রাজন ভট্টাচার্য
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৮:২০ এএম
প্রিন্ট সংস্করণ

সড়ক ও নৌপথ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই!

সড়ক ও নৌপথ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই!

আগামীকাল বৃহস্পতিবার বিএনপির মহাসমাবেশ ঘিরে আজ রাত থেকেই কার্যত অচল হতে যাচ্ছে দেশের সড়ক ও নৌ যোগাযোগ। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা নেই। তবে ঢাকামুখী বিরোধী দলের নেতাকর্মীদের স্রোত ঠেকাতে অঘোষিতভাবেই এই নির্দেশনা পালন করা হবে। এতে জনদুর্ভোগ বাড়বে বলে মনে করেন যাত্রী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের নেতারা।

গত বছর বিভাগীয় পর্যায়ে সমাবেশ করেছে বিএনপি। প্রতিটি সমাবেশের আগে অঞ্চলভিত্তিক পরিবহন ধর্মঘট দেখা গেছে। শেষ পর্যন্ত রাজধানীতে অনুষ্ঠিত সমাবেশের আগেও একই চিত্র দেখা যায়। প্রাসঙ্গিক কারণে এবারও বিএনপির কর্মসূচিতে জনসমাগম ঠেকানোর চেষ্টা অমূলক কিছু নয়।

শ্রম আইন কিংবা সড়ক পরিবহন আইনে পরিবহন মালিকদের ধর্মঘট ডাকার কোনো বিধান নেই। পরিবহন মালিক চাইলে তার ব্যবসা বন্ধ করে দিতে পারেন। সেক্ষেত্রে শ্রমিকদের যথাযথ পাওনা পরিশোধ করার নিয়ম রয়েছে। অন্যদিকে শ্রম আইনে দাবি-দাওয়া আদায়ে শ্রমিকদের ধর্মঘট ডাকার সুযোগ আছে। তবে দাবিগুলো অন্তত ১৫ দিন আগে যথাযথ কর্তৃপক্ষের কাছে পেশ করার বিধান রয়েছে।

বিএনপির সমাবেশ ঘিরে যেসব ধর্মঘট সাম্প্রতিক সময়ে হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিকভাবে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। আবার কর্মসূচি শেষ হওয়ার আগেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়।

জনভোগান্তি প্রসঙ্গে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী কালবেলাকে বলেন, রাজনৈতিক কারণে যানবাহন বন্ধ হয়ে গেছে, জনভোগান্তি তৈরি হবে; এটাই স্বাভাবিক। এ কাজটি করা কোনোভাবেই ঠিক নয়। অতীতে দেখেছি—এসব কর্মসূচির কারণে জরুরি রোগী পরিবহনও সম্ভব হয়নি। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

ঢাকা ও ঢাকার বাইরের অন্তত ২০টি বাস, লঞ্চ মালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে বাস ও লঞ্চ বন্ধে কেন্দ্রীয় মালিক ও শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে এই কর্মসূচিতে ব্যাপক লোক সমাগম হলে একদফা দাবি পূরণে বিএনপি স্থায়ীভাবে বসে যেতে পারে, এমন শঙ্কা নিয়ে আলোচনা বিস্তর। তাই নিজ নিজ অবস্থান থেকে বুধবার বিকেল থেকেই বাস ও লঞ্চ চলাচল বন্ধ থাকতে পারে। রাজধানীতে থাকা ও খাওয়ার সমস্যা বিবেচনায় বিএনপির বেশিরভাগ তৃণমূলের কর্মীরা শেষমুহূর্তে প্রবেশের চেষ্টা করবে। এমন ধারণা থেকেই বাস ও লঞ্চ চলাচলের চিন্তা করা হচ্ছে। পথে নাশকতার আশঙ্কা দেখিয়ে অঘোষিত এই ধর্মঘট বাস্তবায়ন হতে পারে এমন ইঙ্গিতও দিয়েছেন অনেকেই। আর রাজধানীর শহরতলির বাস বন্ধ হবে বৃহস্পতিবার সকাল থেকে।

বিএনপির কর্মসূচির পরিপ্রেক্ষিতে একই দিন পাল্টা সমাবেশ ডেকেছে যুবলীগসহ তিনটি সহযোগী সংগঠন। এই কর্মসূচিতে রাজধানীর আশপাশের নেতাকর্মীরা তাহলে কীভাবে অংশ নেবেন—এমন প্রশ্নের জবাবে বাস ও লঞ্চমালিক সমিতির একাধিক নেতা জানান, ক্ষমতাসীনদের কর্মসূচিতে অংশ নিতে এরই মধ্যে বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন ধরনের গণপরিবহন বুকিং দেওয়া হয়েছে। তারা এসব পরিবহনে সমাবেশে অংশ নেবেন।

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ কালবেলাকে বলেন, কারও জনসভা নষ্ট করার চিন্তা নেই। বিএনপি তাদের মতো করে সমাবেশ করবে, এ নিয়ে পরিবহন মালিক সমিতির মাথাব্যথা নেই। যদি তারা সমাবেশের নামে আগে থেকেই জ্বালাও-পোড়াও শুরু করে, তাহলে জানমালের নিরাপত্তায় গাড়ি চলানো বন্ধ করা ছাড়া পথ থাকবে না। সমাবেশের আগে পরিস্থিতি দেখে আমরা গাড়ি চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেব।

লঞ্চ মলিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু কালবেলাকে বলেন, বিএনপির কর্মসূচি ঘিরে নৌপথে কোনো অপতৎপরতা দেখা গেলে মালিকরা লঞ্চ চালাবেন না, এটাই স্বাভাবিক। তবে সমিতির পক্ষ থেকে ধর্মঘটের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন যুদ্ধের সতর্কবার্তা ইরানের, ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান

চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া, চলছে অনলাইনে আবেদন

ছোট্ট তিলেই লুকিয়ে থাকে ক্যানসার বীজ? যা বলছেন চিকিৎসক

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

স্কুল ব্যাগে মিলল ৭ লাখ টাকার জালনোট, গ্রেপ্তার ১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

জুমার দিন মসজিদে এসে যে ৩ কাজ ভুলেও করবেন না

২৯ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

১০

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

১১

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

১২

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

১৩

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

১৪

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

১৫

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

১৬

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

১৭

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবির ৫ দফা দাবি

১৮

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১৯

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

২০
X