কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সবসময় মার্কিন প্রেসিডেন্টের সাথে থাকা কালো ব্রিফকেসে কী আছে?

মার্কিন প্রেসিডেন্টদের পাশে সবসময় কালো ব্রিফকেস নিয়ে দাঁড়িয়ে থাকেন একজন কর্মকর্তা। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্টদের পাশে সবসময় কালো ব্রিফকেস নিয়ে দাঁড়িয়ে থাকেন একজন কর্মকর্তা। ছবি : সংগৃহীত

খেয়াল করলে দেখা যায় কালো কোট, কালো বুট পরে হেটে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্যুট-বুট পরে তার ঠিক পেছনে কিছুটা দূরত্বে হাঁটছেন আরও একজন। এই পেছনের ব্যক্তির হাতের দিকে তাকালে আপনার চোখ আটকে যেতে বাধ্য। প্রেসিডেন্টের ওই সহকারীর হাতে ঝোলানো কালো রঙের একটি ব্রিফকেস।

আকারে খুব বড় নয়, তবে ওজন প্রায় ২০ কেজি। তবে শুধু ট্রাম্প বা বাইডেনই নয়, আমেরিকার সব প্রেসিডেন্টের সঙ্গে সর্বক্ষণ থাকে এই কালো ব্রিফকেস।

২০ কেজি ওজনের এই ব্রিফকেসটি বহন করার দায়িত্বে থাকেন একজন সামরিক কর্মী। যার নাম ‘নিউক্লিয়ার ফুটবল’। তবে খেলার ফুটবলের সঙ্গে অবশ্য এর কোনো সম্পর্কই নেই। এর মধ্যে লুকনো আছে আমেরিকার পরমাণু অস্ত্রের মন্ত্র। সেই মন্ত্রই সঙ্গে নিয়ে ঘোরেন মার্কিন প্রেসিডেন্টরা।

তবে কী আছে এই ব্রিফকেসের ভেতরে? বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, মাত্র ৪টি উপাদান আছে ওই কালো ব্রিফকেসে। দুটি বই, একটি ফাইল এবং একটি কার্ড। আর তা দিয়েই যে কোনো মুহূর্তে শত্রু পক্ষের ওপর পরমাণু হামলার জন্য প্রস্তুত হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

নিউক্লিয়ার ফুটবলের প্রথম উপাদানের নাম ‘দ্য ব্ল্যাক বুক’। এই বইয়ের দৈর্ঘ্য ১২ ইঞ্চি ও প্রস্থ ৯ ইঞ্চি। এতে রয়েছে কালো এবং লাল রঙে ছাপা ৭৫টি খোলা পাতা। এই পাতায় লেখা আছে কীভাবে শত্রুকে বিকল্প উপায়ে আক্রমণ করা যায়।

ব্রিফকেসে আরও রয়েছে নিরাপদ কিছু ঠিকানার উল্লেখ। যে গুলো নির্দেশনা দেওয়া আছে জরুরি পরিস্থিতিতে যেখানে প্রেসিডেন্ট আশ্রয় নিতে পারেন। নিউক্লিয়ার ফুটবলে রয়েছে ম্যানিলা ফোল্ডার নামের একটি বিশেষ ফাইল। যাতে এমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম ব্যবহারের বর্ণনা রয়েছে। এ ছাড়াও প্রেসিডেন্টের ব্রিফকেসে একটি ছোট কার্ড থাকে। সেখানে লেখা বিশেষ কিছু কোড রয়েছে। যার মাধ্যমেই মূলত পরমাণু হামলা চালানো হয়।

কখনো যদি মার্কিন প্রেসিডেন্ট পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেন, তা হলে একমাত্র তার নির্দেশে এই ব্রিফকেস খোলা হবে। সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পৌঁছে যাবে দেশের প্রতিরক্ষা দপ্তরে। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে এগোবে গোটা প্রক্রিয়া। প্রেসিডেন্ট ছাড়া আর কারও সাধ্য নেই এমন সিদ্ধান্ত নেওয়ার।

আমেরিকার ছ’টি সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা থেকে এক জন করে পালাক্রমে নিউক্লিয়ার ফুটবল বহন করে থাকেন। এই বহনকারী বার বার পরিবর্তিত হয়। তবে কে কখন এই দায়িত্ব পাবেন, তা আগ থেকে কেউ ঘুণাক্ষরেও টের পান না।

আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থায় নিউক্লিয়ার ফুটবলের সংখ্যা অবশ্য একটি নয়। একই ধরনের ৩টি ব্রিফকেস রয়েছে। একটি প্রেসিডেন্ট এবং একটি ভাইস প্রেসিডেন্ট ও অপরটি হোয়াইট হাউজে থাকে। কোনও কারণে প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিতে অক্ষম হলে ভাইস প্রেসিডেন্টের হাতে সেই ক্ষমতা হস্তান্তরিত হবে।

পরমাণু আক্রমণের সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতিতে না থাকলেও সর্বক্ষণ কালো এই ব্রিফকেস সঙ্গে রাখেন মার্কিন প্রেসিডেন্ট। বলা হয় আমেরিকার প্রতিরক্ষার স্বার্থেই নিউক্লিয়ার ফুটবল সঙ্গে রাখেন বাইডেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে ফার্মগেটে বিক্ষোভ

সকালে খালি পেটে গরম নাকি ঠান্ডা পানি পান করবেন

দুম্বার সংকর প্রজাতি উদ্ভাবন করলেন মেহেরপুরের খামারি

জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সাঈদের বাবা

ভারতে গেল প্রধান উপদেষ্টার উপহারের আম

এবার আমাদের লক্ষ্য সংসদ ভবন : নাহিদ

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

বানরের উৎপাতে অতিষ্ঠ শিক্ষার্থীদের বিক্ষোভ

‘সংস্কার কমিশনকে বলেছি, ৫ আগস্টের আগে জুলাই সনদ করতে হবে’

কোনো দলের সম্পদ নয়, গোপালগঞ্জ বাংলাদেশের : সারজিস

১০

ফিফার নিষেধাজ্ঞার তালিকায় আরও এক ক্লাব

১১

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

১২

ওসি পদায়নে ২২ দফা নীতিমালা

১৩

সত্যজিৎ রায়ের পৈতৃক সম্পত্তি মেরামতে সহযোগিতা দেবে ভার‍ত

১৪

যশোরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

১৫

নতুন রাজনৈতিক দলের ঘোষণা ইমরান খানের সাবেক স্ত্রীর

১৬

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ মিছিল 

১৭

কিছু ষড়যন্ত্রকারী দেশের স্থিতিশীলতা ব্যাহত করতে চায় : এনডিপি

১৮

চীন সফর শেষে দেশে ফিরেছেন জামায়াতের আমির

১৯

বাঙলা কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবির ও সেক্রেটারি সাকিব

২০
X