

ক্রেতা সেজে স্বর্ণ কিনতে দোকানে ঢুকে ছিলেন এক নারী। শান্ত হয়ে বসেছিলেন দোকানির সামনে। তবে তাকে দেখে বোঝার উপায় ছিল না যে তিনি স্বর্ণ কিনতে নয় বরং ডাকাতি করতে এসেছেন। তাও আবার দিনেদুপুরে।
আর এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটে। এ ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
যাতে দেখা যায়, মুখ ঢেকে কাস্টমার সেজে একটি স্বর্ণ ও রুপার দোকানে প্রবেশ করছেন এক নারী। পরে হঠাৎ করেই কিছু বুঝে ওঠার আগে স্বর্ণের দোকানদারের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। কিন্তু সৌভাগ্যক্রমে দোকানদারের চোখে মরিচের গুঁড়া লাগেনি। আর এরপরই ওই নারীকে বেদম মারধর করে দোকানদার।
দোকানের ভেতর থেকে বেরিয়ে এসে ডাকাতি করতে আসা ওই নারীকে মারতে মারতে এক পর্যায়ে দোকানের বাইরে বের করে দেওয়া হয়। দোকানদার মাত্র ২৫ সেকেন্ডে ওই নারীকে ২৫টি ঘুষি মারেন। তবে এ ঘটনার পর ওই দোকানদার পুলিশের কাছে কোনো অভিযোগ জানায়নি।
আহমেদাবাদ পুলিশ জানিয়েছে, তারা ওই নারীকে মারধরের সিসিটিভির ফুটেজকে কেন্দ্র করে ঘটনা তদন্তে নেমেছে এবং এ ঘটনার পেছনে অন্যকোনো উদ্দেশ্যে আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া দোকানদার যাতে থানায় এসে অভিযোগ দায়ের করে এজন্য পুলিশ তার সঙ্গে দুইবার দেখাও করেছে।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
মন্তব্য করুন