

মায়ের সঙ্গে লিফটে উঠে দরজায় হাত দিয়ে দাঁড়িয়েছিল ছিল এক শিশু। কিন্তু মা মোবাইল ফোনে ব্যস্ত থাকায় সেদিকে আর নজর দিতে পারেননি তিনি। এরপর দরজা খোলার সময় সেই লিফটে আটকে যায় শিশুর হাত।
অনেক চেষ্টা করেও দরজার ফাঁক থেকে সন্তানের হাত টেনে বার করতে পারেননি মা। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, লিফটে উঠেছেন এক মা ও শিশু। মা ফোন নিয়ে ব্যস্ত থাকায় সন্তানের দিকে নজর নেই তার। অন্য দিকে, শিশুও লিফ্টের দরজায় হাত দিয়ে খেলায় মত্ত।
নির্দিষ্ট তলায় এসে লিফ্টের দরজা খোলে। আর তখনই ঘটে বিপত্তি। শিশুর হাত আটকে যায় লিফ্টের দরজার ফাঁকে। তখন টনক নড়ে মায়ের। তিনি বারবার লিফ্টের সুইচ টিপে সন্তানের হাত বের করার চেষ্টা করেন। কিন্তু কোনো লাভ হয়নি।
শেষ পর্যন্ত এই শিশুর কী পরিণতি হয়েছে তা জানা যায়নি। ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
মন্তব্য করুন