ভারত-পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত দুই দেশের সম্পর্ক। এমন পরিস্থিতি উদ্বেগের খবর জানিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির আশঙ্কা, ইমরান খানের কারাগারে ড্রোন হামলা চালাতে পারে ভারত। এজন্য তার প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছে দলটি।
শুক্রবার (০৯ মে) সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের প্যারোলেমুক্তি চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) একটি আবেদন করা হয়েছে। আবেদনে দাবি করা হয়েছে যে, ভারত-পাকিস্তান অঞ্চলে চলমান উত্তেজনার মধ্যে ইমরান খানের জীবনের উপর গুরুতর নিরাপত্তা হুমকি রয়েছে।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের পক্ষে এই আবেদন করা হয়েছে। এতে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইমরান খানকে তার ‘সবচেয়ে বড় প্রতিপক্ষ’ হিসেবে দেখেন। তিনি তাকে লক্ষ্য করে ভারত আদিয়ালা জেলে ড্রোন হামলা চালাতে পারে। ইমরান খান বর্তমানে এই কারাগারে আটক রয়েছেন।
আবেদনে দাবি করা হয়েছে, ভারতের সাম্প্রতিক ড্রোন হামলার প্রেক্ষাপটে ইমরান খানের জীবন কারাগারে ঝুঁকির মধ্যে রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদকালে ইমরান খান আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মোদির সমালোচনা করেছিলেন, যা ভারতীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
আবেদনে আরও বলা হয়েছে, পিটিআই নেতার কারাবাস রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার ফল এবং এটি তার মৌলিক অধিকার লঙ্ঘন করছে। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, যদি একজন বন্দির জীবন বা স্বাস্থ্য ঝুঁকির মুখে থাকে তবে তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া যেতে পারে।
গান্দাপুর আবেদনে উল্লেখ করেছেন, কারাগারে ইমরান খানের আচরণ ছিল প্রশংসনীয় এবং তিনি কোনো কারা আইন ভঙ্গ করেননি। ইতোমধ্যে পাঞ্জাব হোম ডিপার্টমেন্টে প্যারোলের জন্য একটি আনুষ্ঠানিক আবেদন দাখিল করা হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
আবেদনে পাকিস্তানের সংবিধান, আন্তর্জাতিক আইন এবং দেশটির কারাবিধির বিধান উল্লেখ করা হয়েছে, যা ইমরান খানের শর্তসাপেক্ষ মুক্তির দাবি সমর্থন করে। আদালতের প্রতি আবেদন জানানো হয়েছে, ইমরান খানের অবনতিশীল স্বাস্থ্য এবং বহিরাগত হুমকির কারণে জরুরি ভিত্তিতে প্যারোলের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে।
মন্তব্য করুন