শাওন সোলায়মান
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১০:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

বিটিসিএলের এমডির পদ সেই মতিনের জন্য খালি

অনিয়মের নানা অভিযোগ
বাঁ থেকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার এবং ড. মোহাম্মদ রফিকুল মতিন। ছবি: সৌজন্য ছবি
বাঁ থেকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার এবং ড. মোহাম্মদ রফিকুল মতিন। ছবি: সৌজন্য ছবি

প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও অতিরিক্ত দায়িত্বের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিয়ে পরিচালিত হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স লিমিটেড (বিটিসিএল)। নানা অনিয়ম আর অপকর্মের অভিযোগ নিয়ে গত জানুয়ারিতে অবসরে যান বিটিসিএলের শেষ পূর্ণকালীন এমডি ড. মোহাম্মদ রফিকুল মতিন। সেই থেকে অতিরিক্ত দায়িত্বে বিটিসিএলের দুজন কর্মকর্তা এমডি পদে আসীন হলেও পূর্ণাঙ্গ এমডি নিয়োগ হচ্ছে না। অভিযোগ আছে, দুই বছরের চুক্তিভিত্তিক ভারপ্রাপ্ত নিয়োগের মাধ্যমে বিতর্কিত রফিকুল মতিনকেই আবারও এই পদে বসাতে চায় মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়। বিতর্কিত রফিকুল মতিনের অপেক্ষায় বিটিসিএলের এমডি পদ খালি রাখার বিষয়টি এখন একরকম ‘ওপেন সিক্রেট’।

বিটিসিএলের এমডি পদে থেকে চলতি বছরের জানুয়ারিতে সরকারি চাকরি থেকে অবসরোত্তর ছুটিতে যান ড. মতিন। ২০১৯ সালের ৩ নভেম্বর থেকে ২০২৩ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত এই পদে ছিলেন তিনি। প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির ‘ব্যবস্থাপনা পরিচালক’ পদে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এর মধ্যে অতিরিক্ত দায়িত্বে বিটিসিএলের দুজন কর্মকর্তা এই পদে বসেছেন। তাদের একজন বিটিসিএলের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি-করপোরেট অ্যাফেয়ার্স) সঞ্জিব কুমার ঘটক এবং অন্যজন ডিএমডি-এসও আসাদুজ্জামান চৌধুরী। সঞ্জিব কুমার চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি ‘অতিরিক্ত দায়িত্ব’ হিসেবে বিটিসিএলের এমডির দায়িত্ব পালন করেন। ২০ ফেব্রুয়ারি থেকে অতিরিক্ত দায়িত্বে এমডি হিসেবে আছেন আসাদুজ্জামান।

এদিকে চাকরি থাকাকালীন বিভিন্ন সময় বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছেন রফিকুল মতিন। ১৯৯৮ সালে তৎকালীন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) উপবিভাগীয় প্রকৌশলী থাকাকালে দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত হয়েছিলেন তিনি। সে সময় সেনাবাহিনীর একটি কন্ট্রিবিউটরি কাজে ১ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৭৫৫ টাকা অগ্রিম উত্তোলন ও অনিয়মিতভাবে খরচের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ১৯৯৯ সালে এই অভিযোগ থেকে মুক্তি পেলেও স্বভাব বদলায়নি রফিকুল মতিনের। মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রফিকুল ২০১৯ সালে বিটিসিএলের এমডির দায়িত্ব পান। এই পদের দায়িত্ব নিয়েই বড় পরিসরের দুর্নীতিতে জড়িয়ে পড়েন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নথি বিশ্লেষণ করে দেখা যায়, ২০২১ সালের এপ্রিলে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ‘ডিজিটাল কানেকটিভিটি শক্তিশালীকরণে সুইচিং ও ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন (এসটিএনপি)’ প্রকল্পের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে রফিকুল মতিনসহ বিটিসিএলের সাবেক তিন কর্মকর্তা এবং টেলিযোগাযোগ অধিদপ্তরের সাবেক এক মহাপরিচালকের বিরুদ্ধে। দীর্ঘ অনুসন্ধানের পর তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক নারগিস সুলতানা রফিকুল মতিনসহ ওই চার ব্যক্তির বিরুদ্ধে সরকারি দায়িত্ব যথাযথভাবে পালনের পরিবর্তে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পান। তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদনের অভিমতে বলেন, অভিযুক্ত ব্যক্তিদের ক্ষমতার অপব্যবহারে বিটিসিএল তথা সরকার ১০৭ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। অভিযুক্তরা পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ৬৪(৩) ধারা, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-এর ১২৭ বিধি লঙ্ঘন করেছেন বলে প্রতিবেদনে উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে রফিকুল মতিনসহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়েরের সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা।

