কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কনসার্টে ‘সহকর্মীর’ সঙ্গে আলিঙ্গনের দৃশ্য ভাইরাল, ছুটিতে সিইও

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কনসার্টে সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ আলিঙ্গনের ভিডিও ভাইরাল হওয়ার পর ছুটিতে পাঠানো হয়েছে এক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও)। জানা গেছে, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে একটি কনসার্টে বড় পর্দায় ওই দৃশ্য ধরা পড়ে। মুহূর্তে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনা তৈরি হয়।

ঘটনাটি ঘটে গত বুধবার রাতে, ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত কোল্ডপ্লের কনসার্ট চলাকালে। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে হঠাৎ করেই দেখা যায় এক পুরুষ ও নারী একে অপরকে আলিঙ্গন করে গানের তালে তালে দুলছেন। মুহূর্তেই তারা ক্যামেরায় নিজেদের মুখ দেখে লজ্জায় নিচু হয়ে যান এবং মুখ লুকানোর চেষ্টা করেন।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া সেই ভিডিও দেখে অনেকেই দাবি করেন, পর্দায় দেখা ওই দুই ব্যক্তি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমারের উচ্চপর্যায়ের নির্বাহী এবং সহকর্মী। ভিডিও ভাইরাল হওয়ার পরপরই প্রতিষ্ঠানটির সিইও অ্যান্ডি বাইরনকে ছুটিতে পাঠানো হয় বলে শুক্রবার রাতে এক্সে (সাবেক টুইটার) দেওয়া বিবৃতিতে জানিয়েছে অ্যাস্ট্রোনোমার।

সেই বিবৃতিতে বলা হয়, ‘আমরা আমাদের প্রতিষ্ঠার পর থেকে যেসব মূল্যবোধ ও সাংগঠনিক সংস্কৃতিতে বিশ্বাস করি, সেগুলোর প্রতি অঙ্গীকারবদ্ধ। আমাদের নেতৃবৃন্দের কাছে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা আশা করি। তাই পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।’

তবে ভিডিওটি ও তাতে দেখা ব্যক্তিদের নিয়ে প্রতিষ্ঠানটির বিবৃতিতে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি।

ভিডিওর পুরুষটিই বাইরন কি না, সে বিষয়েও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। যদিও একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করেছে—ভিডিওতে দেখা ওই ব্যক্তি অ্যাস্ট্রোনোমারের সিইও অ্যান্ডি বাইরন, যিনি ২০২৩ সালের জুলাইয়ে প্রতিষ্ঠানটিতে যোগ দেন। একই ভিডিওতে থাকা নারীকে অনেকেই চিহ্নিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা ক্রিস্টিন ক্যাবট হিসেবে, যিনি ২০২৪ সালের নভেম্বর থেকে অ্যাস্ট্রোনোমারে কর্মরত।

তবে এই নারী এবং বাইরন কেউই এখনো প্রকাশ্যে বিষয়টি নিশ্চিত করেননি। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলতে থাকা নানা গুজব ও অনুমানের মধ্যেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, বাইরন এখনো কোনো ব্যক্তিগত বিবৃতি দেননি এবং অনেক প্রতিবেদনেই বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির অন্তর্বর্তী সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন সহ-প্রতিষ্ঠাতা ও চিফ প্রোডাক্ট অফিসার পিট ডি’জয়।

ভিডিওটি প্রথমে টিকটকে ছড়িয়ে পড়ে, পরে তা মিমে পরিণত হয়ে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ও টিভি শোতেও আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। ঘটনার পরদিনই বাইরনের নামে একটি ভুয়া বিবৃতি অনলাইনে ভাইরাল হয়, যদিও প্রতিষ্ঠানটি পরে তা নাকচ করে দেয়।

বিবিসি জানিয়েছে, তারা ভিডিওতে থাকা নারী ও পুরুষের পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি। তদন্ত এখনো চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়েতে হুজুরকে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষে আহত ১১

‘মোনালিসা’র চোখ ফাঁকি দিয়ে অভিনব চুরি, বিশ্বজুড়ে তোলপাড়

শাহজালালের কার্গোতে আগুনে ক্ষতি কত, জানাল বিজিএমইএ

লঘুচাপ-নিম্নচাপ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

শরীয়তপুরে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জয়পুরহাটের ক্ষেতলালে কালবেলার ৩য় বর্ষপূর্তি উদযাপন

আ.লীগ আমলে একটাই খেলা হয়েছে, অস্ত্রের খেলা : দুলু

দেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর

সুস্থ থাকতে কোন বয়সে কত ঘণ্টা ঘুমানো প্রয়োজন, জেনে নিন

ফেসবুকে দিয়েছিলেন বিনামূল্যে লাশ পরিবহনের খবর, তিনিই এখন যাত্রী!

১০

দুর্নীতি ও বৈষম্য বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগ বাড়ছে : ইসলামী সমাজ

১১

মোমের আলোয় প্রয়াতদের স্মরণ করেন স্বজনরা

১২

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, অস্ত্র প্রদর্শন

১৩

সব রেকর্ড ভেঙে স্বর্ণ এখন সর্বোচ্চ দামে

১৪

খালেদা জিয়ার ত্যাগ ও অবদানকে মূল্যায়ন করবে জনগণ : রহমাতুল্লাহ

১৫

জুনিয়র বৃত্তি পরীক্ষা : ফরম পূরণের সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি

১৬

শাহজালাল বিমানবন্দরে পণ্য রাখার নতুন স্থান নির্ধারণ

১৭

ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ মিলছে ৪২ দেশের নাগরিকদের

১৮

বাগেরহাটে কলেজ ছাত্রদল সভাপতির ওপর হামলা

১৯

ঘাস চিবিয়ে মাঠ ‘অনুভব’ করতেন রোনালদো!

২০
X