২৩ বছরে পা দিল প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে বিজ্ঞাপন এজেন্সি হিসেবে পরিচিত ফাইনারী অ্যাডভারটাইজিং লিমিটেড। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এর আগে ২০০৩ সালের আজকের এই দিনে যাত্রা শুরু করে ফাইনারী অ্যাডভারটাইজিং লিমিটেড।
ফাইনারী গ্রুপের প্রথম সহযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা ফাইনারী অ্যাডভারটাইজিং বর্তমানে বিজ্ঞাপন প্রচার, বিজ্ঞাপন নির্মাণ, ইভেন্ট কার্যক্রম, জনসংযোগ (পিআর) এবং গিফট আইটেম সরবরাহের কাজ করছে। প্রতিষ্ঠানটির পাশাপাশি ফাইনারী গ্রুপের অধীনে রয়েছে আরও ১০টি সহযোগী প্রতিষ্ঠান ও একটি অনলাইন সংবাদমাধ্যম।
২৩ বছরের পথচলায় বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফাইনারী অ্যাডভারটাইজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সুমন মোর্শেদ। তিনি ভবিষ্যতের পথচলায়ও সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন