লন্ডন থেকে জেদ্দাগামী সাউদিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজ হিথ্রো বিমানবন্দরে ট্যাক্সিংয়ের সময় এক যাত্রী হঠাৎ বিমানের দরজা খুলে দেন। এ সময় বিমানটিকে টার্মিনাল বা গেট থেকে দ্রুত রানওয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।
সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে এ খবর জানানো হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঘটে যাওয়া এই ঘটনায় জরুরি নির্গমন স্লাইড (ইমার্জেন্সি ইভাকুয়েশন স্লাইড) সক্রিয় হয়ে যায়। পরপরই বিমানবন্দরে থাকা কর্মীরা দ্রুত হস্তক্ষেপ করেন এবং নিরাপত্তা পরীক্ষার জন্য বিমানটিকে সাময়িকভাবে উড্ডয়ন করা থেকে সরিয়ে নেওয়া হয়। যাত্রীদের নামিয়ে দিয়ে এয়ারলাইনসের ক্রুরা ত্রুটি সমাধান ও ভ্রমণ চালিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
সাউদিয়া জানিয়েছে, নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার ছিল এবং সমস্যা সমাধানের পর ফ্লাইটটি প্রায় চার ঘণ্টা বিলম্বিত হয় এবং পরে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন