

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় বাড়ির পাশের একটি গলিতে পুঁতে রাখা পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে মিজানুর রহমান নামের এক শিশু গুরুতর আহত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের সুপারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান (৮) ওই এলাকার নয়ন আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান বাড়ির পাশের একটি গলি সংলগ্ন আমবাগানে খেলতে যায়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ককটেল দেখতে পায়। কৌতূহলবশত ককটেলটি হাতে নিতেই তা বিস্ফোরিত হয়। এতে সে গুরুতর আহত হয়।
লোকজন তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার রোমালি খাতুন বলেন, ককটেল বিস্ফোরণে আহত এক শিশুকে বিকেলে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে রেফার্ড করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম. ওয়াসিম ফিরোজ বলেন, বাড়ির পাশের আমবাগানে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল পড়ে ছিল। শিশু বুঝতে না পেরে সেটিতে হাত দিলে বিস্ফোরণ ঘটে। পরিবারকে থানায় মামলা করতে বলা হয়েছে। মামলা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন