এ জেড ভূঁইয়া আনাস
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৩:২৯ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৮:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

ফুল-ফল রপ্তানিতে বাজিমাত

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
ফুল-ফল রপ্তানিতে বাজিমাত

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম সাত মাসে দেশের রপ্তানি বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় মাত্র ২ দশমিক ৫ শতাংশ। কিন্তু এ সময়ে ফুল ও ফলের রপ্তানি বেড়েছে প্রত্যাশার চেয়েও অনেক বেশি। সাত মাসে এ পণ্যগুলোর রপ্তানি বৃদ্ধি পেয়েছে ২ হাজার ৭১১ শতাংশ। তবে একই সময়ে তামাক জাতীয় দ্রব্যের (সিগারেট) রপ্তানি কমেছে ৮ দশমিক ৩ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে দেশ থেকে রপ্তানি হয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৯১২ কোটি টাকার পণ্য। এর মধ্যে সবচেয়ে বেশি শিল্পজাত পণ্য রপ্তানি হয়েছে। এ পণ্যের বাংলাদেশি মূল্য ছিল ৩ লাখ ৫৬ হাজার ৮৮২ কোটি টাকা। এ ছাড়া কৃষিপণ্য ৬ হাজার ৩০০ কোটি এবং হিমায়িত ও জীবিত মাছ রপ্তানি হয়েছে ২ হাজার ৭২৯ কোটি টাকার।

কৃষিবিদরা বলছেন, কৃষিপণ্য রপ্তানি বাড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগ দীর্ঘদিন থেকেই চলমান রয়েছে। তবে এসব পণ্য দ্রুত সময়ের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার কারণে রপ্তানিতে জটিলতা সৃষ্টি হয়। তাই এ ক্ষেত্রে মনিটরিং বাড়ানো উচিত। আর বিশ্বব্যাপী আর্থিক মন্দার কারণে তামাক জাতীয় দ্রব্য রপ্তানি কমতে পারে বলেও মনে করেন তারা।

তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে দেশ থেকে কৃষিপণ্য রপ্তানি হয়েছে ৬ হাজার ৩০০ কোটি টাকার। আগের বছরের একই সময়ে এ রপ্তানির পরিমাণ ছিল ৬ হাজার ৩১ কোটি টাকা। অর্থাৎ রপ্তানি বেড়েছে মাত্র ৪ দশমিক ৪ শতাংশ। অথচ একই সময়ে ফুল ও ফল রপ্তানি বেড়েছে প্রায় ২ হাজার ৭১১ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম সাত মাস (জুলাই-জানুয়ারি) দেশ থেকে ফুল ও ফল রপ্তানি হয়েছে ১০৮ কোটি ২৪ লাখ টাকার। কিন্তু আগের অর্থবছরের একই সময়ে পণ্য দুটির রপ্তানির পরিমাণ ছিল মাত্র ৩ কোটি ৮৫ লাখ টাকার।

অন্যদিকে চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে দেশ থেকে তামাক রপ্তানি হয়েছে ১ হাজার ২২৫ কোটি টাকার। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ১ হাজার ৩৩৬ কোটি টাকার।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) প্রফেসরিয়াল ফেলো ও সাবেক গবেষণা পরিচালক ড. এম আসাদুজ্জামান কালবেলাকে বলেন, তামাকের রপ্তানি ৭ শতাংশ কমেছে। এটা স্বাভাবিক। কিন্তু ফুল ও ফলের রপ্তানি হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ কী, তা জানা দরকার। এ দেশের মানুষ কি দাম বেশি হওয়ার কারণে ফল খাওয়া বন্ধ করে দিয়েছে?

তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে সবজি রপ্তানি হয়েছে ৭৬০ কোটি টাকার। আগের অর্থবছরের একই সময়ে পণ্যটি রপ্তানি হয়েছিল ৩৮৩ কোটি টাকার। অর্থাৎ রপ্তানি বেড়েছে ৯৮ শতাংশ। তবে এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের উপপরিচালক (রপ্তানি) ড. মো. মফিজুল ইসলাম কালবেলাকে বলেন, ফুল, ফল ও সবজি রপ্তানির পর মান সংরক্ষণ করতে না পারলে সাধারণত রপ্তানি হওয়া দেশে এগুলো বাজেয়াপ্ত হয়। বাজেয়াপ্ত হওয়া পণ্যগুলো রপ্তানি হলেও তার আয় বাংলাদেশে আসে না। এজন্য আমরা সম্প্রতি পণ্য যাতে নষ্ট না হয় সে বিষয়ে রপ্তানিকারকদের সচেতন করছি। পাশাপাশি পণ্যের মান সংরক্ষণ করা হচ্ছে কি না, তা মনিটরিং করা হচ্ছে। এতে বিদেশি ফল ও ফুলের বাজেয়াপ্ত হওয়া কমেছে। এজন্যই এ খাত থেকে রপ্তানি আয় বেড়েছে। এটা ভবিষ্যতে আরও বাড়বে। এ ছাড়া বিশ্বব্যাপী আর্থিক সংকট থাকার কারণে তামাকের রপ্তানি কমছে বলেও মনে করেন এ কর্মকর্তা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) দেশ থেকে শুকনা খাবার রপ্তানি হয়েছে ১ হাজার ৪২০ কোটি টাকার। আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ৩৩৯ কোটি টাকা। এ ক্ষেত্রে রপ্তানি বেড়েছে ৬ দশমিক ১ শতাংশ। অন্যান্য কৃষিজাত পণ্য রপ্তানি কমেছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) কৃষিজাত অন্যান্য পণ্য রপ্তানি হয়েছে ২ হাজার ৪৪৬ কোটি টাকার। আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ হাজার ৭৩৮ কোটি টাকার; অর্থাৎ রপ্তানি কমেছে ১০ দশমিক ৬ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

জুলাই সনদে মিত্রদের ‘কাছাকাছি মতামত’ দেওয়ার পরামর্শ বিএনপির

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

১০

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

১১

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

১২

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

১৩

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

১৪

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

১৫

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১৬

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১৭

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১৮

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৯

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

২০
X