কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

কারা পাবেন আমেরিকার ভিসা, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে অবৈধ অধিবাসীদের ধরে ধরে নিজ দেশে ফেরত পাঠাচ্ছে তার প্রশাসন। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল করে আদেশ জারি করেছেন ট্রাম্প। এমনকি মার্কিন ভিসা নীতি আরও কঠিন করে তুলেছেন।

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে এবার নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা সব আবেদনকারীর জন্য নয়, এটি সংরক্ষিত একটি বিশেষ অধিকার, ভিসা শুধু তাদের জন্য যারা মার্কিন আইন এবং মূল্যবোধকে সম্মান করে।

ফক্স নিউজের এক সম্পাদকীয়তে ভিসা যোগ্যতা এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আপোষহীন দৃষ্টিভঙ্গির রূপরেখা তুলে ধরেছেন রুবিও। বিশেষ করে সাম্প্রতিক ক্যাম্পাস অস্থিরতা এবং বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই ভিসা নীতি স্পষ্ট করেন রুবিও। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিপন্থি বিক্ষোভের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

গেল জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বহু বিদেশি শিক্ষার্থীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছেন, অনেকের ভিসা বাতিল করেছেন এবং ফিলিস্তিনিপন্থি বিক্ষোভের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে ফেডারেল তহবিল হ্রাসের বিষয়ে সতর্ক করেছেন।

রুবিও লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র সফর করা কোনো অধিকার নয়। এটি তাদের জন্য একটি বিশেষ সুযোগ যারা আমাদের আইন এবং মূল্যবোধকে সম্মান করে। মার্কিন ভিসা শুধু তাদের জন্য সংরক্ষিত যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও উন্নত করে তোলার চিন্তা করে এবং দেশটিকে ভেতর থেকে ধ্বংস করার চেষ্টা করে না।’ তিনি লেখেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি এটি কখনোই ভুলব না।

মার্কিন প্রশাসনের শূন্য-সহনশীলতার নীতি সম্পর্কে রুবিও বলেন, আমি দায়িত্বে থাকা অবস্থায় কখনোই সিদ্ধান্তমূলকভাবে পদক্ষেপ নিতে দ্বিধা করব না- যখন তথ্য মিলবে যে, কোনো ভিসাধারী আমাদের নিরাপত্তার সঙ্গে আপস করতে পারে, মার্কিন আইন লঙ্ঘন করেছে অথবা অন্য কোনো কারণে ভিসা বাতিল করা প্রয়োজন।

২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত মার্কিন সিনেটে ফ্লোরিডার প্রতিনিধিত্ব করা রুবিও তার বর্তমান ভূমিকা গ্রহণের আগে বলেন, অভিবাসন ও জাতীয়তা আইন (আইএনএ) অনুসারে, ‘এলিয়েন’ যারা সন্ত্রাসবাদের প্রচার বা সমর্থন করে- যার মধ্যে ‘হামাসের মতো সন্ত্রাসী সংগঠনগুলোকে’ সমর্থন করাও অন্তর্ভুক্ত- তারা মার্কিন ভিসার জন্য অযোগ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় শিশু হত্যায় জড়িত ফয়সালের বাড়িতে অগ্নিসংযোগ

শিশু মিমের চিকিৎসার দায়িত্ব নিলেন শিমুল বিশ্বাস

পুয়ের্তো রিকো ম্যাচের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবিতে ঢাকার ডিসিকে জামায়াতসহ ৭ দলের স্মারকলিপি

ট্রুডোর সঙ্গে প্রমোদতরীতে ঘনিষ্ঠ কেটি পেরি

রাবিতে ফারুক হত্যা মামলার সব আসামি বেকসুর খালাস

সড়ক দুর্ঘটনায় আহত বাবাকে বাঁচাতে চান হাবিপ্রবির সালমা

রাতের অন্ধকারে ভোট চাই না : সিইসি

খাওয়ার পর বসে থাকার অভ্যাস ধূমপানের মতোই বিপজ্জনক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা

১০

পাকিস্তানের ৫৮ সেনা নিহত, দাবি আফগানিস্তানের

১১

‘পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা রয়েছে ট্রাইব্যুনালের’

১২

দু-তিন দিন ধরে ফ্ল্যাট বন্ধ, পুলিশ এসে উদ্ধার করল পাঁচটি মৃতদেহ

১৩

‘বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে সেফ এক্সিট দরকার’

১৪

২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

১৫

আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করছে না তো!

১৬

আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৭

বাড়িভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কর্মসূচি দিলেন শিক্ষকরা

১৮

পিআর নিয়ে আন্দোলনের মাধ্যমে নির্বাচন বিলম্বের চেষ্টা চলছে : মির্জা ফখরুল 

১৯

চাকসুতে চার্লি চ্যাপলিন হয়ে ভোট চাচ্ছেন রাকিব

২০
X