কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০৪:৪৬ এএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

উড়োজাহাজের কোন সিটগুলো সবচেয়ে বেশি নিরাপদ?

উড়োজাহাজের কোন সিটগুলো সবচেয়ে বেশি নিরাপদ?
ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বেশকিছু বড় বিমান দুর্ঘটনার খবর আমরা দেখেছি। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন শত শত বিমানযাত্রী। বেঁচে ফিরেছেন অল্প কিছু সৌভাগ্যবান মানুষ। বড় বড় এসব উড়োজাহাজের দুর্ঘটনা অনেককেই আকাশপথে ভ্রমণে নিরুৎসাহিত করছে। অনেকে আবার জানতে আগ্রহী বিমানের ঠিক কোন আসনগুলো তুলনামূলক বেশি নিরাপদ, যেখানে বসলে দুর্ঘটনায় বেঁচে ফেরার সম্ভাবনা বেশি?

সর্বশেষ দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বড় ধরনের বিমান দুর্ঘটনা প্রাণ কেড়েছে ১৭৯ জন মানুষের। ১৮১ আরোহীর মধ্যে শুধু ‘ভাগ্যের জোরে’ বেঁচে গিয়েছেন ওই বিমানের দুই কর্মী ৩২ বছরের লি এবং ২৫ বছরের কওন ।

কোরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানের একেবারে শেষ প্রান্তে বসেছিলেন লি ও কওন। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর উদ্ধারকর্মীরা তাদেরকে নিরাপদে বের করে আনতে সক্ষম হন। পরিসংখ্যান বলছে, বিমানের শেষ প্রান্তের সিটগুলোই যে কোনো বাণিজ্যিক ফ্লাইটের সবচেয়ে নিরাপদ স্থান। ফলে এই শেষ প্রান্তের সিটগুলোই বাঁচিয়ে দিয়েছে তাদের।

বিমান দুর্ঘটনা নিয়ে ২০১৫ সালে একটি পরিসংখ্যানে প্রকাশ করে আমেরিকার টাইম ম্যাগাজিন। ওই পরিসংখ্যানে বিগত ৩৫ বছরের যাবতীয় বিমান দুর্ঘটনার তথ্য ঘেঁটে দেখানো হয়। প্রত্যেক দুর্ঘটনায় কত জন মারা গেছেন এবং কত জন বেঁচে ফিরেছেন, মৃত এবং বেঁচে যাওয়ারা বিমানের কোন আসনে বসেছিলেন তার একটি বিস্তারিত তালিকা করা হয় সেখানে।

পরিসংখ্যানে উঠে আসে, বিমানের পেছন দিকের আসনগুলোতে বসলে দুর্ঘটনার পরেও মৃত্যুর হার তুলনামূলক কম থাকে। একদম শেষের আসনগুলোতে মৃত্যুর আশঙ্কা ৩২ শতাংশ, মাঝের আসনগুলোতে ৩৯ শতাংশ এবং সামনের দিকের আসনে মৃত্যুর আশঙ্কা ৩৮ শতাংশ।

তবে ওই রিপোর্টের দাবি, বিমানের পেছনের দিকের মাঝের আসনগুলোতে মৃত্যুর আশঙ্কা সবচেয়ে কম থাকে— ২৮ শতাংশ।

মুয়ানে বিমান দুর্ঘটনার পর যখন চারদিক আগুন আর কালো ধোঁয়ায় ঢেকে গেছে তখনই বিমানের শেষ প্রান্ত থেকে উদ্ধার করা হয় লি ও কওনকে। তবে আকস্মিক ধাক্কায় দুর্ঘটনার সকল স্মৃতি হারিয়েছেন প্রাণে বেঁচে যাওয়া দুই যুবক। ওই বিমানে কী ঘটেছিল, কোন অলৌকিক শক্তিতে প্রাণে বেঁচে গেলেন, কিছুই মনে করতে পারছেন না তারা!

বিশ্লেষকরা বলছেন, বিমানের শেষের আসনগুলোতে বসলে সেগুলো তুলনামূলক বেশি নিরাপদ হয় সত্যি। তবে সবসময় যে তা দুর্ঘটনা থেকে বাঁচিয়ে দেবে এমনটা নয়। শেষের আসনগুলোতে বসলে তারা কোনো কারণে বিমান বিধ্বস্ত হলে আগুন থেকে অনেকটা নিরাপদ থাকেন তবে আঘাত থেকে এটি নিরাপত্তা দেয় এমনটা নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় প্রাণ গেল নবজাতকের

বিয়ের অনুষ্ঠানেই বিশাল টাকার মালিক দম্পতি, স্কুল নির্মাণে দান করলেন দেড় কোটি

স্বাধীনতা দিবসে দীর্ঘতম ভাষণ দিয়ে মোদির রেকর্ড

মেসির চেয়েও বেশি বিক্রি হচ্ছে সন হিউং মিনের জার্সি!

সাজেকে যাচ্ছিলেন ৬ বন্ধু, অতঃপর...

বর্জ্যপানি বিশ্লেষণ / মেথ, কোকেইন ও হেরোইন ব্যবহারে নতুন রেকর্ড

জলাধার, মাঠ ও পার্ক সংরক্ষণে ডিএনসিসির চিঠি

বৈধ না হলে নির্বাচনের কোনো মানে নেই : ড. ইউনূস

গণমাধ্যমে লুকিয়ে থাকা গণহত্যার সহযোগীদের দ্রুত বিচার দাবি জেআরজেএর

নির্বাচনের আগে রাকসুর ফান্ড নিয়ে যত প্রশ্ন

১০

সিপিএলের প্রথম ম্যাচে ব্যর্থ সাকিব

১১

যুদ্ধ শেষের শর্ত জানালেন নেতানিয়াহু

১২

পুরান ঢাকায় সেনাবাহিনীর অভিযান, ৮ চাঁদাবাজ আটক 

১৩

বিমানের ভেতরে সিগারেট ধরিয়ে আসনের কভার জ্বালানোর চেষ্টা যুবতীর!

১৪

এনসিপি থেকে ২৫ নেতাকর্মীর পদত্যাগ

১৫

মুরাদনগরে শ্রেণিকক্ষে ছুরি প্রদর্শনের ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার

১৬

সিলেটে খাল থেকে ভারতীয় নাগরিকের অর্ধগলিত লাশ উদ্ধার

১৭

এবার পাকিস্তানকে মোদির কঠোর হুঁশিয়ারি

১৮

ইলিশ খেলে দূরে থাকবে এই কঠিন ৪ রোগ

১৯

১৫ আগস্ট : টিভিতে আজকের খেলা

২০
X