কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়নপত্র জমার সময় বাড়াল পাকিস্তান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়াল পাকিস্তান। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র জমার সময় আরও দুদিন বাড়ানো হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) রয়টার্সের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, শুক্রবার মেয়াদ শেষ হলেও আরও দুদিন মনোনয়নপত্র জমার সময় বাড়ানো হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও নওয়াজ শরীফের জন্য এ অতিরিক্ত সময়সীমা বাড়ানো হলো।

পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) বিবৃতি শেয়ার করে এক মুখপাত্র জানান, মনোনয়ন জমাদানের সময়সীমা দুদিন বাড়ল। রাজনৈতিক দল ও প্রার্থীদের সুযোগ-সুবিধার কথা চিন্তা করে এ সময় বাড়ানো হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নের সময় বাড়ানো হলেও নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হবে। আগামী ২০২৪ সালে ৮ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ধার্য করা হয়েছে, যা অপরিবর্তিত থাকবে।

পাকিস্তানের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও নওয়াজ শরীফ। তবে আদালতের নিষেধাজ্ঞার জন্য তারা মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। তারা উভয়ই নির্বাচনে অংশগ্রহণের জন্য উচ্চ আদালতের রায়ের অপেক্ষা করছেন।

এর মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তোশাখানা মামলায় কারাগারে রয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে অন্তত শতাধিক মামলা রয়েছে। যেগুলো আদালতে বিচারাধীন রয়েছে।

এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, কারাগারে থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। তিনি জানিয়েছেন, আসন্ন নির্বাচনে তিন আসনে লড়বেন তিনি।

পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। বুধবার (২০ ডিসেম্বর) কারাগারের বাইরে ইমরানের আইনজীবী আলী জাফর গণমাধ্যমকর্মীদের বলেন, ইমরান খান আপনাদের জানাতে চান- পাকিস্তানের তিনটি সংসদীয় আসন থেকে লড়বেন তিনি। আসনগুলো হলো- লাহোর, মিয়ানওয়ালি ও ইসলামাবাদ।

তোশাখানা মামলায় গেল আগস্টের শুরুতে ইমরান খানের বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ডাদেশ দেয় ইসলামাবাদের একটি বিচারিক আদালত। এর ফলে আইন অনুযায়ী পাঁচ বছরের জন্য সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অযোগ্য হয়ে পড়েন সাবেক এই প্রধানমন্ত্রী।

ওই মাসেই ইসলামাবাদ হাইকোর্ট তিন বছরের সেই সাজা স্থগিত করেন। মামলাটি রায়ের জন্য বর্তমানে অপেক্ষমাণ রেখেছে আদালত। তবে ইমরানের বিরুদ্ধে এখনও অন্যান্য মামলা বিচারাধীন রয়েছে।

রাওয়ালপিন্ডিতে আদিয়ালা কারাগারের বাইরে ইমরানের আইনজীবী আলী জাফর গণমাধ্যমকর্মীদের জানান, তোশাখানা মামলার রায়কে চ্যালেঞ্জ করে ইমরানের আবেদনের ওপর দ্রুতই রায় দেবে ইসলামাবাদ হাইকোর্ট। সেই রায় ইমরানের পক্ষে যাবে বলেও আশা করেন তিনি।

এই আইনজীবী আরও বলেন, দলের কর্মীদের মনোনয়নপত্র জমা দিতে না দেওয়া অগণতান্ত্রিক চর্চা। এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। এসব বিষয়ে ব্যবস্থা নিতে তারা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনায় বসতে চায় ইরান, বললেন ট্রাম্প

বিএনপিতে যোগ দিলেন এলডিপির কয়েকশ নেতাকর্মী

ককটেল ফাটিয়ে বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার চেষ্টা বিএসএফের

পার্থর আসন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী 

মনোনয়নপত্র জমার সুযোগ পেয়ে যা বললেন হিরো আলম

কখন ডিম খেলে বেশি উপকার পাওয়া যায়, যা বলছেন বিশেষজ্ঞরা

অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের প্রেসিডেন্ট হলেন রুয়েট উপাচার্য

সেরা নির্বাচন উপহার দিতে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ : ডিআইজি রেজাউল

আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

১০

বিমান দুর্ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পীসহ ছয়জন নিহত

১১

প্রার্থিতা ফিরে পেয়ে কাঁদলেন ১ স্বতন্ত্র প্রার্থী

১২

সরকারি বিভিন্ন উন্নয়নকাজে এমপি রাখেন ৫০ ভাগ : রুমিন ফারহানা

১৩

খুলনায় সিআইডি অফিসে আগুন, পরে এসি বিস্ফোরণ

১৪

১৫ দিন পর দাদির জিম্মায় ঘরে ফিরল শিশু আয়েশা

১৫

সিভাসুর নতুন ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুল হক

১৬

সুরকন্যা আহমাদ মায়ার পিএইচডি ডিগ্রি লাভ 

১৭

এখনো ১০ টাকায় চিকিৎসা মেলে রিকশাচালক জয়নালের হাসপাতালে

১৮

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের যে তথ্য জানাল অধিদপ্তর

১৯

জবি স্টাফ বাসে শিক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তার বাকবিতণ্ডা

২০
X