কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৫:৩৯ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে যে তথ্য দিলেন জুলকারনাইন

সাংবাদিক জুলকারনাইন সায়ের। ছবি : সংগৃহীত
সাংবাদিক জুলকারনাইন সায়ের। ছবি : সংগৃহীত

চরমপন্থি উগ্র মতবাদ এবং সন্ত্রাসবাদী আদর্শের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক ৩৫ বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য দিলেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

শনিবার (০৫ জুলাই) বিকেলে, নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তথ্য দেন তিনি। পোস্টে তিনি আটকদের একটি তালিকাও প্রকাশ করেছেন।

পোস্টে তিনি লেখেন, মালয়েশিয়া পুলিশ কর্তৃক ‘চরমপন্থি উগ্র মতবাদ’ এবং ‘সন্ত্রাসবাদী আদর্শ’-এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ জনকে আটক করার কথা গত ২৭ জুন একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।

বিস্তারিত অনুসন্ধানে জানা যায়, আটক ব্যক্তিদের মধ‍্যে ৩৫ বাংলাদেশি নাগরিক এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন এবং এ বছরেরই এপ্রিল-মে-জুন তিন মাস ধরে পৃথক বিভিন্ন অভিযানে এদের আটক করা হয়। আনুষ্ঠানিকভাবে পুরো বিষয়টি প্রকাশ করা হয় গত ২৭ জুন।

তিনি লেখেন, মালয়েশিয়ার স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেররিজম ডিভিশন যেসব বাংলাদেশিকে আটক করেছে, তাদের অভিবাসন সংক্রান্ত কাগজপত্র যাচাই করে নিশ্চিত করা হয় যে, আটক ৩৫ জনের মধ্যে ১৪ জন (সংযুক্ত তালিকায় ৬-১৯ নং) বাংলাদেশি নাগরিক, মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করছিলেন। তিনি আরও লেখেন, তাদের কাছে দেশটিতে থাকার কোনো বৈধ কাগজপত্র না পাওয়ার কারণে এই ১৪ জনকে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয় বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য এবং ইতোমধ্যে তালিকায় ৬ নম্বরে থাকা জাহেদ আহমেদ এবং ১০, ১১, ১৩, ১৫, ১৮ (ইমন মহিদউজ্জামান, আকরাম মো. ওয়াসিম, নজরুল ইসলাম, শেখ সালাম, মো. রেদওয়ানুল ইসলাম) কে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের নিরাপত্তা সংস্থা এদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তালিকায় ৬-১৯ নম্বর পর্যন্ত থাকা বাকি ৮ জনকে আগামী ৭ আগস্ট বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে বিভিন্ন সূত্র দাবি করেছে।

সংযুক্ত তালিকার ১-৫ নম্বরে থাকা ব্যক্তিদের দেশটিতে প্রচলিত প্রিভেনশন অব টেররিজম অ্যাক্টের আওতায় আটক করে চার্জ গঠন করা হয়েছে এবং সিরিয়াল ২০-৩৫ নম্বরের বাংলাদেশি নাগরিকদের একই অ্যাক্টের আওতায় আটক দেখিয়ে বিশদ তদন্ত চলছে।

সায়ের লেখেন, এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ প্রধান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে শ্রমিকদের মধ্যে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর মতাদর্শ প্রচার এবং তহবিল সংগ্রহ করে, বাংলাদেশি শ্রমিকদের এমন একটি চক্র ভেঙে দিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ। এই চক্র আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ও ই-ওয়ালেট ব্যবহার করে সিরিয়া ও বাংলাদেশে সন্ত্রাসী গোষ্ঠী ‘আইএসের জন্য’ অর্থ পাঠাত। মালয়েশিয়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেরোরিজম ডিভিশন তাদের অর্থ সংগ্রহের প্রমাণ পেয়েছে। তারা ঠিক কত অর্থ সংগ্রহ করেছে তা এখনো তদন্তাধীন। আমাদের ধারণা, সদস্য ফি এবং চাঁদা থেকেই এ অর্থ এসেছে বলে তিনি জানান। পুলিশের বরাত দিয়ে মালয়েশিয়া স্টার পত্রিকা লিখেছে, ‘গেরাকান মিলিটান রেডিক‍্যাল বাংলাদেশ’ বা ‘জিএমআরবি’ নামে পরিচিত এই চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো অ্যাপে সদস্য সংগ্রহ এবং উগ্র মতবাদের প্রচার করে আসছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ঢাকার তিন জায়গায় অবরোধ ঘোষণা

বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা

ছবিতে প্রথমে কী দেখতে পাচ্ছেন, উত্তরই বলে দেবে কেমন মানুষ

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার খবর কী 

চুরির শাস্তি শীতের রাতে পুকুরে কান ধরে ২০ ডুব

মধ্যপ্রাচ্যে মুসলিম ব্রাদারহুডের তিন শাখায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

এবার ইরান ছাড়তে জরুরি সতর্কতা দিল ফ্রান্স ও কানাডা

ইরানের সঙ্গে বাণিজ্যে মার্কিন শুল্ক নিয়ে চীনের প্রতিক্রিয়া

ইরান / বিক্ষোভ চালিয়ে যেতে বললেন ট্রাম্প, পাশে থাকার আশ্বাস

১৪ জানুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে 

১০

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১১

যে ৫ খাবারের সঙ্গে ভুলেও দুধ পান করবেন না

১২

মানবিক ও সাম্যের ভিত্তিতে দেশ গড়বেন তারেক রহমান : মুন্না

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

নদীতে ভেসে উঠল কুমির, আতঙ্কে এলাকাবাসী

১৫

এসিআই মটরসে চাকরির সুযোগ

১৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘অ্যাডমিশন ফেস্ট, স্প্রিং-০২০২৬’-এর উদ্বোধন

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৮

গভীর রাতে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

১৯

ঘুম থেকে উঠে এই ৫ কাজে দ্রুত কমবে ওজন

২০
X