কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেন উপকূলে হামলায় জাহাজে আগুন

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

ইয়েমেন উপকূলে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে জাহাজটিতে আগুন লেগে গেছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ইয়েমেনের এডেন শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় এ হামলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ ম্যারিটাইম এজেন্সি জানিয়েছে, জাহাজটিকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলি জাহাজে হামলায় ধারাবাহিকতায় এ হামলা হয়েছে।

জাহাজের নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, হামলার শিকার জাহাজটি পালাউ প্রজাতন্ত্রের পতাকাবাহী এবং ব্রিটিশ মালিকানাধীন কার্গো জাহাজ। জাহাজটি থাইল্যান্ড থেকে লোহিত সাগরের দিকে যাচ্ছিল।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাকারী সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, এডেন থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে হামলা হয়েছে। এ ঘটনায় মার্কিন জোট তাদের ডাকে সাড়া দিয়েছে। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি।

সংস্থাটি জানিয়েছে, জাহাজটিতে দুটি ক্ষেপণাস্ত্র হামলার ফলে তাতে আগুন লেগে গেছে।

এর আগে মঙ্গলবার আলজাজিরা জানায়, মার্কিন রণতরী ও ইসরায়েলি জাহাজে হুতিরা হামলা চালিয়েছে। তারা জানিয়েছে, লোহিত সাগরের প্রবেশমুখে এডেন উপসাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালানো হয়েছে। হামলার শিকার জাহাজটির নাম এমএসসি সিলভার। জাহাজটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বিষয়টির নিয়ে বিস্তারিত কিছু বলেননি। তবে মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, তারা আরব সাগর ও লোহিত সাগরে মার্কিন রণতরীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ ছাড়া ইসরায়েলের রিসোর্ট শহর ইলিয়াতেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনারা। তাদের এ হামলায় ফিলিস্তিনের ২৯ হাজার ৩১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ পর্যন্ত আহত হয়েছে ৬৯ হাজার ৩৩৩ জন।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাতদিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর স্বর্ণ ছিনিয়ে পালাচ্ছিল পুলিশ সদস্য

রাইসিকে উদ্ধারকাজে বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে রাশিয়া

রাইসিকে উদ্ধারের সর্বশেষ অবস্থা জানাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

সংস্কারের দুদিন পরই উঠে যাচ্ছে কোটি টাকার কার্পেটিং!

বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

ঘুষ নিয়ে এএসআইয়ের দর-কষাকষির অডিও ভাইরাল

রাইসির খোঁজে যে ঘোষণা দিল এরদোয়ান

গণপিটুনির শিকার আ.লীগ নেতা

রাইসির খোঁজে এগিয়ে এসেছে যে সব দেশ

রাইসির খোঁজে ৩২ সদস্যের দল পাঠাচ্ছে তুরস্ক

১০

ইরানের প্রেসিডেন্টের দুর্ঘটনাস্থল থেকে মিলল সংকেত

১১

কেন এত সময় লাগছে অনুসন্ধানে

১২

টানা চারটি লিগ জয়ীদের এলিট ক্লাবে ম্যানসিটি

১৩

হেলিকপ্টার পাওয়ার বিষয়ে যা জানাল রেড ক্রিসেন্ট

১৪

রাইসির সঙ্গে হেলিকপ্টারে আর যারা ছিলেন

১৫

উন্নয়নের নামে রাতের আঁধারে শাহবাগে গাছ কাটার অভিযোগ

১৬

সবশেষ বিহারে ছিলেন এমপি আনার

১৭

‘অভিবাসী কর্মীদের জন্য আরও টেকসই ভবিষ্যৎ নির্মাণে কাজ করছে সরকার’

১৮

ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিখোঁজ, যা বলছে যুক্তরাষ্ট্র

১৯

স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

২০
X