গাজায় স্থল অভিযানের পর থেকে একের পর এক বিপাকে পড়ছে ইসরায়েল। দেশটি গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে একের পর এক সেনা হারাচ্ছে। সবশেষ আরও তিন সেনা হারানোর কথা স্বীকার করেছে ইসরায়েল। বুধবার (২৭ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিহত ওই তিন সেনাদের মধ্যে একজন লেফটেন্যান্ট ও বাকি দুজন সার্জেন্ট পদমর্যাদার। তারা উত্তর গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছেন।
নিহতদের একজন হলেন লেফটেন্যান্ট ইয়ারুন এলিজের। তিনি রানানার গিভাতি ব্রিগেডের শ্যাকড ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার।
এছাড়া অপর দুজন হলেন সার্জেন্ট পদমর্যাদার। তারা হল স্টাফ সার্জেন্ট ইটলি বুটন ও স্টাফ সার্জেন্ট ইফরেইম জ্যাকম্যান। এরমধ্যে ইটলি পেতাহ টিকভার গিভেতি ব্রিগেডের শ্যকড ব্যাটালিয়নের সৈনিক। আর ইফরেইম নেভে দানিয়েলের একই ব্রিগেডের সেনা।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজায় স্থল অভিযানের পর থেকে এখন পর্যন্ত তাদের ১৬৪ সেনা নিহত হয়েছেন।
এর আগে শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজার যুদ্ধের জন্য তাদের চড়া মূল্য দিতে হচ্ছে। শুক্রবার থেকে গাজায় ইসরায়েলের অন্তত ১৪ সেনা নিহত হয়েছে।
তিনি বলেন, শনিবার ছিল ইসরায়েলের অন্যতম মারাত্মক দিন। তবে তাদের যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।
ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, আজকের সকাল অত্যন্ত কঠিন। দিন দিন গাজায় যুদ্ধের পরিস্থিতি আরও কঠিন হয়ে যাচ্ছে। তবুও ইসরায়েল পুরোদমে শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। হামাসকে নির্মূল ও জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত এ যুদ্ধ চলমান থাকবে।
মন্তব্য করুন