কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:৪২ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানের জন্য দুঃসংবাদ দিল নির্বাচন কমিশন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পুরোনো ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পুরোনো ছবি

নির্বাচনের আগে আবারও দুঃসংবাদ পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার আদালত নয়, নির্বাচন কমিশন তাকে দুঃসংবাদ দিয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি ও দলীয় সূত্র সংবাদমাধ্যম জানিয়েছে, নির্বাচন কমিশন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মনোনয়ন বাতিল করেছে। ২০২৪ সালের নির্বাচনে তিনি দুটি আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন।

২০২২ সালের এপ্রিলে ক্ষমতা থেকে ছিটকে পড়ার পর থেকে তিনি আইন ও রাজনৈতিক যুদ্ধের মধ্যে দিয়ে সময় পর করছেন। চলতি বছরের আগস্ট মাসে তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

তার মিডিয়া টিম জানিয়েছে, দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়া তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। এর আগে শুক্রবার তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন জমা দেন।

লাাহোরে নির্বাচন কমিশন কর্তৃক বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে তিনিও রয়েছেন। তার প্রার্থিতা বাতিলের কারণ হিসেবে বলা হয়েছে, তিনি এ আসনের বৈধ ভোটার নন। কেননা আদালত দ্বারা তিনি অভিযুক্ত হয়েছেন।

তার মিডিয়া টিমের সদস্যরা জানিয়েছে, লাহোর ছাড়াও তিনি নিজের শহর মিনাওয়ালি থেকেও অযোগ্য ঘোষিত হয়েছেন। নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেছে।

এর আগে গত ২০ ডিসেম্বর কারাগারের বাইরে ইমরানের আইনজীবী আলী জাফর গণমাধ্যমকর্মীদের বলেন, ইমরান খান আপনাদের জানাতে চান- পাকিস্তানের তিনটি সংসদীয় আসন থেকে লড়বেন তিনি। আসনগুলো হলো- লাহোর, মিয়ানওয়ালি ও ইসলামাবাদ।

তোশাখানা মামলায় গেল আগস্টের শুরুতে ইমরান খানের বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ডাদেশ দেয় ইসলামাবাদের একটি বিচারিক আদালত। এর ফলে আইন অনুযায়ী পাঁচ বছরের জন্য সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অযোগ্য হয়ে পড়েন সাবেক এই প্রধানমন্ত্রী।

ওই মাসেই ইসলামাবাদ হাইকোর্ট তিন বছরের সেই সাজা স্থগিত করেন। মামলাটি রায়ের জন্য বর্তমানে অপেক্ষমান রেখেছে আদালত। তবে ইমরানের বিরুদ্ধে এখনও অন্যান্য মামলা বিচারাধীন রয়েছে।

রাওয়ালপিন্ডিতে আদিয়ালা কারাগারের বাইরে ইমরানের আইনজীবী আলী জাফর গণমাধ্যমকর্মীদের জানান, তোশাখানা মামলার রায়কে চ্যালেঞ্জ করে ইমরানের আবেদনের ওপর দ্রুতই রায় দেবে ইসলামাবাদ হাইকোর্ট। সেই রায় ইমরানের পক্ষে যাবে বলেও আশা করেন তিনি।

এই আইনজীবী আরও বলেন, দলের কর্মীদের মনোনয়নপত্র জমা দিতে না দেওয়া অগণতান্ত্রিক চর্চা। এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। এসব বিষয়ে ব্যবস্থা নিতে তারা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবেন।

এদিকে দলের চেয়ারম্যান গহর খান জানিয়েছেন, বৃহস্পতিবার তার কাছে মনোনয়নপত্র পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, আল্লাহ চাইলে ইমরান খান এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ইমরান খান দলের কর্মীদের মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন উল্লেখ করে গহর খান বলেন, কে দল থেকে মনোনয়ন পাবেন, তা ইমরান খানই নির্ধারণ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

১০

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

১১

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১২

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১৩

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১৪

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৫

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৬

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১৭

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১৮

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৯

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

২০
X