কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

হোয়াইট হাউসের পরবর্তী চিফ অব স্টাফের নাম ঘোষণা করলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ও সুসি ওয়াইলস । ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও সুসি ওয়াইলস । ছবি : সংগৃহীত

হোয়াইট হাউসের পরবর্তী চিফ অফ স্টাফের নাম ঘোষণা করেছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি।

শুক্রবার (৮ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, ট্রাম্প তার হোয়াইট হাউস চিফ অব স্টাফের নাম আগাম ঘোষণা করেছেন। বিবৃতিতে ট্রাম্প বলেন, সুসি ওয়াইলস আমার হোয়াইট হাউস চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করবেন। আমাকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক বিজয় অর্জনে তিনি সাহায্য করেছেন। সুসি কঠোর, স্মার্ট, উদ্ভাবনী এবং সর্বজনীনভাবে প্রশংসিত ও সম্মানিত। সুসি আমেরিকাকে আবার মহান করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাবেন।

সুসি ওয়াইলস এবারের নির্বাচনে ট্রাম্পের প্রচারাভিযান পরিচালক হিসেবে কাজ করেছেন। ৬৭ বছর বয়সী ওয়াইলস দীর্ঘদিন ধরে ফ্লোরিডার রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করছেন। তিনি প্রাক্তন রাষ্ট্রপতি রোনাল্ড রিগানের ১৯৮০ সালের নির্বাচনী প্রচারেও কাজ করেছিলেন।

এদিকে ট্রাম্পের নতুন মন্ত্রিসভায় কারা জায়গা পেতে পারেন তা নিয়ে চলছে নানা সমীকরণ। এজন্য রিপাবলিকান পার্টি ও ট্রাম্পের ঘনিষ্ঠ বিভিন্ন সূত্রের বরাতে সম্ভাব্য নতুন মন্ত্রিসভার রূপরেখা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য অর্থমন্ত্রী হিসেবে জায়গা করে নিতে পারেন স্কট বেসেন্ট। তিনি বেশ কয়েক ইয়েল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এ ছাড়া বর্তমানে ট্রাম্পের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা। নির্বাচনী প্রচারণায় বিপুল ফান্ডিংও করেছেন তিনি।

এ ছাড়া সম্ভাব্য অর্থমন্ত্রী হিসেবে আরও দুজনের নাম রয়েছে। তারা হলেন জন পলসন ও ল্যারি কুডলো। এরমধ্যে জন পলসন একজন ধনকুবের এবং হেজ ফান্ড ব্যবস্থাপক। এ ছাড়া তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অর্থের বড় জোগানদাতাও। বিভিন্ন সময়ে তিনি বলেছেন, ট্রাম্প ক্ষমতায় গেলে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে আগ্রহী।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে অন্যতম ঘনিষ্ঠজন রিচার্ড গ্রেনেলকে পছন্দ করার সম্ভাবনা রয়েছে ট্রাম্পের। কারণ তার পররাষ্ট্রনীতি-সম্পর্কিত উপদেষ্টাদের অন্যতম গ্রেনেল। তাকে ট্রাম্পের ঘনিষ্ঠজন হিসেবে মনে করা হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কে হচ্ছেন, কেমন তার চিন্তাভাবনা, সেদিকে সবচেয়ে বেশি নজর থাকে বিশ্ববাসীর। এই পদে ট্রাম্পের প্রথম মেয়াদের সর্বশেষ জাতীয় নিরাপত্ত উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েনকে ধারণা করছেন কেউ কেউ। তবে টেনেসির এই সিনেটর বিল হ্যাগারটিকেও পররাষ্ট্রমন্ত্রী করা হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ ট্রাম্পের প্রথম মেয়াদে দায়িত্ব গ্রহণসংক্রান্ত কাজে বেশ ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তিনি।

রয়টার্স ধারণা করছে, পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার দৌড়ে তিনি ছিলেন ট্রাম্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী ও ঘোর সমালোচক। রুবিও পরবর্তীতে ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী শক্তির আদর্শ : পিএনপি

সাতক্ষীরার তরুণদের মধ্যে বিপুল প্রতিভা রয়েছে : মিঠু

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

আ.লীগকে প্রশ্রয়দাতাদের প্রতিরোধ করতে হবে : মির্জা আব্বাস

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ শ্রমিকের

ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, মূলহোতা নারী গ্রেপ্তার

খালেদা জিয়া ছিলেন দৃঢ় সংকল্প ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক : কবীর ভূইয়া

ট্রাম্পের সঙ্গে পুরস্কার ভাগাভাগি, যা বলছে নোবেল কমিটি

ঢাবিতে ৩ দিনব্যাপী নন-ফিকশন বইমেলা শুরু

চুরির অপবাদে মাইকিং, ফল ব্যবসায়ীর ‘আত্মহত্যা’

১০

একটানে জালে উঠল ৪০০ মণ ছুরি মাছ

১১

জাপার ভাঙা অফিসে গণভোট প্রচারের ঘোষণা

১২

তারেক রহমানের সঙ্গে জমিয়ত ও ইসলামী ঐক্যজোটের সাক্ষাৎ

১৩

জামায়াত কর্মীকে গুলি করে হত্যা

১৪

নিজ আসনের প্রার্থীকে পাকিস্তানি হানাদারদের চাইতে খারাপ বললেন কাদের সিদ্দিকী

১৫

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

১৬

‘ভোটের মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোই হবে খালেদা জিয়ার আদর্শের প্রতি প্রকৃত সম্মান’

১৭

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬

১৮

স্বর্ণের নতুন দাম নির্ধারণ, রোববার থেকে কার্যকর

১৯

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা সম্ভব : আমিনুল হক

২০
X