কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

তুরস্কের জালে ফেঁসে গেল ৭ মোসাদ এজেন্ট

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যুদ্ধের মধ্যেই আবারও বড় এক দুঃসংবাদ পেল ইসরায়েল। তুর্কি জাতীয় গোয়েন্দা সংস্থা ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে উগ্র ও দুর্ধর্ষ ইহুদিবাদী গোয়েন্দা সংস্থা মোসাদের ৭ এজেন্টকে। গেল বছর পৃথিবীর বিভিন্ন প্রান্তের ছড়িয়ে থাকা হামাস নেতা-কর্মীদের খুঁজে খুঁজে হত্যার হুমকি দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই তুর্কি ভূখণ্ডে এমন কোনো ঘটনা ঘটলে চরম প্রতিশোধের হুঁশিয়ারি দেয় আঙ্কারা।

তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাকের এক প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় মঙ্গলবার দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা-এমআইটি ও ইস্তাম্বুল পুলিশের এক যৌথ অভিযানে মোসাদের হয়ে কাজ করা এসব এজেন্টকে গ্রেপ্তার করা হয়। এসব ব্যক্তির বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে অর্থের বিনিময়ে বিভিন্ন স্পর্শকাতর তথ্য বিক্রির অভিযোগ পেয়েছে তুরস্ক।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে হামজা তুরহান আইবার্ক নামে একজন সাবেক সরকারি কর্মকর্তা ও বর্তমানে বেসরকারি গোয়েন্দা হিসেবে কাজ করছেন। তুর্কি সূত্রগুলো জানায়, ভিক্টোরিয়া কোডনেম ব্যবহার করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা তুর্কি এজেন্ট আইবার্কের সঙ্গে যোগাযোগ করত। সাবেক এ তুর্কি কর্মকর্তা অর্থের বিনিময়ে তুরস্কের বিভিন্ন স্পর্শকাতর তথ্য মোসাদের কাছে হস্তান্তর করত।

তুর্কি পুলিশ জানায়, আইবার্ক মোসাদকে তথ্য সরবরাহ করার জন্য সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন লোকদের নিয়ে একটি দল গঠন করেছিলেন। এর মাধ্যমে তিনি মোসাদ থেকে প্রাপ্ত নির্দেশাবলির ভিত্তিতে তুরস্কে অবস্থানরত মধ্যপ্রাচ্যের বিভিন্ন ব্যক্তি এবং সংস্থাগুলোর তথ্য সংগ্রহ করে তা গোপন যোগাযোগমাধ্যম ব্যবহার করে ইসরায়েলি গোয়েন্দাদের হাতে তুলে দিতেন।

জানা যায়, ২০১৯ সালে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে মোসাদ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হন। তারপর মোসাদের নির্দেশিত বিভিন্ন তথ্য সরবরাহের বিনিময়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ গ্রহণ করতেন। তথ্য সংগ্রহের পাশপাশি আইবার্ক বিভিন্ন ব্যক্তিকে ইসরায়েলের পক্ষে হুমকি ও নজরদারি কার্যক্রমও পরিচালনা করতেন।

তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া মাইক্রোব্লগিং সাইট এক্স-এর এক পোস্টে জানান, কুস্তেবেক-টু নামে পরিচালিত এক যৌথ অভিযানের মাধ্যমে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাত সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে সঠিক বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তুর্কি মন্ত্রী। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অবৈধ অস্ত্র, বিভিন্ন ধরনের মাদক, নজরদারি ও আড়িপাতার কাছে ব্যবহৃত ইলেক্ট্রনিক্স সরঞ্জাম, বিভিন্ন বিদেশি মুদ্রা, সংগৃহিত তথ্য ও প্রতিবেদন উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধ্যাদেশ আটকাতে বিশ্ববিদ্যালয় বিরোধীদের মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অভিযোগ শিক্ষার্থীদের

কেমব্রিজ সিটির সম্মাননা পেল প্রিয়তা ইমাম

আর্সেনালের ১৪ মিনিটের ঝড়ে উড়ে গেল অ্যাথলেটিকো মাদ্রিদ

উত্তাল বুয়েট, এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

সুপার ওভারে বাংলাদেশের সিদ্ধান্তে হতবাক ক্যারিবীয় ক্রিকেটার

চ্যাম্পিয়ন্স লিগে বার্সার গোল উৎসব

মধ্যরাতে উত্তাল বুয়েট

বিতর্কে হার মানল লা লিগা, বার্সা–ভিয়ারিয়ালের মায়ামি ম্যাচ বাতিল

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বে স্বাস্থ্য সচিব

পুঁজিবাজারে শিবলী-রিয়াজ আজীবন নিষিদ্ধ

১০

৬ মানবাধিকার সংস্থার চিঠি, যেভাবে দেখছে সরকার

১১

ভিন্নমত দমন নয়, গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা করতে চাই : আমিনুল হক

১২

বিএনপি ক্ষমতায় এলে মহাসড়কে টোলমুক্ত থাকবে অ্যাম্বুলেন্স : এস এম জাহাঙ্গীর 

১৩

কোয়েস্ট বিডিসির বিনিয়োগ আড়ালে মানিলন্ডারিং, দুদকে অভিযোগ পাঠাবে বিএসইসি

১৪

গণতন্ত্রের বাতিঘর খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের ইতিহাস

১৫

নির্বাচন শান্তিপূর্ণ-নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সবকিছু করব : প্রধান উপদেষ্টা

১৬

লালবাগে প্রয়াত পিন্টুর ভাইয়ের বড় শোডাউন

১৭

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে এখনো সংশয় রয়েছে : সাইফুল হক

১৮

স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়ে বেরিয়ে গেলেও দিতে হবে টাকা!

১৯

যুব এশিয়াডে প্রথম পদক কাবাডিতে

২০
X