কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কনসার্টে ‘সহকর্মীর’ সঙ্গে আলিঙ্গনের দৃশ্য ভাইরাল, ছুটিতে সিইও

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কনসার্টে সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ আলিঙ্গনের ভিডিও ভাইরাল হওয়ার পর ছুটিতে পাঠানো হয়েছে এক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও)। জানা গেছে, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে একটি কনসার্টে বড় পর্দায় ওই দৃশ্য ধরা পড়ে। মুহূর্তে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনা তৈরি হয়।

ঘটনাটি ঘটে গত বুধবার রাতে, ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত কোল্ডপ্লের কনসার্ট চলাকালে। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে হঠাৎ করেই দেখা যায় এক পুরুষ ও নারী একে অপরকে আলিঙ্গন করে গানের তালে তালে দুলছেন। মুহূর্তেই তারা ক্যামেরায় নিজেদের মুখ দেখে লজ্জায় নিচু হয়ে যান এবং মুখ লুকানোর চেষ্টা করেন।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া সেই ভিডিও দেখে অনেকেই দাবি করেন, পর্দায় দেখা ওই দুই ব্যক্তি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমারের উচ্চপর্যায়ের নির্বাহী এবং সহকর্মী। ভিডিও ভাইরাল হওয়ার পরপরই প্রতিষ্ঠানটির সিইও অ্যান্ডি বাইরনকে ছুটিতে পাঠানো হয় বলে শুক্রবার রাতে এক্সে (সাবেক টুইটার) দেওয়া বিবৃতিতে জানিয়েছে অ্যাস্ট্রোনোমার।

সেই বিবৃতিতে বলা হয়, ‘আমরা আমাদের প্রতিষ্ঠার পর থেকে যেসব মূল্যবোধ ও সাংগঠনিক সংস্কৃতিতে বিশ্বাস করি, সেগুলোর প্রতি অঙ্গীকারবদ্ধ। আমাদের নেতৃবৃন্দের কাছে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা আশা করি। তাই পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।’

তবে ভিডিওটি ও তাতে দেখা ব্যক্তিদের নিয়ে প্রতিষ্ঠানটির বিবৃতিতে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি।

ভিডিওর পুরুষটিই বাইরন কি না, সে বিষয়েও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। যদিও একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করেছে—ভিডিওতে দেখা ওই ব্যক্তি অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরন, যিনি ২০২৩ সালের জুলাইয়ে প্রতিষ্ঠানটিতে যোগ দেন। একই ভিডিওতে থাকা নারীকে অনেকেই চিহ্নিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা ক্রিস্টিন ক্যাবট হিসেবে, যিনি ২০২৪ সালের নভেম্বর থেকে অ্যাস্ট্রোনোমারে কর্মরত।

তবে এই নারী এবং বাইরন কেউই এখনো প্রকাশ্যে বিষয়টি নিশ্চিত করেননি। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলতে থাকা নানা গুজব ও অনুমানের মধ্যেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, বাইরন এখনো কোনো ব্যক্তিগত বিবৃতি দেননি এবং অনেক প্রতিবেদনেই বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির অন্তর্বর্তী সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন সহ-প্রতিষ্ঠাতা ও চিফ প্রোডাক্ট অফিসার পিট ডি’জয়।

ভিডিওটি প্রথমে টিকটকে ছড়িয়ে পড়ে, পরে তা মিমে পরিণত হয়ে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ও টিভি শোতেও আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। ঘটনার পরদিনই বাইরনের নামে একটি ভুয়া বিবৃতি অনলাইনে ভাইরাল হয়, যদিও প্রতিষ্ঠানটি পরে তা নাকচ করে দেয়।

বিবিসি জানিয়েছে, তারা ভিডিওতে থাকা নারী ও পুরুষের পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি। তদন্ত এখনো চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণে সহপাঠীসহ ৩ জন রিমান্ডে

কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে মধ্যরাতে

কৃষকের ১২ হাজার তরমুজ চারা নষ্ট করল দুর্বৃত্তরা

বন্ধুত্বের টানে যশোরে কোরিয়ান নাগরিক সিমকো 

হিরো আলমকে হত্যাচেষ্টায় জামিন পেলেন ম্যাক্স অভি

হাসনাত-সাদিকসহ অক্সফোর্ড ইউনিয়নে আমন্ত্রণ পেলেন যারা

গতি বাড়াতেই বিচ্ছিন্ন হয় বগি, শব্দ পেয়ে ট্রেন থামালেন চালক

দুই মাসের জন্য ছিটকে গেলেন রিয়াল তারকা

নিজ আসনে বিএনপির প্রার্থী ঘোষণায় যা বললেন আলোচিত ফয়জুল হক

জনস্বাস্থ্য পেশার সম্ভাবনা নিয়ে আইএসইউতে আন্তর্জাতিক বিশেষজ্ঞের সেমিনার 

১০

সিনেমার কায়দায় প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, ভিডিও ভাইরাল

১১

আজও কমলো স্বর্ণ ও রুপার দাম

১২

চমকে দিলেন ফারিণ

১৩

সাগরের ৩৯২ মিটার গভীরে কী বানাচ্ছে নরওয়ে

১৪

সাভারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া

১৫

রুমাল পেতে বাসের সিট দখল, সরিয়ে অপরজন বসতেই লঙ্কাকাণ্ড

১৬

সীমান্তে বিএসএফের গুলিতে আরেক বাংলাদেশি নিহত

১৭

কনার রহস্যজনক পোস্ট

১৮

অস্ট্রেলিয়ায় প্রথম শতকের দেখা পেলেন রুট

১৯

পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শহীদুল আলম

২০
X