পাকিস্তানের সংঘাতপ্রবণ বেলুচিস্তান প্রদেশের একটি আসনের নির্বাচনী ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) প্রধান সরদার আখতার জান মেঙ্গল প্রদেশের প্রথম কোনো আসনে জয় পেয়েছেন। খবর বিবিসি।
বেলুচিস্তান আয়তনে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশে হলেও এখানে সবচেয়ে কম সংসদীয় আসন। এই প্রদেশে মাত্র ১৬টি সংসদীয় আসন রয়েছে। দরিদ্র এই প্রদেশে প্রায় সব সময় বোমা হামলার ঘটনা ঘটে। ভোটের আগের দিন বুধবার এই প্রদেশে স্বতন্ত্র প্রার্থী ও একটি দলের নির্বাচনী অফিসের বাইরে দুটি বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।
পাকিস্তানের অধিকাংশ রাজনৈতিক দল দক্ষিণ-পশ্চিমের এই প্রদেশের ভোটারদের অবহেলার চোখে দেখে। আবার প্রায় সময় বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যোগসূত্রের অভিযোগ দিয়ে এই প্রদেশের নেতাদের ফাঁসিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
পাকিস্তানের নির্বাচনে ভোটগ্রহণ গতকাল বৃহস্পতিবারই শেষ হয়েছে। এখন মানুষ অপেক্ষা করছে ফলের। দেরি হলেও ধীরে ধীরে নির্বাচনের ফল ঘোষণা শুরু করেছে দেশটির নির্বাচন কমিশন। ইতিমধ্যে অর্ধেক আসনের ফল ঘোষণা করা হয়েছে। সেখানে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এখনো এগিয়ে আছেন।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ২৬৫ আসনের মধ্যে এখন পর্যন্ত ১৩৬টি আসনের ফল ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন। পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৫৪টি আসনে জয় নিয়ে এখনো এগিয়ে রয়েছেন। এ ছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন। তার দল পেয়েছে ৪২টি আসন।
মন্তব্য করুন