কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

কাটা মাথাটি কেন ২০০ বছর ধরে সংরক্ষিত?

ডিয়োগো আলভেসের কাটা মাথা এভাবেই একটি জারে সংরক্ষণ করে রাখা হয়েছে। ছবি : সংগৃহীত
ডিয়োগো আলভেসের কাটা মাথা এভাবেই একটি জারে সংরক্ষণ করে রাখা হয়েছে। ছবি : সংগৃহীত

প্রায় ২০০ বছর ধরে একটি কাটা মাথা কাচের জারে সংরক্ষিত আছে। যার চোখের দৃষ্টি শান্ত এবং উদ্বেগহীন। যেন নিষ্পাপ একখানি মুখ। তবে নিষ্পাপ মনে হওয়া এই মানুষটি ছিলেন ভয়াবহ হিংস্র। তার নির্মমতার কারণেই গোটা বিশ্ব তাকে আলাদা করে চিনেছে।

কাটা মাথার এই ব্যক্তি ছিলেন একজন সিরিয়াল কিলার। যার নির্মমতার গল্প যে কারও মনেই ভয় ধরিয়ে দেবে। এ কারণে ১৮২ বছর পরেও তার কথা উঠলে মানুষ ভয় পায়।

কারণ, টাকা রোজগারের লোভে নিষ্ঠুরতরা সব সীমা অতিক্রম করেছিলেন তিনি। যার শাস্তি হিসেবে তাকে ফাঁসি দেওয়া হলেও এখনো মাথাটি সংরক্ষণ করা আছে।

এই কাটা মাথাটি পর্তুগালের সিরিয়াল কিলার ডিয়োগো আলভেস। ১৮১৯ সালে স্পেনের গ্যালিসিয়া শহরে একটি দরিদ্র পরিবারে জন্ম তার।

ডিয়োগো আলভেস নিয়ে দ্য সানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেসব ও ইন্টারনেট ঘেঁটে জানা গেছে, পরিবার দরিদ্র হওয়ায় পড়াশোনা করতে পারেননি। কাজের সন্ধানে অনেক দিন ঘুরে অবশেষে পর্তুগালের লিসবন সিটিতে এসে পৌঁছান তিনি। কিন্তু সেখানেও কাজ জোটেনি তার। অর্থের জন্য শেষমেশ অপরাধ জগতে পা বাড়ান ডিয়াগো।

অপরাধ জগতে প্রবেশে করেই শস্য ও সবজি বিক্রি করে বাড়ি যাওয়া কৃষকদের লুটপাট শুরু করেন ডিয়াগো। একটি সেতু ঘিরে তার ঘাঁটি তৈরি হয়। সেই জায়গাটাকে তিনি অপরাধের ক্ষেত্র হিসেবে বেছে নেন। সেখান দিয়ে যাতায়াতকারীদের টার্গেট করতে শুরু করেন।

ডিয়োগো পরে এতটাই হিংস্র হয়ে উঠে যে লুটপাটের পর সে মানুষকে নৃশংসভাবে হত্যা শুরু করেন। হত্যার পর ২১৩ ফিট উঁচু সেতু থেকে মৃতদেহ পানিতে ফেলে দিতেন। ১৮৩৬ থেকে ১৮৩৯ সাল পর্যন্ত সে প্রায় ৭০ জনকে হত্যা করেছিলেন ডিয়োগো। প্রতিবারই পুলিশ খুনের ঘটনাগুলোকে আত্মহত্যার মামলা বলে বন্ধ করে দিত।

তবে ব্রিজের নিচে পাওয়া কয়েকজনের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশের টনক নড়ে। তাদের গায়ে গভীর আঘাতের চিহ্ন ছিল। এরপরই সন্দেহ হয় পুলিশের। তদন্ত শুরু করলে কয়েকদিনের মধ্যেই নিশ্চিত হয়ে যায়, কৃষকদের হত্যার পরই সেতু থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে। খুনির খোঁজে পুলিশ হন্যে হয়ে ঘুরতে থাকে।

বিষয়টি টের পেয়ে মাটির নিচে ডেরা করে গা ঢাকা দেন ডিয়াগো। এ সময় নিজের দল গঠন করেন তিনি। সেই দলের অধিকাংশই ছিল দরিদ্র পরিবারের সন্তান। এবার শহরে বসবাস করা ধনী পরিবারগুলোকে টার্গেট করতে শুরু করে ডিয়োগো।

একদিন দলবল নিয়ে একজন বিখ্যাত ডাক্তারের বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে হত্যা করেন এই সিরিয়াল কিলার। সেই খুনের পরই পুলিশ রাস্তা আটকে তাকে আটক করে। ডিয়োগো নিজের অপরাধ স্বীকার করে নেন। ডিয়োগো জানান, সে কতজনকে হত্যা করেছে সেটা তার মনেই নেই।

১৮৪১ সালে ডিয়োগোকে ফাঁসি দেওয়া হয়। বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেন—অপরাধীরা কীভাবে চিন্তা করেন তা খুঁজে বের করতে ডিয়োগোর মাথা কেটে লিসবন বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করা হবে। তার মস্তিষ্ক নিয়ে গবেষণা হয়েছে কি না, তা নিশ্চিত করে বলা যায় না। তবে এত বছর পরও বিশ্ববিদ্যালয়ে তার মাথা একইভাবে রাখা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিপক্ষকে ১০ গোল দেওয়ার ম্যাচে যে রেকর্ড গড়লেন পেপ গার্দিওলা

স্ট্রিট জার্নালের প্রতিবেদন / সম্ভাব্য ইরান হামলা নিয়ে ‘প্রাথমিক’ আলোচনা করেছে ওয়াশিংটন

তামিম বিতর্কে অবস্থান পরিষ্কার করল কোয়াব

কিউই সিরিজের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

আরেকবার চেষ্টা করে দেখি : মাহফুজ আলম

১১ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

৯ ঘণ্টা পর আইন বিভাগের সেই শিক্ষককে ছাড়ল চবি প্রশাসন

জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, একজনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

১০

পাকিস্তানে বোমা বিস্ফোরণে জমিয়ত নেতা নিহত

১১

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১, হারালেন ১ জন

১২

সুসংবাদ পেলেন বিএনপির আরও দুই নেতা

১৩

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আইইবির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

১৪

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

১৫

কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না : রবিউল আলম

১৬

রবীন্দ্র কুঠিবাড়ির বকুলতলায় স্পাইনাল কর্ড ইনজুরিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

১৭

আ.লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৮

কবিতা মানুষের মনে সৌন্দর্য, অনুভূতি ও ভাবনা নিয়ে আসে : আবদুল্লাহ আবু সায়ীদ

১৯

খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী শক্তির আদর্শ : পিএনপি

২০
X