কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কনসার্টে ‘সহকর্মীর’ সঙ্গে আলিঙ্গনের দৃশ্য ভাইরাল, ছুটিতে সিইও

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কনসার্টে সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ আলিঙ্গনের ভিডিও ভাইরাল হওয়ার পর ছুটিতে পাঠানো হয়েছে এক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও)। জানা গেছে, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে একটি কনসার্টে বড় পর্দায় ওই দৃশ্য ধরা পড়ে। মুহূর্তে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনা তৈরি হয়।

ঘটনাটি ঘটে গত বুধবার রাতে, ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত কোল্ডপ্লের কনসার্ট চলাকালে। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে হঠাৎ করেই দেখা যায় এক পুরুষ ও নারী একে অপরকে আলিঙ্গন করে গানের তালে তালে দুলছেন। মুহূর্তেই তারা ক্যামেরায় নিজেদের মুখ দেখে লজ্জায় নিচু হয়ে যান এবং মুখ লুকানোর চেষ্টা করেন।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া সেই ভিডিও দেখে অনেকেই দাবি করেন, পর্দায় দেখা ওই দুই ব্যক্তি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমারের উচ্চপর্যায়ের নির্বাহী এবং সহকর্মী। ভিডিও ভাইরাল হওয়ার পরপরই প্রতিষ্ঠানটির সিইও অ্যান্ডি বাইরনকে ছুটিতে পাঠানো হয় বলে শুক্রবার রাতে এক্সে (সাবেক টুইটার) দেওয়া বিবৃতিতে জানিয়েছে অ্যাস্ট্রোনোমার।

সেই বিবৃতিতে বলা হয়, ‘আমরা আমাদের প্রতিষ্ঠার পর থেকে যেসব মূল্যবোধ ও সাংগঠনিক সংস্কৃতিতে বিশ্বাস করি, সেগুলোর প্রতি অঙ্গীকারবদ্ধ। আমাদের নেতৃবৃন্দের কাছে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা আশা করি। তাই পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।’

তবে ভিডিওটি ও তাতে দেখা ব্যক্তিদের নিয়ে প্রতিষ্ঠানটির বিবৃতিতে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি।

ভিডিওর পুরুষটিই বাইরন কি না, সে বিষয়েও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। যদিও একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করেছে—ভিডিওতে দেখা ওই ব্যক্তি অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরন, যিনি ২০২৩ সালের জুলাইয়ে প্রতিষ্ঠানটিতে যোগ দেন। একই ভিডিওতে থাকা নারীকে অনেকেই চিহ্নিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা ক্রিস্টিন ক্যাবট হিসেবে, যিনি ২০২৪ সালের নভেম্বর থেকে অ্যাস্ট্রোনোমারে কর্মরত।

তবে এই নারী এবং বাইরন কেউই এখনো প্রকাশ্যে বিষয়টি নিশ্চিত করেননি। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলতে থাকা নানা গুজব ও অনুমানের মধ্যেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, বাইরন এখনো কোনো ব্যক্তিগত বিবৃতি দেননি এবং অনেক প্রতিবেদনেই বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির অন্তর্বর্তী সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন সহ-প্রতিষ্ঠাতা ও চিফ প্রোডাক্ট অফিসার পিট ডি’জয়।

ভিডিওটি প্রথমে টিকটকে ছড়িয়ে পড়ে, পরে তা মিমে পরিণত হয়ে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ও টিভি শোতেও আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। ঘটনার পরদিনই বাইরনের নামে একটি ভুয়া বিবৃতি অনলাইনে ভাইরাল হয়, যদিও প্রতিষ্ঠানটি পরে তা নাকচ করে দেয়।

বিবিসি জানিয়েছে, তারা ভিডিওতে থাকা নারী ও পুরুষের পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি। তদন্ত এখনো চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে : দিপু ভুঁইয়া

একই দিনে ‘দুইবার’ মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

‘সিরিয়াল কিলার’ সম্রাটের আসল পরিচয় প্রকাশ

এবার র‌্যাঙ্কিংয়ে সেনেগালের ইতিহাস, বাংলাদেশের অবস্থান কোথায়?

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, শ্রমিক নিহত

থাইল্যান্ড যেতে চান আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেম, মেলেনি অনুমতি

ফাঁকা রাখা ৩ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

ঘুম ভাঙতেই তরুণী দেখলেন বুকের ওপর অজগর

ঢাকার-১৩ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ৫ প্রার্থী

সুখবর পেলেন বিএনপির আরেক নেতা

১০

উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন ডেনমার্কের

১১

শান্তির তোয়াক্কা করি না, নোবেল না পেয়ে ট্রাম্পের ক্ষোভ

১২

পাগলিটারে উদ্ধার কইরা ভাত খাইতে দিছি: জোভান

১৩

স্বর্ণের দামে নতুন রেকর্ড, বিক্রি হচ্ছে কততে

১৪

মেট্রো স্টেশনে প্রকাশ্যে প্রস্রাব, ভিডিও ভাইরালের পর যা ঘটল

১৫

সবার আশা পূরণ করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে : রবিন

১৬

জামায়াত প্রার্থীকে শোকজ

১৭

গণভোটে ‘হ্যাঁ’ বললেই বদলে যাবে দেশের ইতিহাস : ধর্ম উপদেষ্টা

১৮

হাদি হত্যার অধিকতর প্রতিবেদন দাখিল পেছালো আরও ৫ দিন

১৯

রায়পুরাকে ভেঙে আরও একটি নতুন থানার অনুমোদন

২০
X