ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং প্রদর্শনী ইনটেক্স বাংলাদেশের ১১তম আসর। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আসিসিবি) হল ২ এবং হল ৪-এ তিন দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হবে ২২ জুন। শেষ হবে ২৪ জুন।
গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে ইনটেক্স বাংলাদেশ এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন দেশের পোশাক খাত সংশ্লিষ্টদের একত্রিত করে থাকে। আগের ১০ আয়োজনে ৩৫টিরও বেশি দেশের ৪০ হাজারের বেশি তৈরি পোশাক খাতের ক্রেতা ও দেড় হাজারের বেশি বস্ত্র সরবরাহকারীদের সংযুক্ত করতে সক্ষম হয়েছে।
এবারের প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী প্রধান অতিথি এবং ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সম্মানিত অতিথি থাকবেন।
প্রদর্শনীতে কৌশলগত অংশীদার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ) অংশ নেবে।
মন্তব্য করুন