ইতালির রাজধানী রোমে হাজারো বৈধ ভিসাধারী বাংলাদেশি অভিবাসী দীর্ঘদিন ধরে নানা অবহেলা ও জটিলতার মুখোমুখি হচ্ছেন। এ সব সমস্যা সমাধানের দাবিতে রাষ্ট্রদূতের কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের হাতে স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী অভিবাসীরা।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, ইতালির ডিক্রেতো ফ্লুসি ২০২২-২৩-এর আওতায় বৈধ স্পন্সর ভিসায় ইতালিতে প্রবেশ করেন তারা। তিন বছর পার হয়ে গেলেও তারা এখনো বহুল প্রতীক্ষিত বাসস্থানের অনুমতি (Permesso di Soggiorno) পাননি।
তারা অভিযোগ করেন, নির্ধারিত নিয়ম মেনে ইতালিতে প্রবেশ করা অভিবাসীরা নানা আইনি জটিলতা, মালিকদের অসহযোগিতা এবং প্রশাসনিক জটিলতার কারণে মারাত্মক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকেই বৈধ ভিসাধারী হয়েও আজ পুলিশের হয়রানির শিকার হচ্ছেন এবং কেউ কেউ বাধ্য হচ্ছেন আশ্রয় (asilo) আবেদন করতে, যা তাদের সামাজিক ও পারিবারিক জীবনে চরম সংকট তৈরি করেছে।
স্মারকলিপি প্রদানের পর বিকেলে Via Casilina 519, ধূমকেতু সামাজিক সংগঠনের অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। পরে ধূমকেতু অফিসের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের নেতারা ও ভুক্তভোগীরা অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানান, অবিলম্বে এই সংকট সমাধানে ইতালির সরকারের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ করা হোক। কারণ হাজার হাজার বৈধ ভিসাধারী অভিবাসী বর্তমানে চরম অনিশ্চয়তায় মানবেতর জীবনযাপন করছে।
এসময় তারা দাবি করেন- ইতালিতে বৈধ ভিসাধারী সব অভিবাসীর দ্রুত Permesso di Soggiorno প্রদান করতে হবে, বাংলাদেশ সরকার ও রোমে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ইতালির সরকারের সঙ্গে জরুরি কূটনৈতিক আলোচনার উদ্যোগ নিতে হবে, অভিবাসীদের প্রতি পুলিশি হয়রানি বন্ধ এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা কেউ অবৈধ নই, বৈধভাবে কাজ করতে এসেছি। অথচ তিন বছরেও বৈধ হতে পারিনি। বৈধ ভিসা নিয়েও আমরা এখন অবৈধের মতো জীবন কাটাচ্ছি। পরিবার থেকে দূরে থেকে, দুঃখ-কষ্ট সহ্য করছি। আমরা শুধু এর একটি মানবিক সমাধান চাই।
মন্তব্য করুন