মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

এবার অভিবাসী ফেরত না নিলে কঠোর ব্যবস্থার হুমকি

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের ফেরত নিতে অনাগ্রহী দেশগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন বলে হুমকি দিয়েছেন।

তিনি বলেন, যদি এসব দেশ তাদের অভিবাসীদের ফিরিয়ে না নেয়, তবে যুক্তরাষ্ট্র ওই দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করে দেবে এবং তাদের বিরুদ্ধে উচ্চ শুল্ক আরোপ করবে।

ট্রাম্পের এই হুমকি তার নির্বাচনী প্রচারণার সময় দেওয়া অবৈধ অভিবাসীদের তাড়ানোর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এখন সামনে এসেছে।

তিনি বলেন, আমি যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বের করে দিতে চাই এবং সেই সব দেশকে তাদের ফেরত নিতে হবে। যদি তারা এটি করতে না চায়, তবে আমরা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব।

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর ম্যাগাজিনটির এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, যে দেশগুলো অভিবাসীদের ফিরিয়ে নিতে অস্বীকার করবে, তাদের ব্যবসা-বাণিজ্য কঠিন করে তুলব। আমি তাদের বিরুদ্ধে উচ্চ শুল্ক চাপিয়ে দেব এবং এই দেশগুলোকে ‘অত্যন্ত কঠিন’ পরিস্থিতির মধ্যে ফেলবো।

তিনি আরও বলেন, আমি যে কোনো উপায়ে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাব, তবে সবকিছু আইনের মধ্যে থাকবে। যদি নতুন ক্যাম্পও তৈরি করতে হয়, তাও করতে পারি। তবে আমি আশা করি, আমাদের খুব বেশি ক্যাম্প তৈরি করতে হবে না কারণ আমি চাই অভিবাসীদের দ্রুত ফিরিয়ে দেওয়া হোক।

ট্রাম্পের এই পদক্ষেপের মধ্যে অভিবাসীদের পরিবারের সদস্যদের একত্রে ফেরত পাঠানোরও পরিকল্পনা রয়েছে। তিনি জানান, আমি অভিবাসীদের পরিবারগুলোকে আলাদা করতে চাই না। তাদের সবাইকে একসঙ্গে ফিরিয়ে দেওয়া হবে, বিশেষ করে বাবা-মা এবং সন্তানদেরও।

ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে অবৈধভাবে প্রবেশ করা বা কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত মানুষদের গ্রহণ করা হবে না। আমরা চাই না, কারাগারের বন্দিরা আমাদের দেশে আসুক। শুধু দক্ষিণ আমেরিকার নয়, কোনো দেশের বন্দিদের আমরা গ্রহণ করতে চাই না, বলে উল্লেখ করেন তিনি।

এ ছাড়া, ট্রাম্প মার্কিন সেনাবাহিনী, বিশেষত জাতীয় গার্ড ব্যবহার করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছেন। ট্রাম্প বলেন, এ কাজে আমরা ন্যাশনাল গার্ডকে ব্যবহার করবো এবং যতদূর সম্ভব দেশের আইন অনুসরণ করে এই কাজ সম্পন্ন করব।

উল্লেখ্য, সবকিছু ঠিক থাকলে ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি ২০২৫ তারিখে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। তার অভিবাসী নীতি, যা তার নির্বাচনী প্রতিশ্রুতির একটি বড় অংশ, সেই সময় থেকেই কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত যে ৩২ দলের

‘হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেদিন কার্যকর হবে, সেদিন আমি আনন্দিত হবো’

সাবেক এমপি হারুনের বক্তব্যের প্রতিবাদ জাতীয় হিন্দু মহাজোটের

সড়ক অবরোধের অভিযোগে দুই ছাত্রলীগ নেতা আটক

দণ্ডিতদের বক্তব্য প্রচার না করার অনুরোধ সাইবার নিরাপত্তা এজেন্সির

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

রায়ে ‘ন্যায় বিচার’ প্রতিষ্ঠা পেয়েছে : বিএনপি

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, আছেন যারা

১০

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

১১

গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

১২

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-ছেলেকে পেটাল গ্রাম পুলিশ

১৩

বিএনপির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান মারা গেছেন

১৪

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট দূর হবে না : কফিল উদ্দিন

১৫

পটুয়াখালীতে বিএনপির প্রস্তাবিত নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

১৬

প্রত্যর্পণ চুক্তিতে আছে যত ফাঁকফোকর

১৭

মুরগির ঘর থেকে তিনজনের লাশ উদ্ধার, দুদিনেও গ্রেপ্তার নেই

১৮

পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় রাংকুট বৌদ্ধবিহার

১৯

সশস্ত্র বাহিনী, জনতার ঐক্য এবং জাতীয় নির্বাচন

২০
X