রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সবসময় মার্কিন প্রেসিডেন্টের সাথে থাকা কালো ব্রিফকেসে কী আছে?

মার্কিন প্রেসিডেন্টদের পাশে সবসময় কালো ব্রিফকেস নিয়ে দাঁড়িয়ে থাকেন একজন কর্মকর্তা। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্টদের পাশে সবসময় কালো ব্রিফকেস নিয়ে দাঁড়িয়ে থাকেন একজন কর্মকর্তা। ছবি : সংগৃহীত

খেয়াল করলে দেখা যায় কালো কোট, কালো বুট পরে হেটে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্যুট-বুট পরে তার ঠিক পেছনে কিছুটা দূরত্বে হাঁটছেন আরও একজন। এই পেছনের ব্যক্তির হাতের দিকে তাকালে আপনার চোখ আটকে যেতে বাধ্য। প্রেসিডেন্টের ওই সহকারীর হাতে ঝোলানো কালো রঙের একটি ব্রিফকেস।

আকারে খুব বড় নয়, তবে ওজন প্রায় ২০ কেজি। তবে শুধু ট্রাম্প বা বাইডেনই নয়, আমেরিকার সব প্রেসিডেন্টের সঙ্গে সর্বক্ষণ থাকে এই কালো ব্রিফকেস।

২০ কেজি ওজনের এই ব্রিফকেসটি বহন করার দায়িত্বে থাকেন একজন সামরিক কর্মী। যার নাম ‘নিউক্লিয়ার ফুটবল’। তবে খেলার ফুটবলের সঙ্গে অবশ্য এর কোনো সম্পর্কই নেই। এর মধ্যে লুকনো আছে আমেরিকার পরমাণু অস্ত্রের মন্ত্র। সেই মন্ত্রই সঙ্গে নিয়ে ঘোরেন মার্কিন প্রেসিডেন্টরা।

তবে কী আছে এই ব্রিফকেসের ভেতরে? বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, মাত্র ৪টি উপাদান আছে ওই কালো ব্রিফকেসে। দুটি বই, একটি ফাইল এবং একটি কার্ড। আর তা দিয়েই যে কোনো মুহূর্তে শত্রু পক্ষের ওপর পরমাণু হামলার জন্য প্রস্তুত হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

নিউক্লিয়ার ফুটবলের প্রথম উপাদানের নাম ‘দ্য ব্ল্যাক বুক’। এই বইয়ের দৈর্ঘ্য ১২ ইঞ্চি ও প্রস্থ ৯ ইঞ্চি। এতে রয়েছে কালো এবং লাল রঙে ছাপা ৭৫টি খোলা পাতা। এই পাতায় লেখা আছে কীভাবে শত্রুকে বিকল্প উপায়ে আক্রমণ করা যায়।

ব্রিফকেসে আরও রয়েছে নিরাপদ কিছু ঠিকানার উল্লেখ। যে গুলো নির্দেশনা দেওয়া আছে জরুরি পরিস্থিতিতে যেখানে প্রেসিডেন্ট আশ্রয় নিতে পারেন। নিউক্লিয়ার ফুটবলে রয়েছে ম্যানিলা ফোল্ডার নামের একটি বিশেষ ফাইল। যাতে এমার্জেন্সি অ্যালার্ট সিস্টেম ব্যবহারের বর্ণনা রয়েছে। এ ছাড়াও প্রেসিডেন্টের ব্রিফকেসে একটি ছোট কার্ড থাকে। সেখানে লেখা বিশেষ কিছু কোড রয়েছে। যার মাধ্যমেই মূলত পরমাণু হামলা চালানো হয়।

কখনো যদি মার্কিন প্রেসিডেন্ট পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেন, তা হলে একমাত্র তার নির্দেশে এই ব্রিফকেস খোলা হবে। সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পৌঁছে যাবে দেশের প্রতিরক্ষা দপ্তরে। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে এগোবে গোটা প্রক্রিয়া। প্রেসিডেন্ট ছাড়া আর কারও সাধ্য নেই এমন সিদ্ধান্ত নেওয়ার।

আমেরিকার ছ’টি সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা থেকে এক জন করে পালাক্রমে নিউক্লিয়ার ফুটবল বহন করে থাকেন। এই বহনকারী বার বার পরিবর্তিত হয়। তবে কে কখন এই দায়িত্ব পাবেন, তা আগ থেকে কেউ ঘুণাক্ষরেও টের পান না।

আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থায় নিউক্লিয়ার ফুটবলের সংখ্যা অবশ্য একটি নয়। একই ধরনের ৩টি ব্রিফকেস রয়েছে। একটি প্রেসিডেন্ট এবং একটি ভাইস প্রেসিডেন্ট ও অপরটি হোয়াইট হাউজে থাকে। কোনও কারণে প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিতে অক্ষম হলে ভাইস প্রেসিডেন্টের হাতে সেই ক্ষমতা হস্তান্তরিত হবে।

পরমাণু আক্রমণের সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতিতে না থাকলেও সর্বক্ষণ কালো এই ব্রিফকেস সঙ্গে রাখেন মার্কিন প্রেসিডেন্ট। বলা হয় আমেরিকার প্রতিরক্ষার স্বার্থেই নিউক্লিয়ার ফুটবল সঙ্গে রাখেন বাইডেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ

১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিনও লাগেনি : অসীম

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকা কলেজ ছাত্রদলের চিত্র প্রদর্শনী

বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি কুয়েট উপাচার্য অধ্যাপক মাছুদ

রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বার্তা, উত্তেজনা

ভাতা বৃদ্ধির দাবিতে ট্রেইনি চিকিৎসকদের মশাল মিছিল

মঈন খানের সঙ্গে মধ্যাহ্নভোজ ব্রিটিশ হাইকমিশনারের

চট্টগ্রামে বিজয় মেলা / গয়না ও মৃৎপণ্য কিনতে তরুণীদের ভিড়

আরাকান আর্মি বাংলাদেশের ভূমি দখল করেছে দাবি, জানা গেল সত্যতা

আন্দোলনে হামলায় আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার  

১০

ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের খোঁজ নিলেন ডা. সায়েদুর রহমান

১১

কুমিল্লায় রুদ্ধশ্বাস ম্যাচে আবাহনীকে হারাল মোহামেডান

১২

চুল কাটতে বলায় মারধর, ১১ মাস অজ্ঞান থাকা সেই বৃদ্ধের মৃত্যু

১৩

‘শহীদ বুদ্ধিজীবীদের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছিল আ.লীগ’

১৪

দুই ম্যাচের নিষেধাজ্ঞার পর দায় স্বীকার বার্সা কোচের

১৫

‘ট্যাগের রাজনীতি থেকে এখনো বের হতে পারিনি’

১৬

পুকুরে মিলল হাত-পা বাঁধা শিশুর লাশ

১৭

জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে না : আব্দুল হালিম

১৮

‘আ.লীগের চেয়ে ভালো বাংলাদেশ না গড়লে গণঅভ্যুত্থান ব্যর্থ’

১৯

ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রাণ গেল নারীর

২০
X