কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৩ পিএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ‘খাল দখলে’ পানামায় পাঠাচ্ছেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট মনে করে, চীনের ক্রমবর্ধমান প্রভাব পানামা খালের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বাড়িয়েছে। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট মনে করে, চীনের ক্রমবর্ধমান প্রভাব পানামা খালের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বাড়িয়েছে। ছবি : সংগৃহীত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্রদেশ পানামার কাছ থেকে পানামা খাল ‘দখলের হুমকি’ দেওয়ার পরই মধ্য আমেরিকায় সফর করতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় শনিবার (১ ফেব্রুয়ারি) তিনি দেশটিতে পৌঁছাবেন বলে জানা গেছে। খবর দ্য গার্ডিয়ান।

বিশ্ব বাণিজ্যের প্রায় ৫ শতাংশ এই খালের মাধ্যমে পরিচালিত হয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, পানামা খাল যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তাই এর নিয়ন্ত্রণ আমাদের প্রয়োজন।

‘আমেরিকা ফার্স্ট’ নীতির অংশ রুবিওর সফর

মার্কিন পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) জানিয়েছে, রুবিও প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি বাস্তবায়ন করতে ১ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত পানামা, এল সালভাদর, কোস্টারিকা, গুয়াতেমালা ও ডোমিনিকান রিপাবলিক সফর করবেন।

স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য হলো— অবৈধ অভিবাসন বন্ধ করা, আন্তঃদেশীয় অপরাধী গোষ্ঠী ও মাদক চক্র দমন করা, চীনের মধ্য আমেরিকায় প্রভাব প্রতিহত করা এবং অর্থনৈতিক অংশীদারত্ব বাড়িয়ে আঞ্চলিক সমৃদ্ধি নিশ্চিত করা।

রুবিও সফরের সময় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্য সহযোগিতার ওপর আলোচনা করবেন।

পানামা খাল নিয়ে উত্তেজনা

ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর পানামা সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা পানামা খাল নিয়ে কোনো আলোচনা করবে না।

দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো বলেছেন, পানামা খাল নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। এটি চূড়ান্তভাবে পানামার মালিকানাধীন। তবে মার্কিন প্রশাসন মনে করে, চীনের ক্রমবর্ধমান প্রভাব খালের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বাড়িয়েছে।

বর্তমানে পানামা খালের কিছু বন্দর চীনা কোম্পানির মালিকানায় রয়েছে। ট্রাম্প প্রশাসন এটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। পানামা সরকার ইতোমধ্যে চীনা মালিকানাধীন বন্দরের অডিট কার্যক্রম শুরু করেছে, যদিও দেশটির কম্পট্রোলার এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।

ট্রাম্পের অর্থনৈতিক কৌশল : নতুন শুল্ক কার্যকর হচ্ছে

রুবিওর মধ্য আমেরিকা সফরের দিনেই যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান বাণিজ্য অংশীদার— কানাডা, মেক্সিকো ও চীনের ওপর ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক কার্যকর হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলবে এবং মধ্য আমেরিকার দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।

বিশ্ব রাজনীতিতে পানামা খাল নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপে পানামার প্রতিক্রিয়া কী হবে, তা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন শুরু

রাজধানীর জিগাতলায় আবাসিক ভবনে আগুন

উত্তরায় অগ্নিকাণ্ডের ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ ও শোক

মুখে টেপ ও হাতবাঁধা শিশুর লাশ উদ্ধার

উত্তরায় অগ্নিকাণ্ড, মা-বাবার সঙ্গে প্রাণ গেল নিষ্পাপ রিশানের

ছাত্রদল নেতা আব্দুর রহিম ভূঁইয়ার পদ আবারও স্থগিত

কুমিল্লায় গুলিতে ২ জন নিহত

ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারেক রহমানের বৈঠক

একজন খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল : রিজভী

১০

উত্তরায় আগুনের ঘটনায় জামায়াতে আমিরের স্ট্যাটাস 

১১

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে বহিষ্কার

১২

মাছ ধরার জালে উঠে এলো ব্যাগভর্তি ককটেল

১৩

নতুন অধিনায়কের নাম ঘোষণা

১৪

বিএনপির এক নেতাকে শোকজ

১৫

জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন : প্রেস সচিব

১৬

রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী 

১৭

ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা

১৮

র‌্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

১৯

নিঃশব্দে বিদায় নিলেন একসময়ের মিস ক্যালকাটা

২০
X