বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস হতে পারে চলতি বছরের জুলাই। এটি শত শত বছরের রেকর্ড ভাঙতে পারে বলেও মন্তব্য করেছেন নাসার শীর্ষ জলবায়ুবিদ গ্যাভিন শ্মিট। বৃহস্পতিবার (২০ জুলাই) এ তথ্য জানান তিনি।
শ্মিট বলেন, আমরা সারা বিশ্বে অভূতপূর্ব পরিবর্তন দেখতে পাচ্ছি। আমরা ইউরোপে এবং চীনে, মার্কিন যুক্তরাষ্ট্রের তাপমাত্রার যে তরঙ্গ দেখছি তা রেকর্ড ভেঙে ফেলছে।
শীর্ষ এই জলবায়ুবিদ বলেন, আমরা প্রায় সব জায়গায় সামগ্রিক উষ্ণতা দেখছি। বিশেষ করে মহাসাগরগুলোতে। আমরা অনেক মাস ধরে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা এমনকি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বাইরেও রেকর্ড-ব্রেকিং দেখছি।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এটি অব্যাহত থাকবে। ২০২৩ সাল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর হবে। তবে ২০২৪ আরও উষ্ণ বছর হতে পারে।
সংবাদমাধ্যম বলছে, এই প্রভাবগুলোর জন্য শুধু এল নিনোর আবহাওয়ার ধরনকে দায়ী করা যায় না। এতে এল নিনো একটি ছোট ভূমিকা পালন করছে।
মন্তব্য করুন