সূত্র বলছে, সমালোচিত ও বিতর্কিত এই রফিকুল মতিনকে আবার স্বপদে ফিরিয়ে আনতে তোড়জোড় চলছে মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায় থেকে। বিটিসিএলের একটি সূত্র জানায়, আজ্ঞাবহ রফিকুল মতিনকে বিটিসিএলের এমডি হিসেবে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিতে চেষ্টা অব্যাহত রাখা হয়েছে সেই শীর্ষ পর্যায় থেকে। অভিযোগ আছে, রফিকুল মতিনের মাধ্যমে বিটিসিএলে নিজেদের প্রভাব টিকিয়ে রাখতে মরিয়া সেই সিন্ডিকেট।

বিটিসিএলের শূন্য এমডি পদ সম্পর্কে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার দৈনিক কালবেলাকে বলেন, আগের এমডিকেই (রফিকুল মতিন) নিয়োগ দেওয়ার বিষয় আছে। তিনি এর আগেও এমডি ছিলেন। যখন কেউ পিআরএলে (অবসর-পরবর্তী ছুটি) থাকেন তার বেতন-ভাতা কী হবে, এসব বিষয়ে মতামতের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। একবার তারা একটা মতামত দিয়েছে। আরও ব্যাখ্যার জন্য মতামত চাওয়া হয়েছিল; প্রক্রিয়া চলমান। এ বিষয়টি দেখভাল করছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব; তিনি আবার বোর্ডেরও চেয়ারম্যান। রফিকুল মতিনের বিরুদ্ধে দুদকের মামলা দায়েরের সুপারিশের বিষয়ে জানা আছে কি না এমন প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন, মামলা শুধু তার বিরুদ্ধে নয়, আরও চারজনের বিরুদ্ধে করার সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে হাইকোর্টের রায় আছে। এই মামলা পুরো বিভাগের বিরুদ্ধে করা হয়েছিল। কারণটা ছিল যে, সর্বনিম্ন দর প্রস্তাবকারীকে কাজ দেওয়া হয়েছিল; কিন্তু যিনি সর্বনিম্ন দর প্রস্তাবকারী ছিলেন না তিনি অভিযোগ দায়ের করেছিলেন। কাজেই সেই মামলাকে আমলে নেওয়ার কারণ দেখি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার দ্বিতীয় আসর সম্পন্ন 

‘ইয়ামাল অন্য গ্রহের খেলোয়াড়’

ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সকে বরণ, উৎসবে মাতল পুরো নগরী

নন-ক্যাডার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

একুশে বইমেলা ২০২৬ / প্রকাশকদের অনুরোধে স্টল ভাড়া কমল যত

গাজায় শেষ বন্দির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে লুট

ইতিহাস গড়লেন রিয়াল ব্রাত্য এনদ্রিক

আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না

প্রেমিকের স্ত্রীকে এইচআইভি ইনজেকশন পুশ করলেন তরুণী

১০

ট্রফি উদযাপনের দিনে রাজশাহী-বগুড়াবাসীকে যে বার্তা দিলেন মুশফিক

১১

নির্বাচনকে গণতন্ত্র পুনর্গঠনের আন্দোলন হিসেবে দেখছি : জুনায়েদ সাকি

১২

এনপিএ ও কমিউনিটি ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৩

ভারতকে ‘ভালো প্রতিবেশী’ বললেন চীনের প্রেসিডেন্ট

১৪

সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্টের সমর্থকদের সমাবেশে বজ্রপাত, আহত ৮৯

১৫

নিখোঁজ কুকুরের সন্ধান দিলে ৩ লাখ টাকা পুরস্কার ঘোষণা

১৬

দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দিন শেষ : সারজিস

১৭

ফলাফল না জানা পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না : শেখ আব্দুল্লাহ 

১৮

৩২ দলের অংশগ্রহণে শেষ হলো জমজমাট ‘হোন্ডা ফুটসাল লিগ’

১৯

হাসপাতালে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক

২০
X