কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

নিজেদের ভেতর গোলাগুলিতে নিহত এক-পঞ্চমাংশ ইসরায়েলি সেনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় অক্টোবরের শেষে শুরু হওয়া ইসরায়েলি সৈন্যদের স্থল অভিযানে প্রায় এক-পঞ্চমাংশ ‍সেনা নিজেদের ভেতর গোলাগুলি এবং অন্যান্য দুর্ঘটনায় নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

আইডিএফের একজন মুখপাত্র জানিয়েছেন, গাজায় সেনাবাহিনী স্থল অভিযান শুরু করার পর থেকে অন্তত ১০৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ‘দুর্ঘটনায়’ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। যার ১৩টি মৃত্যু সামরিক বাহিনীর সৈন্যদের অভ্যন্তরীণ গোলাগুলি বা আগুন লাগার কারণে হয়। অন্যান্য বিভিন্ন কারণে বাকি ছয়টি মৃত্যুর ঘটনা ঘটেছে। ভুলবশত গুলিতে অন্তত একজনের মৃত্যু হয়েছে।

টাইমস অব ইসরায়েল পৃথকভাবে জানিয়েছে, বিমান হামলা জায়গা ভুলভাবে শনাক্ত করা, ট্যাংকের গোলাবর্ষণ এবং নিজেদের ভেতর বন্দুকযুদ্ধে গুলিতে সৈন্যদের নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

এদিকে অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা সীমান্তে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি মেডিকেল সূত্র জানিয়েছে, সেখানে মঙ্গলবার কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে সাত শিশু এবং কমপক্ষে পাঁচ নারী রয়েছেন। এদিকে মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে যুদ্ধবিরতি নিয়ে একটি ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। খবর আলজাজিরার।

গাজার দক্ষিণের শহর রাফায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় এখানে কয়েক ঘণ্টায় সাত শিশুসহ ২০ জন নিহত হয়। আরও বড় ধরনের হামলা সামনে রেখে ইসরায়েলি বাহিনী সেখান থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলেছে। এদিকে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন অস্ট্রেলিয়ার শতাধিক ইতিহাসবিদ। গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে একটি খোলা চিঠিতে তারা বলেন, গাজার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ ধ্বংসের হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অস্ট্রেলিয়ার ইতিহাসবিদদের দাবি, ফিলিস্তিনিদের জীবন ধ্বংস করা এবং তাদের জন্য গাজায় বসবাস করা অসম্ভব করে তোলাই ইসরায়েলি বাহিনীর মূল লক্ষ্য। চিঠিতে স্বাক্ষর করা ব্যক্তিরা গাজার বিশ্ববিদ্যালয়, স্কুল, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, গ্রন্থাগার, আর্কাইভ, মসজিদ এবং গির্জা ধ্বংসের কথাও উল্লেখ করে বলেন, ইতিহাসবিদ হিসেবে আমরা এটিকে জনগণের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের ওপর আক্রমণ হিসেবেই দেখছি।

গাজার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ শেষে অবরুদ্ধ গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ ইসরায়েলি সামরিক বাহিনী নিজেদের হাতে নেবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল মঙ্গলবার ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং করপোরেশনের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। ইসরায়েলি এ সংবাদমাধ্যমকে নেতানিয়াহু বলেন, গাজা উপত্যকা ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে। যুদ্ধের পর গাজায় একটি বেসামরিক প্রশাসন কাজ করবে। উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে এ উপত্যকায় পুনর্বাসন কাজ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১০

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১১

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

১২

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

১৩

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

১৪

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

১৫

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১৬

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১৭

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১৮

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১৯

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

২০
X