কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

চিলিতে ভয়াবহ দাবানল : লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বিভিন্ন এলাকার আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। ছবি : সংগৃহীত
আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বিভিন্ন এলাকার আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। ছবি : সংগৃহীত

লাতিন আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলের আগুনে পুড়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ভয়াবহ এই বিপর্যয়ে মৃতের সংখ্যা প্রায় ১০০ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ হয়েছেন আরও শতাধিক মানুষ। আগুন দ্রুতই অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ায় মৃতের এই সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চিলির মধ্যাঞ্চলে এই দাবানলের ঘটনা ঘটেছে। বেশ কয়েক দিন আগেই এই দাবানল শুরু হয়। তবে এখন আগুন দ্রুত অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ছে। বিভিন্ন এলাকার আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। দেশটির মধ্যাঞ্চলে প্রায় ১০ লাখ মানুষের বসবাস। আগুন নেভাতে দমকলকর্মীরা হিমশিম খাচ্ছেন। তাদের সহায়তা করতে যোগ দিয়েছে সেনাবাহিনী। হেলিকপ্টার থেকে আগুনের ওপর পানি ফেলা হচ্ছে।

শনিবার কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের দাবানলে উপকূলীয় পর্যটন শহর ভিনা দেল মার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকারী দল সব ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো পৌঁছাতে পারেননি। মৃতের সংখ্যা বিবেচনায় চিলির ইতিহাসে গত ১০ বছরের এটিই সবচেয়ে ভয়াবহ দাবানল।

চিলির কর্তৃপক্ষ বলছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় রাত ৯টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। আগুন নেভানোর কাজে দমকলকর্মীদের সাহায্য করার জন্য সামরিক বাহিনী পাঠানো হয়েছে।

চিলির লিগ্যাল মেডিক্যাল সার্ভিস জানিয়েছে, দাবানলে ৯৯ জন মারা গেছেন। ৩২ জনের লাশ শনাক্ত করা হয়েছে।

এর আগে রোববার দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। আজ সোমবার থেকে এই শোক পালন হবে। একই সঙ্গে জাতিকে আরও দুসংবাদ পাওয়ার জন্য প্রস্তুত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট বোরিক বলেন, আমরা বড় ধরনের বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা সবাই একসঙ্গে এ জরুরি অবস্থা মোকাবিলা করছি। আমাদের এখনের অগ্রাধিকার হলো মানুষের জীবন বাঁচানো।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, সারা দেশে ৯২টি সক্রিয় দাবানল রয়েছে। এসব দানানলের আগুন দেশের ৪৩ হাজারের বেশি হেক্টর এলাকায় ছড়িয়ে পড়েছে।

গরম কালে চিলিতে দাবানলের ঘটনা অস্বাভাবিক নয়। গত বছরও ৪ লাখ হেক্টর এলাকায় দাবানলের আগুন ছড়িয়ে পড়লে ২৭ জনের মৃত্যু হয়। তবে গত বছরের তুলনায় এই বছর আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে বলেই জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা। তিনি বলেন, এবারের আগুন গত বছরের তুলনায় ছোট। তবে এবার আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। মাত্র একদিনের ব্যবধানে ৩০ হাজর হেক্টর থেকে ৪৩ হাজার হেক্টর এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে।

এ ছাড়া ভয়াবহ এই দাবানলের কারণে গত শুক্রবার দেশে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারক থেকে প্রেসিডেন্ট, কে এই রাইসি

ইব্রাহিম রাইসি মারা গেছেন

ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত : রাইসি ছাড়াও যারা মারা গেলেন

রাঙামাটিতে চলছে ইউপিডিএফের আধাবেলা অবরোধ

পায়ুপথে ব্রাশ দিয়ে বখাটেদের নির্যাতন

রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত : কোনো আরোহী বেঁচে নেই

কে হবেন ইরানের নতুন প্রেসিডেন্ট?

হবিগঞ্জে ধান সংগ্রহের শুরুতেই হযবরল

আইপিএলে প্লে-অফে কে কার বিরুদ্ধে লড়বে?

তুর্কি ড্রোনে খোঁজ মিলল রাইসির হেলিকপ্টারের

১০

ইরানের প্রেসিডেন্ট কি বেঁচে আছেন? 

১১

খোঁজ মিলল রাইসির হেলিকপ্টারের, দুর্ঘটনাস্থল থেকে ২ কিমি দূরে উদ্ধারদল

১২

পেকুয়া উপজেলা নির্বাচন / পড়ালেখায় এগিয়ে সজিব, অর্থসম্পদে আবুল কাসেম

১৩

রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি

১৪

‘রাইসিকে বহনকারী হেলিকপ্টারের খোঁজ পাওয়া গেছে’

১৫

কোরবানির ঈদকে ঘিরে স্বপ্নপূরণের আশা খামারিদের

১৬

দুই বোনকে হাতুড়ি দিয়ে পেটানো ছাত্রলীগ নেতা পায়েল বহিষ্কার

১৭

বন্ধুর বাড়ি থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৮

রাইসির ঘটনায় উচ্ছ্বসিত মার্কিন সিনেটর

১৯

সোমবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

২০
X