেছে ইসরায়েলিরা।

ইসরায়েলি এসব বন্দিদের মুক্তির দাবিতে তাদের পরিবারগুলো বারবার দাবি জানিয়ে আসছে। এমনকি তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আসছে।

আবু উবায়দা বলেন, ইসরায়েলের ক্রমাগত বোমা হামলা ও গণহত্যার মধ্যে তাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে হামাস।

এর আগে গতকাল বুধবার এক ডজনের বেশি জিম্মিকে মুক্তির প্রক্রিয়ার কথা জানায় ফিলিস্তিন। কাতারের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতির জন্য এসব জিম্মির মুক্তির বিষেয়ে আলোচনা চলছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এসব জিম্মিকে মুক্তিতে স্বল্প সময়ের যুদ্ধবিরতির দাবি জানিয়েছে হামাস। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ও কাতারের মধ্যস্থতায় জিম্মিদের মুক্তির ব্যাপারে আলোচনা চলছে। ১০ থেকে ১৫ জন জিম্মির মুক্তির বদলে এক বা দুদিনের সাময়িক যুদ্ধবিরতিতের সম্মত হতে পারে দুপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন আছেন ইমরান খান, সাক্ষাতের পর জানালেন বোন উজমা

মোদিকে ধন্যবাদ জানাল বিএনপি

৮ কুকুরছানা হত্যায় মামলা প্রস্তুতি, বাসভবন ছাড়লেন অভিযুক্ত কর্মকর্তা

নারায়ণগঞ্জ-৫ / মাসুদুজ্জামানের ক্যানভাসে জনতার প্রত্যাশা

শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, বার্ষিক পরীক্ষা চলবে বুধবার

নরসিংদীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক

জুলাই গণ-অভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ

খালেদা জিয়াকে দেখে এসে যা বললেন জামায়াত আমির

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছিনতাই

১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিভাইডারের গ্রিল ভেঙে ঝুঁকি নিয়ে পারাপার

১১

৮ কুকুরছানাকে হত্যা, ইউএনও কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মা কুকুর

১২

অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিকের জামিন

১৩

খালেদা জিয়া ভারতের চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছেন : রাশেদ

১৪

২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সভাপতি

১৫

নতুন বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে কর্মসূচি ঘোষণা

১৬

‘যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা দেশপ্রেমিক হতে পারে না’

১৭

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা উত্তর ছাত্রদলের দোয়ার আয়োজন

১৮

জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসাইন, মহাসচিব মোস্তাফিজুর

১৯

সাতক্ষীরায় শিক্ষকদের কর্মবিরতি, সংঘর্ষের ছবি নেওয়ায় শিক্ষার্থীদের মারমুখী আচরণ

২০
X