একে একে সদ্য জন্মগ্রহণ করা ৭ শিশুকে হত্যা ও ৬ জনকে হত্যাচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাজ্যের কাউন্টেস অব চেস্টার হাসপাতালের নার্স। ওই নারীর নাম লুসি লেটবাই (৩৩)।
টানা ১০ মাস বিচার কার্যক্রম শেষে শুক্রবার (১৮ আগস্ট) ম্যানচেস্টার ক্রাউন কোর্ট তাঁকে দোষী সাব্যস্ত করেছেন। বলা হচ্ছে, যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ শিশু সিরিয়াল কিলার লুসি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কাউন্টেস অব চেস্টার হাসপাতালের নবজাতক ইউনিটে কর্মরত ছিলেন লুসি লেটবি। ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে সেখানে এসব হত্যাকাণ্ড ঘটেছে।
সিএনএন বলছে, নবজাতকদের কোনো কারণ ছাড়াই ইনজেকশন দিতেন লুসি। সেই ইনজেকশনে থাকতো বাতাস। সেসব বাতাস শিশুদের দেহে প্রবেশ করে মারাত্মক ক্ষতি করতো। এমনকি পেটেও এমন ইনজেকশন দিতেন তিনি।
অনেক সময় শিশুদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি দুধ খাওয়াতেন লুসি। না খেতে চাইলে একরকম জোর করে খাওয়ানো হতো এসব দুধ। তা না করলে নবজাতকের শরীরে আঘাত করতেন। এ ছাড়া দুই নবজাতকের শরীরে ইনসুলিনের মাধ্যমে বিষ প্রয়োগ করেছিলেন। শুনানিতে এসব তথ্য সামনে আনা হয়।
নবজাতককে মেরে ফেলাই লুসির টার্গেট ছিল। পরে এক সময় হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করলে, এক সময় ব্যাপারটি সামনে আসে। এরপরই শুরু হয় তদন্ত।
লুসিকে গ্রেপ্তারের সময় তাঁর বাড়ি থেকে কিছু হাতে লেখা নোট উদ্ধার করেছিল পুলিশ। উদ্ধাকৃত নোটগুলোর কোনোটিতে লেখা ছিল, ‘আমি তাদের যত্ন নেওয়ার জন্য যথেষ্ট ভালো নই, তাই হত্যা করেছি।’ কেনোটিতে লেখা ছিল, ‘আমি ভয়ঙ্কর খারাপ মানুষ, খারাপ বলেই এটা করেছি।’
বিচারে সর্বশেষ রায়ের দিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে অস্বীকার করেন লুসি। লুসির আলোচিত এই মামলা নিয়ে প্রায় ৭৬ ঘণ্টার দীর্ঘ আলোচনার পর গত ৮ আগস্ট বিচারক প্যানেল প্রথম অভিযোগের রায় পড়েছিলেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন লুসি। গত ১১ আগস্ট দোষী সাব্যস্ত করে দ্বিতীয় রায় পড়ার সময়ও মাথা নিচু করে কান্না করতে দেখো যায় তাকে।
আলোচিত শিশু হত্যার এই বিচারকে যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘতম হত্যা-সংক্রান্ত বিচার বলা হচ্ছে। ১০ মাসেরও বেশি সময় ধরে চলা এই বিচারকার্যের পর আগামী সোমবার লুসি লেটবির দণ্ড ঘোষণা করা হবে।
মন্তব্য করুন